.........কালবৈশাখী
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৪ এপ্রিল, ২০১৪, ০৮:৪৫:১৪ রাত
বৈশাখ যদিও বা আনে ঝড় ঝঞ্জা
সাথে আনে মানুষের চাই কিছু মন যা।
গাছে গাছে নব পাতা পল্লবে ভরে যায়
সবুজের মেলা দেখে মন প্রাণ উড়ে যায়।
নাম জানা অজানার ফুলে রয় ছড়িয়ে
মৌ মৌ গন্ধেরা থাকে সদা জড়িয়ে।
আম পাকে জাম পাকে তরমুজ নানা ফল
বাকি আর আনারসে রসে করে টলমল।
পাকে আতা শরিফা জামরুল বেতফল
পানি ফল লিচু দেখে জিবটাতে আসে জল।
কাঠালের ঘ্রানে মন নাচে সদা খুশিতে
কালবৈশাখী কে পারিনা তাই দুষিতে।
বৈশাখ যদিও বা আনে ঝড় ঝঞ্জা
সাথে আনে মানুষের চাই কিছু মন যা।
গাছে গাছে নব পাতা পল্লবে ভরে যায়
সবুজের মেলা দেখে মন প্রাণ উড়ে যায়।
নাম জানা অজানার ফুলে রয় ছড়িয়ে
মৌ মৌ গন্ধেরা থাকে সদা জড়িয়ে।
আম পাকে জাম পাকে তরমুজ নানা ফল
বাকি আর আনারসে রসে করে টলমল।
পাকে আতা শরিফা জামরুল বেতফল
পানি ফল লিচু দেখে জিবটাতে আসে জল।
কাঠালের ঘ্রানে মন নাচে সদা খুশিতে
কালবৈশাখী কে পারিনা তাই দুষিতে।
বিষয়: সাহিত্য
৯২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন