চামচা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪১:৫২ রাত

দেশ খানা ভরে গেছে

ঘুণ পোকা,চামচায়,

মাঝে মাঝে মন চায়

ধরে ধরে খামচায়।

কোথা নেই চামচা?

সব খানে কিলবিল,

সাহিত্য থেকে শুরু

ধর্মের মাহফিল।

শিক্ষক বলুন আর

বড় বড় ডাক্তার,

কবিরাও করে আজ

চামচার কারবার।

শকুনেরা গিলে খাক

দেশটার নাভিমূল,

চেতনায় দেশ প্রেম

নড়বেনা এক চুল।

গুলিতেই ঝরে যাক

নির্দোষ তাজা প্রাণ,

নেই প্রতিবাদ তবু

করে যাবে গুণ গান।

সীমান্তে ঝুলে থাকে

বাংলার ইজ্জত,

চামচারা বাহ দেবে

তবু নাকে দিয়ে ক্ষত।

বিজয়ের মাসেও দেখি

পতাকায় গড়মিল,

এ কেমন দেশ প্রেম

বুঝা বড় মুশকিল।

এই সব চামচারে

ঘাড়ে ধরে ধাক্কায়,

মন চায় লাথি মেরে

ছুঁড়ে দিই ফারাক্কায়।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298406
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো ভালো লিখেছেন।
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৩
241909
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
298419
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনারাই স্বিকার করলেন!!
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
241913
বিদ্রোহী কবি লিখেছেন : প্যাঁচাল পাড়েন কেন রে ভাই
298456
০১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫৭
আফরা লিখেছেন : পারলে দেন শুধু মন চাইলে হবে না কাজ করতে হবে ।

কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
241911
বিদ্রোহী কবি লিখেছেন : আপনারা সাথে থাকলে দিবোই ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File