খবর পেলাম
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৬:৩০ সন্ধ্যা
খবর পেলাম চবিতে ফের
পরলো পালের লাশ,
খুনী কোন রাজাকার নয়
চেতনাবাজ খাস।
শুনার পরেই ভাবছি বসে
লিখতে হবে কিছু,
সত্য কথা লিখলে জানি
শত্রু নিবেই পিছু।
নিলেও নিতে পারে তবুও
বলবো যে বুক ফুলি,
হায়েনারা তাপস পাল নয়
আমায় মারুক গুলি।
বিজয় মাসেই যেই চেতনায়
করলো তারা খুন,
বুদ্ধিজীবীর সম্মান নয়
করলো লেপন চুন।
তাদের দিয়ে দেখবে কি আর
স্বপ্ন অবুঝ জাতি,
স্বাধীনতায় সম্মান নয়
মারলো যারা লাথি।
জানি এসব পরবে চাপা
জঙ্গি নাটক মাঝে,
মিডিয়ারাও তাল মেলাবে
গলাবাজির কাজে।
বিষয়: সাহিত্য
১১১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হামলা বলেনাই দালাল সাংবাদিকরা। ভালো লাগলো অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন