সমাজ কে দাও নাড়া
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ নভেম্বর, ২০১৪, ০৯:১৬:৪৫ রাত
সমাজটা কে পালটাতে চাও?
পালটাও আগে নিজে,
কোরান হাদিস জ্ঞানের মাঝে
যাও না পুরোই ভিজে।
হিংসে হারাম আর কলুষতা
সাফ করো ভাই আগে,
দেখবে তখন নিজের মাঝেই
ঈমান কেমন জাগে।
নিজের ঈমান তাজা করেই
সমাজে দাও হানা,
কোথায় কেমন গুণ ধরেছে
হবে তোমার জানা।
তোমার মতো একই মতের
একই পথের যারা,
সঙ্গে নিয়েই সমাজটা কে
দাওনা এবার নাড়া।
অন্ধ গলির মন্ধ লোকের
সমাজ দূষণ কাজে,
মুখ দিয়ে দাও বাঁধা আগেই
না হয় দাড়াও মাঝে।
সবাই মিলেই শক্র সমাজ
প্রতিরোধে আগাও,
সবার মাঝেই সমাজ প্রীতির
সচেতনতা জাগাও।
বিষয়: সাহিত্য
৯০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ভাই হুজুর রা যে বলেন কুরআন নিজে বুঝার চেষ্টা না করতে???
ভালো লাগলো , অনেক ধন্যবাদ বিদ্রোহী কবি ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন