নির্বোধ জাতি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১০ অক্টোবর, ২০১৪, ১২:০২:০৫ রাত

যখন আকাশ ঢেলে দেয় তার পুঞ্জিবুত মেঘমালা

প্রচন্ড ধাবমানে ঝর ঝর করে পরে জমিনের পর,

পৃথিবীর সকল পশু , মানুষ খুঁজে নিশ্চিদ্র নিরালা

অবুঝ জমিন পরে রয় দেহ বিচিয়ে নিরব নিথর।।

ব্যাঘ্র গর্জনে ক্রোধে ফেটে পরে যবে নীল আসমান

ধেয়ে আসে উত্তাল সমুদ্রের জলের তরঙ্গ,দেখি ক্রোধ

মুহুর্তে অগ্নিস্পুলিঙ্গে বিশাল বটবৃক্ষ হয়ে পড়ে দু'খান

শহর রক্ষার বেড়িবাঁধ করিতে পারেনা গতিরোধ।।

আসমান আর সমুদ্রের পানির নিভির সম্মিলনে

যখন ভেসে যায় গরু মহিষ মানুষ হিংস্র পশু কুল,

খড় কুটোর মতো ছুটে চলা বিশাল গাছের ভাসমানে

ডাল আশ্রয় করে আহত কুকুর,মানুষ জানাই আকুল।

তখন কোথায় থাকে সাহসী মানুষের উগ্র অহমীকা

অথবা বাধ ভাঙ্গা উচ্ছল উলঙ্গ যৌবনের লাবন্যতা,

তবে কেন ভুলে যায় সম্মুকে দাড়ায়ে মৃত্যুর যবনিকা

কেন করোনা নির্বোধ, স্রষ্টার সাথে আপোষকামীতা।

অযথাই স্পর্ধা দেখায় নির্বোধ, অবিশ্বাসী আদম জাতি

স্রষ্টার সাতে লাগায় দন্দ,সৃষ্টি কে করে দলিত মথিত

আহা অবুঝ মানব,অকারনেই হয় শুধু আত্নঘাতী

কেন বুঝে না যে, তার কাছে হতেই হবে অবনমিত।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272711
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৪
সত্যলিখন লিখেছেন :
272779
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান Rose Rose Rose
272883
১০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

তবে কেন ভুলে যায় সম্মুকে দাড়ায়ে মৃত্যুর যবনিকা
কেন করোনা নির্বোধ, স্রষ্টার সাথে আপোষকামীতা।
অযথাই স্পর্ধা দেখায় নিরবাস অবিশ্বাসী আদম জাতি


সত্যিই নির্বোধ জাতি- [সবাই নয়]

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

[বানান সতর্কতা আবশ্যক]
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
217007
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ ভাই আবু সাইফ,বানানের জন্য সতর্ক করায় ফের ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File