অন্দ্ধ গলীর কবিরা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৩ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৬:১২ বিকাল
এখন অন্দ গলীর কথিত আধুনিক কবি রা ভয়ে মরে,
কলমের খুচায় যেন ভুলেও ধর্মের মাহাত্ব না বেরোয়।
পাচেনা, সুশীলতার খেতাব টা আবার উবে যায়,
বিশ্বজিৎ মরুক, কার কি এসে যায়?
যদি নাখোশ হন মনিব,
এখানেও মৌলবাদের গন্দ্ধ বেরোনো চাই,
প্রগতির আলখেল্লায় ঢাকা চায় গতিহীন জীবনের অবয়ব,
পাচেনা ক্রিয়াশীল মানুষের অশ্লীল বাক্যের অর্বাচীন-
খিস্তিখেউর উড়ে না আসে।
এখন অন্দ্ধ গলীর কবিরা ভয়ে মরে,
সত্যের ভয়,সততার ভয়,সতিত্বের ভয়,
ভদ্রতার আবরনে চাপা দেয় তছলিমাদের দেহভোগী-
নিশাচর মানবীয় মুখোশ গুলো।
বকুলতলায় অচেনা উচ্ছল রমণীর কোমল পরশে
পান্তা ভাত গোগ্রাসে গেলা চায়,
পাচেনা মুক্তবুদ্ধির খোলসটা উলঠে যায়।
সুশীলতা, প্রগতির ঘৃণিত আবরনে চাপাবাজীর-
নোংরা রাজনৈতিক দূর্বৃত্যায়ন,
নচেৎ যদি নাখোশ হন ওপারের দাদা বাবুরা?
কেউ তো আবার মধ্যপ হয়ে ফজরের আজানে খোজেন-
বেশ্যার খদ্দের,
ওদের কাজটাই তো বেশ্যার বেসাতি করে বেরানো।
এখন কবিতান্গনে কালবৈশাখীর পূর্বাবাশ,
সাংস্কৃতির কাটগড়ায় মুক্তবুদ্ধির নামে মিথ্যার ফুলঝুরি।
যেন,
মুক্ত মানেই উদার যৌনতা,
মুক্ত মানেই বেশ্যার লাইসেন্স,
মুক্ত মানেই গার্লস্ কলেজের সামনে দন্ডায়মান এতিম যুবকের জটলা,
মুক্ত মানেই সতিত্বহারা কিশোরীর ঝুলন্ত লাশ্,
এখন অন্দ্ধ গলীর কবিরা ভয়ে মরে।
ইকবাল, নজরুল, রবিন্দ্রনাথ,ফররুক, গায়ের কবি জসিমরা-
এখন কোনঠাসা কথিত আধুনিক কবিদের ভিরে।
এখন অন্দ্ধ গলীর কবিরা ভয়ে মরে
বিষয়: সাহিত্য
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন