জমির চাচা, জমির চাচা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৮ অক্টোবর, ২০১৪, ০২:৪১:৪৯ দুপুর

দেশে না কি খুব বেড়েছে জমির চাচার ভক্তের

ওরা না কি আইন মানে না, বাঁধ সাধেনা রক্তের।।

ওরাই না কি রাজাধিরাজ দেশ খানার এই সরকার

এই চেতনার ব্যাবসায় নাকি ওদের খুবই দরকার।।

প্রজম্মের এই মুক্তিযুদ্ধা থাবা বাবার প্রান দিয়ে

ব্যাবসা খানা জমলো বটে ভাঙ্গলো খাবার ভাগ নিয়ে।।

মাঝ খানেতে জমির চাচা,স্যার করলো মন চুরি

মাসি পিসি বাদ যায়নি তম্বি, খুশি, কোন বুড়ি।।

ফাঁসীর নেশায় উম্মাদ যবে মানববাদী সুলতানা

হলুদ আলোই শেষ করিলো,ভাঙ্গলো সুখের আস্তানা।।

যুদ্ধ খেলা জমছে না আর শাহবাগের ময়দানে

রঙ্গে ভঙ্গ পঙ্গরা আজ এই খানে আর ঐ খানে।।

জমির চাচাও নেইকো পাশে,আসেনা তো ফ্রি খাবার

এই দিকে ফের চুক্তি ভেঙ্গে মারছে আসল সরকার।।

জমির চাচা, জমির চাচা, স্যাররা করলো সর্বোনাশ

জমির চাচার ভক্তেরা আজ বলুন কোথায় করবে বাস।।

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272310
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪২
ফেরারী মন লিখেছেন : আহারে জমির চাচা কি খেলটাই না খেলে গেলো। সব সর্বনাশ করে গেলো।
272346
০৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
শেখের পোলা লিখেছেন : জমির চাচার ভক্তরা,
ওরাইতো সব দেশসেরা,
হুসনা বানুর হাতিয়ার৷
বুকের ভিতর রইবে তারা,
হলইবা সব ঘর ছাড়া,
বাবা মায়ের কূ লাঙ্গার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File