"নারী তুমি"

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৮ মার্চ, ২০১৫, ১১:২৩:৫৬ রাত

বীভৎস বিবসনা হয়ো না গো নারী

হয়ো না গো ক্ষুধাতুর হিংস্রের টোপ,

ভোগ্য বস্তু ভেবে, যেন শিকারী

নাহি যেন দিতে পারে বিষাক্ত কোপ।।

-

বিকশিত হও নারী ফুলের মতন

বিস্ময়ে বিমোহিত হয় যেন ধরা,

বিকানো না হয় যেন তোমার রতন

ধিক্কারো তারে যে পাপাচারে ভরা।।

-

সুমিষ্ট হতে পারো সৎ সংস্রবে

সুশোভিত করে তুলো সুখে সংসার,

সুললিত নেই হতে বাঁধা এই ভবে

হয়ো না নারী তবে মাল সওদার।।

-

পরাধীন না হই হও পরশ পাথর

পরিহার করো তবে পঙ্কিল পথ,

পাঁকে পড়ে ফের যেন না হও কাতর

ঝেটে করো বিদূরিত প্রগতির মত।।

-

খাপ খাও কাক যেন খোরাক ভেবে

শকুন কাবাব বুঝি দেয় কাড়া কাড়ি,

কল্যাণী হও নারী সাবধানে তবে

ক্ষতি আর লাভ বুঝে পথ দাও পারি।।

-

বিদূষীনী হয়ে যাও বিদ্ধেষী নয়

বিতন্ডা করে শুধু কাটিও না বেলা,

বিধাতার বিধি যেন না হয় বিলয়

বিভাজনে অহেতুক করিওনা হেলা।।

-

ধার্মিক হও নারী ধর্মান্ধ নহে

ধিকৃত না হই হও ধরায় ধীমান,

ধাপপায় পড়ে যেন কবু নাহি বহে

মজবুত করে গড়ো তোমার ঈমান।।

বিষয়: সাহিত্য

১৩১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307934
০৮ মার্চ ২০১৫ রাত ১১:৫১
অষ্টপ্রহর লিখেছেন : অনেক ভাল লাগলো।বিশেষ করে ধন্যবাদ নিবেন।
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
249458
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
307943
০৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৮
এ,এস,ওসমান লিখেছেন : ভালো লাগলো
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
249461
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ
307948
০৯ মার্চ ২০১৫ রাত ১২:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
249462
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
307978
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:২৫
হতভাগা লিখেছেন : জাগো নারী জাগো তব বন্হি শিখা
১১ মার্চ ২০১৫ রাত ০৯:১৫
249464
বিদ্রোহী কবি লিখেছেন : জাগো নারী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File