দস্যুতা যাক ভেসে
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২২ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৫:২৬ রাত
চলতো আগে রাজনীতিতে
মিষ্টি কথার ফান,
এখন চলে গালা গালির
নিত্য ঝড় তুফান।
বিনির্মানে দেশটা যাদের
কষ্ট ছিলো ভারী,
অকর্মরাই দিচ্ছে তাদের
ইচ্ছে মতো ঝাড়ি।
এক এগারর পর থেকে যে
নোংরা কথার শুরু,
সমাজ বিশারদদের একি
উঠছে নেচে ভুরু।
ডিজিটালের যুগেও কেন
এরা টালমাটাল,
কি হবে এই দেশের তরুণ
প্রজম্মদের হাল?
বেফাঁস কথার থুবড়ি ছুঁড়ে
সবাই একই তালে,
আম জনতাই দিবে এবার
থাপ্পড় তাদের গালে।
জেগে উঠুন আম জনতার
এক কাতারে এসে,
রাজনীতিতে নোংরামি আর
দস্যুতা যাক ভেসে।
বিষয়: সাহিত্য
৬৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলোনা ভাই এমন কথা আর
এক জনের স্বামীর তালুক,
আর অন্য জনের বাবার৷
‘পাড়ায় পাড়ায় শুরু হোক আজ
বিক্ষোভ অনশন
বিদ্রোহ করে লাঠি হাতে নাও
জেগে ওঠো জনগণ।’
অনেক ধন্যবাদ দাদাকে সুন্দর কবিতার জন্য
থাপ্পড় তাদের গালে।
জেগে উঠুন আম জনতার
এক কাতারে এসে,
রাজনীতিতে নোংরামি আর ,
দস্যুতা যাক ভেসে।
ভালো লাগলো বিদ্রোহী কবি বিদ্রোহ কবি ।
মন্তব্য করতে লগইন করুন