ট্যাঙ্গো এবং ভাইবার

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৯ জানুয়ারি, ২০১৫, ০৩:১০:৪১ দুপুর

স্বৈরাচারের শিকার শেষে

ট্যাঙ্গো এবং ভাইবারও,

কান্ড দেখে ভাবছি তাদের

হইলো সময় যাইবারও।

আচ্ছা বলুন আগে যাদের

হইছিলো খুব করুণ হাল,

তখন কি আর চ্যানেল ছিলো

অনলাইনের এই টাল মাটাল।

চোখ থাকিতেও অন্ধ হইলে

বিবেকটাও বন্ধি রয়,

এমন স্বৈরাচারীরও ঠিক

হইতে থাকে অবক্ষয়।

জনগণের পিঠ ঠেকিলে

থাকবে কি আর চুপ মেরে,

যুদ্ধ মানেই পালটা আঘাত

জান দেওয়া আর নেই কেড়ে।

বিষয়: সাহিত্য

৮৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300806
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৯
243344
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File