নজরুল নেই বলে কবিতা কি থামবে?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৭ অক্টোবর, ২০১৪, ০৬:৩৬:৪১ সন্ধ্যা
নজরুল নেই বলে কবিতা কি থামবে?
জুলুমের প্রতিবাদে কবিরা কি ঘামবে?
না কি সব বাকি কবি শকুনের চামচা
রাজ্যের তাজ পাবে তাই রোজ নামচা?
প্রতিবাদ নেই আজ কবিতাই বিদ্রোহ
নিষিদ্ধ সঙ্গই কবিতার, কি রুহ?
ধর্ম কে বলি দিলেই কবি হবে মস্ত
ধর্মের নামে ফের খাও গো -গোস্ত।
মানবতাবাদী আজ, সাজা খুব সস্তা
ফাঁসী ফাঁসী ফাঁসী চাই মাল পেলে বস্তা,
প্রতিবাদী দেখলেই মতিঝিলে মার কোপ
ভাসুক না রাজপথ রক্তেই ছোপ ছোপ।
সাম্যের গান গাহি আমি নিরেপেক্ষ
ধর্ম কে বলি দিতে রহি এক পক্ষ।
ঠান মারো মুল থেকে উফড়াও ইসলাম
আমি নই ধার্মিক,কমরেড খাঁটি বাম।
বামে নেই বলি দাও, ধর্ম যে বাকি সব
ইসলামেই চুলখানি বাকি সব উৎসব,
নাস্তিকেও আজ দেখি ধর্মের খাঁটি গুন
আহা আজ নাস্তিক সমাজটা কি করুন।
নজরুল নেই বলে বেড়ে গেছে চামচা
নহে আজ দিত ধরে মুখোশটা খামচা।।
বিষয়: সাহিত্য
১০২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবি'রা দেয়না কেউ তায় দৃষ্টি৷
এস ভাই বিদ্রোহী,লিখে ফেল সহসা,
নাই থাক নজরুল,বিদ্রোহী ভরসা৷
মুখোশটা খুলে দাও, জনতার দরবার,
সরগম হবে জানি,জাগবে আরবার৷
মন্তব্য করতে লগইন করুন