খবর পেলাম

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৬:৩০ সন্ধ্যা



খবর পেলাম চবিতে ফের

পরলো পালের লাশ,

খুনী কোন রাজাকার নয়

চেতনাবাজ খাস।

শুনার পরেই ভাবছি বসে

লিখতে হবে কিছু,

সত্য কথা লিখলে জানি

শত্রু নিবেই পিছু।

নিলেও নিতে পারে তবুও

বলবো যে বুক ফুলি,

হায়েনারা তাপস পাল নয়

আমায় মারুক গুলি।

বিজয় মাসেই যেই চেতনায়

করলো তারা খুন,

বুদ্ধিজীবীর সম্মান নয়

করলো লেপন চুন।

তাদের দিয়ে দেখবে কি আর

স্বপ্ন অবুঝ জাতি,

স্বাধীনতায় সম্মান নয়

মারলো যারা লাথি।

জানি এসব পরবে চাপা

জঙ্গি নাটক মাঝে,

মিডিয়ারাও তাল মেলাবে

গলাবাজির কাজে।

বিষয়: সাহিত্য

১১১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294284
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৪
আবু আশফাক লিখেছেন : স্যালুট হে কবি!!
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩১
237862
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ উৎসাহিত করার জন্য
294292
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ খবর টা বেশ ভালো
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩২
237863
বিদ্রোহী কবি লিখেছেন : খবরটা দিতে পেরে আমারও ভালো লাগছে শাহীন ভাই
294301
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নিরেট বাস্তবতার তোলে ধরেছেন। ফেবুতে পড়েছি আবার পড়লাম। সত্যি চমৎকার লেখা। দাদা শুভ কামনা রইলো অনেক অনেক
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
237864
বিদ্রোহী কবি লিখেছেন : সিরাজ ভাই যেখানে,আমি আছি সেখানে। ধন্যবাদ।।
294326
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দালাল মিডিয়া ইতমধ্যে ছাত্রলিগ কর্মির রুম থেকে মাওলানা মওদুদির বই উদ্ধার করে ফেলেছে!!!
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৪
237931
বিদ্রোহী কবি লিখেছেন : হা হা হা ,জানতাম তাই ঘটবে।
294355
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৭
শেখের পোলা লিখেছেন : মারামারির ছবি দেখলাম৷ কোনটা মরেছে বুঝলামনা৷
294388
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৫
যা বলতে চাই লিখেছেন : মাশা আল্লাহ্ অনেক ভাল লিখেছেন। আল্লাহ আপনার লেখনি শক্তি আরো বৃদ্ধি করে দিন। আমিন। Rose
294442
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৪
নাছির আলী লিখেছেন : মাশাআল্লাহ । সময় উপযোগি লেখা। এখনো তো জংগি
হামলা বলেনাই দালাল সাংবাদিকরা। ভালো লাগলো অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File