গণতন্ত্রের ভাষা?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫১:৩০ দুপুর
এই কি আমার রক্তে কেনা
গণতন্ত্রের ভাষা?
এই কি ছিল মুক্তিকামী
বীর জনতার আশা?
বায়ান্নের সেই উত্তাল দিন
এই চেতনার জন্য?
দেশ কি তবে ফেল্লো গিলে
হিংস্র প্রাণী বন্য?
কোন চেতনায় স্বাধীনতার
স্বপ্ন ছিলো জানতে চাই,
আমার বোনের পিঠে লাথি
মারতে তোদের লজ্জা নাই?
নারীর চুলে হাত দিলি তুই
কোন পরিচয়, শিক্ষা কি?
নারীবাদী নেত্রীরা কই
না কি তোদের প্রেম মেকি?
স্বাধীনতার মাসেই হরণ
করছে শকুন অধিকার,
তবুও কি চেতনাবাজ
রইবি চেয়ে নির্বিকার?
প্রতিবাদের মশাল হাতে
চলুন খাঁটি দেশ প্রেমিক,
প্রতিবাদের আগুন আবার
দিন ছড়িয়ে দিকবিদিক।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীর অন্যায়কে প্রশ্রয় দেবার মানসিকতা কিছু কিছু পুরুষের একটা ফ্যাশনে পরিনত হয়েছে । তাদের জন্য এটাই শ্রেয় বলে মনে করি
ভাল কিছু করলে নারীরও যেমন পুরষ্কার পাবার অধিকার আছে , তেমনি খারাপ কাজ করলে আছে পিটুপি খাবার অধিকার
মন্তব্য করতে লগইন করুন