মাঝে মাঝে মনটা আমার

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৭ নভেম্বর, ২০১৪, ০১:৪৩:১৪ রাত

মাঝে মাঝে মনটা আমার করে উঠে বিদ্রোহ

নজরুল হই অগ্নিবীনার জ্বালায় শকুনের দেহ।

মানবতার শত্রু যারা

রক্ত নেশায় মাতোয়ারা,

দাঁত খেলিয়ে চক্ষু দিয়ে শ্যান দৃষ্টির বান হানে

বিদ্রোহী হই আমি যেন কোপ দেয় তার গর্দানে।

শান্তনা পায় মিথ্যা আশায় বঞ্চিত হায় আজ যারা

লৌহ কপাঠ ভেঙ্গে যেন, ফের উঠে দিই গা ঝারা।

রং তামাশা খেলছে যে

হচ্ছে সাদা গা মেঝে,

দেশ খানা এই পঙ্গু করে খোলস পরে রয় মুখে

আগ্নিবীনার বানে যেন জ্বালায় আগুণ তার বুকে।

বুদ্ধিজীবী সুশিল সমাজ রং মাখিয়ে জ্ঞান পাপি

অসত্যকেই বলছে জোরে, সত্য কথা কয় মাপি।

চোখটা থাকে বন্ধ হায়

খুনীর তরে গায় সাফাই,

খুন ঝরিয়ে নৃত্য করে যারাই,তাদের দেখছে না

দেশের মানুষ বিদ্রোহী হই কেন ওদের রুখছে না

বিষয়: সাহিত্য

৯৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281884
০৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৫
আফরা লিখেছেন : শুরু করেন দেখবেন পিছন পিছন সবাই আসবে ।
281885
০৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৭
কইবো কথা বাসর রাতে লিখেছেন : কাজ হবে না আর এই দেশে
281903
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৯
কাহাফ লিখেছেন :
অধিকাংশ জনতারই এমন বিস্ফোরণ অবস্হা আজ! তবুও কেন যে বিস্ফোরণ ঘটছে না!!!
Thumbs Up Thumbs Up Thumbs Up Cook Cook Cook

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File