পিতাজীর কন্যা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ জুন, ২০১৪, ১২:৫৭:০০ দুপুর

খুন গুম ধর্ষনে ইন্ডিয়া ছাড়িয়ে

গুরুজীর শিষ্য ঠাই আছে দাড়িয়ে।

নোভেল টা পেতে বাকি রক্তের বন্যা,

ইহাতেও কামিয়াব পিতাজীর কন্যা।

বাকি শুধু শেষ খেলা নিজ ঘরে দ্বন্দ্ব,

নেই বাকি, এখানেও রক্তের গন্ধ।

পথ শুধু ছিল এক মুক্তির ইতিহাস,

অপুত্র পাগলটা করে দিল সব নাশ।

আর শুধু ভরসা ওপারের দাদু ভাই,

প্রয়োজনে থাকবেনা বাঁধা আর সীমানায়।

এটাই তো আপনার নিজ ঘর জানবেন,

পিতাজীর কন্যা নিজ হাতে রানবেন।

বিষয়: সাহিত্য

৯২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235366
১৬ জুন ২০১৪ দুপুর ০১:১১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
235369
১৬ জুন ২০১৪ দুপুর ০১:১৯
আবু আশফাক লিখেছেন : অসাধারণ কবিতা।
স্বাগতম হে কবি জগতে এ কাব্যের
কলম চালিয়ে যাও (যান)গেয়ে গান সাম্যের।

235375
১৬ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
235384
১৬ জুন ২০১৪ দুপুর ০২:১১
নূর আল আমিন লিখেছেন : জয়বাংলা ঝয় হিন্দ
235399
১৬ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আবু আশফাক লিখেছেন : অসাধারণ কবিতা।
স্বাগতম হে কবি জগতে এ কাব্যের
কলম চালিয়ে যাও (যান)গেয়ে গান সাম্যের।
235503
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চমৎকার লিখেছেন! ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File