ওই শালাদের মামলা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১০ অক্টোবর, ২০১৪, ০৬:৪৬:২০ সন্ধ্যা



গনতন্ত্রের ফেরীওয়ালাদের

ব্যাবসাটা খুব মন্দ,

ডাল খেয়েছে মাল পেয়েছে

তাই রাখে , চোখ বন্ধ।

চলুক গুলি কিংবা বারুদ

প্রতিবাদে রক্ত,

কি এসে যায় ওরাই আসল

স্বৈরাচারীর ভক্ত।

শাহবাগে তেই করবে ফেরী

মুক্তবুদ্ধি চর্চার,

নাওয়া খাওয়া মন জুড়ানো

টেনশন নেই খরচার।

জমির চাচাই সব আয়োজন

করবে চালাও যুদ্ধ,

খুন,ধর্ষন, গুম, লুটে হোক

যতই মানুষ ক্ষুদ্ধ।

দেশটা আপার বাবার একা

ওরা বাগ্নের চামচা,

লিখা যাবেনা,বলা যাবেনা

যতই মারুক খামচা।

মারুক শ্রমিক,সাংবাদিক আর

দেশের সেনা নিত্য,

শাহাবাগেই থাকবে জেগে

চামচা কামুক ভৃত্য।

কাঁটা তারেই আটকে আছে

গনতন্ত্রের লাশ টা ,

ফেলানীরা নাগরিক নয়

বাংলাদেশের খাস টা।

ওপার থেকেই আসছে বেতন

এপার ওরা কামলা,

এপার ওপার এক করাটাই

ওই শালাদের মামলা।

বিষয়: সাহিত্য

৮২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272914
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
ফেরারী মন লিখেছেন : জ্বালাময়ী রাজনৈতিক কবিতা। ভালো লাগলো। ধন্যবাদ
272971
১০ অক্টোবর ২০১৪ রাত ১১:৫০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ফেরারী মন লিখেছেন : জ্বালাময়ী রাজনৈতিক কবিতা। ভালো লাগলো।


জাযাকুমুল্লাহ
273069
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৭
শেখের পোলা লিখেছেন : মামলা যদি তাই হয়ে যায়
আমা নেব ডিক্রী,
আর যাই হোক দেশকে মোরা
করব নাকো বিক্রী৷
273082
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৪
egypt12 লিখেছেন : শেখের পোলা লিখেছেন : মামলা যদি তাই হয়ে যায়
আমা নেব ডিক্রী,
আর যাই হোক দেশকে মোরা
করব নাকো বিক্রী৷ Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File