প্রতিবাদের আগুন
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৪ নভেম্বর, ২০১৪, ১১:৪৫:০২ সকাল
খবর শুনেই থ'বনিলাম
আসলো লতিফ দেশে,
আইন আদালত জনগনের
কাছেই গেলো ফেঁসে।
কয়েক ডজন মামলা নিয়ে
ধর্মদ্রোহী একি!
কার ইশারায় ডুকলো দেশে
চোরের মতো সে কি।
বুঝতে এখন নেইতো বাকি
সবই ফাঁকা বুলি,
জনগণের প্রতিবাদেই
মারতে পারেন গুলি।
ধর্মনিপেক্ষ কি ভাই
ধর্মে দেওয়াই বাঁশ?
ধর্ম ভীরু হলেই দিবেন
জঙ্গি খেতাব খাস।
আমরা জানি ধর্ম নিয়ে
ব্যাবসা কারা করে,
ধার্মিকদের উস্কানি দেয়
গদি হলে নড়-বড়ে।
গনতন্ত্রের দাবী যখন
হলো জোরে খাড়া,
দৃষ্টি সবার ফেরাতে চাই
অন্য দিকে নাড়া।
এমন খেলা চললে দেশে
কেমন হবে বলুন,
চোখ কান সব খোলা রেখে
প্রতিবাদে চলুন।
চারিদিকে দিন ছড়িয়ে
প্রতিবাদের আগুন,
সাম্প্রদায়িক মুক্ত দেশের
জন্যে সবাই জাগুন।
বিষয়: সাহিত্য
৮৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লতিফ মিয়া এখন দেশের নেতা!!!!
মন্তব্য করতে লগইন করুন