নিশী ও নুর কাকা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ অক্টোবর, ২০১৪, ০১:১২:১৩ রাত



ফেসবুকে পরিচয়, নিশী আর পল্টুর

তারপর মেলা মেশা এতা ওতা ঘুর ঘুর,

কখনো ফয়েজ লেক, নয় বা পতেঙ্গা

ভুলো মনে হতো নিশী লজ্জায় রাঙ্গা,

ধিরে ধিরে নিশী খুব বিশ্বাসে মিশছে

ছলনায় পল্টু টা, সব কিছু পিশছে।

সেদিন হটাৎ সে করে জোর আবদার

খাবে চলো বাসাতে হাতেই আমার মার।

নিশী যেতে হয় রাজি হয়ে পড়ে উচ্ছল

অজানা আনন্দেই চোখ ভিজে ছল ছল।

এই বার ভালোবাসার জয় হবে নিশ্চই

পল্টুর সাতে যেতে নিশীর তো নেই ভয়।

গেটে এসে পাজেরো ব্রেক করে থেমে যান

ঢুলু ঢুলু চোখে চায় নুর কাকা দারোয়ান।

আড় চোখে ক্রুর হেসে কোমরে দিয়ে হাত

মেয়েটাকে নিয়ে ঢুকে, শয়তান সাক্ষাত।

নুর কাকা ভাবে, কতো মেয়ে হবে নিঃস্ব

প্রতি দিন কতো আর, দেখবে সেই দৃশ্য।

ভাবতেই ভেসে আসে,না, না, চিৎকার

খিল খিল হাসিতেই নীশির সব ছারখার।

নুর কাকা ঘামছেই এই ভাবে আর নয়

অজানা আতংকেই আজ খুব লাগে ভয়।

তার মেয়ে হাসি মনি বড় হয়ে উঠছে

চাকুরীটা ছেড়ে দেবে ভেবে নখ কুটছে।

যেই ভাবা সেই কাজ নুর কাকা উঠে যান

দূর থেকে ভেসে আসা কান্নায় ভারী কান।

বিষয়: সাহিত্য

৯৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274817
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৮
শেখের পোলা লিখেছেন : নিশী যদি ধরাদেয় পল্টুর বাহুতে,
পল্টু কি ঠিক থাকে দংশে যে রাহুতে৷
নূর কাকার লাঠি যদি সপাসপ পড়ত,
ঠিক তবে পল্টুরা সোজা পথে চলত৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File