ঐক্যেই সুখ

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০২:৫৬ দুপুর

বিভেদকে দূরে ঠেলে যদি এক হই

নাস্তিক নরাধম গুলো যাবে কই?

আমাদের বিদ্বেষ বিভাজনে আজ

মুরতাদ নাস্তিকে ছেয়েছে সমাজ।।

নিজেকেই খাঁটি বলি, অন্যকে ঘৃণা

দেখো আগে নিজেরটা পরিস্কার কিনা।।

বিভাজনে লাভ নেই ঐক্যেই সুখ

আমাদের নিজ দোষে এই দূর্ভোগ।।

সবার তো এক রূপ নয় এক দেহ

আপনার দোষ খানা দেখিবে না কেহ।।

আজ খুব প্রয়োজন একতার বল

আয়ুবীর মত যারা রইবে অটল।।

কুটচাল, শত ফাঁদ খান খান করে

কলেমার ঝাণ্ডা উচু রইবে ধরে।।

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270218
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
কাহাফ লিখেছেন :

মুসলিমদের মধ্যকার অনৈক্য আর বিভেদের সুযোগ নিয়েই নরাধম কুলাংগার নাস্তিক রা এতো সাহস পাচ্ছে।
অনেক ধন্যবাদ এমন সময়োপযোগী সুন্দর কবিতার জন্যে। Rose
270230
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৯
আফরা লিখেছেন : ঐক্যের বড়ই অভাব ।তার জন্যই যত জুলুম নির্যাতন মুসলমানদের ভোগ করতে হচ্ছে ।
270235
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
ফেরারী মন লিখেছেন : আমরাই তো বিভেদ আর বিভাজনে অন্ধ। এক ইসলামী দল আরেকটাকে দেখতে পারি না। ফলে নিজেদের ভিতরের কোন্দলের জের ধরে নাস্তিকরা সুযোগ পেয়ে যাচ্ছে।
270281
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লা
270427
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ঐক্যের অভাবেই আজ মুসলিমদের এত দূর্দশা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File