নজরুল নেই বলে কবিতা কি থামবে?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৭ অক্টোবর, ২০১৪, ০৬:৩৬:৪১ সন্ধ্যা

নজরুল নেই বলে কবিতা কি থামবে?

জুলুমের প্রতিবাদে কবিরা কি ঘামবে?

না কি সব বাকি কবি শকুনের চামচা

রাজ্যের তাজ পাবে তাই রোজ নামচা?

প্রতিবাদ নেই আজ কবিতাই বিদ্রোহ

নিষিদ্ধ সঙ্গই কবিতার, কি রুহ?

ধর্ম কে বলি দিলেই কবি হবে মস্ত

ধর্মের নামে ফের খাও গো -গোস্ত।

মানবতাবাদী আজ, সাজা খুব সস্তা

ফাঁসী ফাঁসী ফাঁসী চাই মাল পেলে বস্তা,

প্রতিবাদী দেখলেই মতিঝিলে মার কোপ

ভাসুক না রাজপথ রক্তেই ছোপ ছোপ।

সাম্যের গান গাহি আমি নিরেপেক্ষ

ধর্ম কে বলি দিতে রহি এক পক্ষ।

ঠান মারো মুল থেকে উফড়াও ইসলাম

আমি নই ধার্মিক,কমরেড খাঁটি বাম।

বামে নেই বলি দাও, ধর্ম যে বাকি সব

ইসলামেই চুলখানি বাকি সব উৎসব,

নাস্তিকেও আজ দেখি ধর্মের খাঁটি গুন

আহা আজ নাস্তিক সমাজটা কি করুন।

নজরুল নেই বলে বেড়ে গেছে চামচা

নহে আজ দিত ধরে মুখোশটা খামচা।।

বিষয়: সাহিত্য

১০২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272170
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
272174
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
ফেরারী মন লিখেছেন : আপনাকে আমি এ যুগের নজরুল বলে অভিহিত করলাম। কবিতা সুন্দর হৈছে।
272178
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
বিদ্রোহী কবি লিখেছেন : লজ্জা দিবেন না @ফেরারী মন
০৭ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
216363
ফেরারী মন লিখেছেন : আহা এত লজ্জা পাওয়ার কি আছে? নজরুলের কি আপনার থেকে বেশী কিছু ছিলো মানে তার কি মাথা দুটা ছিলো? তাতো নয় সুতরাং হতে পারবেন না সেটা তো বলা যায় না।
272180
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
আফরা লিখেছেন : কারো জন্য কিছু থেমে থাকবে না আপনাদের মাঝ থেকেই তৈরি হবে আর আর ও অনেক নজরুল ।
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
216325
বিদ্রোহী কবি লিখেছেন : এ জন্য সবাইকেই সাধ্য মত এগিয়ে আসতে হবে@আফরা, ধন্যবাদ আপনাকে
272188
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : নাস্তিকে হজ্জ করে, একি অনাসৃষ্টি
কবি'রা দেয়না কেউ তায় দৃষ্টি৷
এস ভাই বিদ্রোহী,লিখে ফেল সহসা,
নাই থাক নজরুল,বিদ্রোহী ভরসা৷
মুখোশটা খুলে দাও, জনতার দরবার,
সরগম হবে জানি,জাগবে আরবার৷
272192
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ ভাই শেখের পোলা, হয় যেন আপনার প্রাণ খোলা,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File