নারী তুমি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৫ অক্টোবর, ২০১৪, ১১:৪৫:৪৫ রাত

বীভৎস বিবসনা হয়ো না গো নারী

হয়ো না গো ক্ষুধাতুর হিংস্রের টোপ,

ভোগ্য বস্তু ভেবে, যেন শিকারী

নাহি যেন দিতে পারে বিষাক্ত কোপ।।

বিকশিত হও নারী ফুলের মতন

বিস্ময়ে বিমোহিত হয় যেন ধরা,

বিকানো না হয় যেন তোমার রতন

ধিক্কারো তারে যে পাপাচারে ভরা।।

সুমিষ্ট হতে পারো সৎ সংস্রবে

সুশোভিত করে তুলো সুখে সংসার,

সুললিত নেই হতে বাঁধা এই ভবে

হয়ো না নারী তবে মাল সওদার।।

পরাধীন না হই হও পরশ পাথর

পরিহার করো তবে পঙ্কিল পথ,

পাকে পড়ে ফের যেন না হও কাতর

ঝেঠে করো বিদূরিত বিকৃত মত্।।

খাপ খাও কাক যেন খোরাক ভেবে

শকুন কাবাব বুঝি দেয় কাড়া কাড়ি,

কল্যাণী হও নারী সাবধানে তবে

ক্ষতি আর লাভ বুঝে পথ দাও পারি।।

বিদূষীনী হয়ে যাও বিদ্ধেষী নয়

বিতন্ডা করে শুধু কাটিও না বেলা,

বিধাতার বিধি যেন না হয় বিলয়

বিভাজনে অহেতুক করিওনা হেলা।।

বিষয়: সাহিত্য

১০১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271764
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
ফেরারী মন লিখেছেন : বিকশিত হও নারী ফুলের মতন
বিস্ময়ে বিমোহিত হয় যেন ধরা,
বিকানো না হয় যেন তোমার রতন
ধিক্কারো তারে যে পাপাচারে ভরা

আই লাইক ইট Rose

কবিতা ভালো হৈছে
271774
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:১৩
আফরা লিখেছেন : খুব সুন্দর লিখেছেন ভাল ও লেগেছে পড়েও মজা লেগেছে উপদেশ গুলো ও স্বরণ রাখব । ধন্যবাদ ।
271778
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:২২
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ ক্ষুদ্রতাকে উৎসাহিত করার জন্যে #আফরা#ফেরারী মন।
271806
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসম্ভব ভাল লিখেছেন, কেমন করে পারেন, চেষ্টা করেও একটি লাইন লিখতে পারবনা!

চেষ্টা অব্যাহত রাখুন, লিখে যান, একদিন নারীরা আপনার আকুতি শোনবে, যথাযথভাবে চলবে যেমন করে চলা উচিত।
271814
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৪
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : দারুণ....
271873
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৭
ইক্লিপ্স লিখেছেন : ভালো লিখেছেন।

ঈদ মোবারক।
271937
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File