"সংলাপে সাড়া নেই"

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১২:৩৭ দুপুর



সংকট সমাধানে সংলাপ শুনছি

কবে হবে সংলাপ চেয়ে দিন গুনছি

সংলাপে সাড়া নেই

কেন যেন তাড়া নেই

সমাধানে কারা নেই দেখছে তো বিশ্ব

কেন শকুনের লোভে দেশ হবে নিঃস্ব?

-

কেউ মরে পেট্রোলে

মরে কেউ গুলিতে

মিডিয়াও চলে আজ ইশারা আঙ্গুলিতে

পেটে নেই দানাপানি

মাস শেষে ঠানা ঠানি

কমছেনা হানা হানি বললেও হুমকি

এই বুঝি প্রকাশ্যে হচ্ছি কি গুম কি!

-

হচ্ছে কি দেশটায়

জনগণ তেষ্টায়

কবে হবে হানাহানি মারা মারি বন্ধ,

নেই যারা ক্ষমতায়

দেশ গড়ে মমতায়

তারা চায় শেষ হোক ক্ষমতার দন্দ্ব।

বিষয়: সাহিত্য

১১৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304614
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
হতভাগা লিখেছেন : সংলাপে আদৈ কি কোন কাজ হয় ? মান্নান ভূঁইয়া - জলিল ৬ দফা বসেছিল ? কি ফল এসেছে তাতে ? তারানকোও থেকে ছিল প্রায় ৫ দিন , কি লাভ হয়েছিল তাতে ?

এর আগে ১৯৯৬ এ স্যার নিনিয়ান এসেছিলেন ? কি ফল বয়ে এসেছিল তাতে ?

তামিল টাইগার্স ও শ্রী লংকান সরকারের মধ্যে নরওয়ে মধ্যস্থতা করেছিল । শেষ মেশ যুদ্ধে হেরে এখন মাথা নত করে চলছে তামিল টাইগার্সরা ।

ইরাক , আফগানিস্তান ও ফিলিস্তিনে সংলাপ কি বিন্দুমাত্র ভূমিকা রাখতে পেরেছে ?

বার বার যুদ্ধ বিরতির ঘোষনা করেও কি কোন লাভ হয়েছে ফিলিস্তিনবাসীর ?

আফ্রিকার দেশগুলোতে কি সংলাপ কোন ভূমিকা রেখেছে জাতিগত বিদ্রোহ দমনে ?

মিয়ানমারে কি মুসলমানদের উপর নৃশংস হত্যাকান্ড সংলাপ দিয়ে ঠেকানো হয়েছিল ?

২য় বিশ্বযুদ্ধ কি সংলাপের মাধ্যমে সফল পরিসমাপ্তি হয়েছিল ?



এসব সংলাপ হল সংদের কাজ কারবার । এতে পরিস্থিতির কোন উন্নতি তো হয়ই না বরং আরও জট পাকিয়ে যায় ।

মাইর , মাইর হল আসল অস্ত্র সব কিছু ঠান্ডা করতে ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৩
246404
বিদ্রোহী কবি লিখেছেন : সেটাও কি হচ্ছে?
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৫
246405
হতভাগা লিখেছেন : সমাধান এতেই আসে । ২য় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল জাপানে পর পর ২ টি আনবিক বোমা মেরে ।
304659
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সারা দিয়া লাভ কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File