‪#‎অণু‬ কবিতা গুচ্ছ

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৬ মার্চ, ২০১৫, ০৮:১৬:১৩ রাত

১।

মুক্তমনা বলে

অন্য নারী, ধর্ম ধরে

কাপড় খোলা চলে?

২।

তোমার অর্থ কি প্রগতি,

আদিম যুগেই ফিরে যাও

নিয়ে আসো সংসারে দূর্গতি।

৪।

এ কেমন বাক স্বাধীনতা,

কারো আছে,কারো নেই

এ শুধুই কথার কথা।

৫।

একেই বলে বুঝি রাত কানা,

মানবতা উথলে উঠে কোথাও

অন্য কোথাও মানা।

৬।

আহা,কথার কতো ভঙ্গি,

নিজের স্বার্থ সিদ্ধি শেষে

কও তারেই ফের জঙ্গি।

বিষয়: সাহিত্য

১২৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307539
০৬ মার্চ ২০১৫ রাত ১১:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
248895
বিদ্রোহী কবি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File