প্রজনন চত্বর-৪
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৭:১০ রাত
আমরা কেহ অন্দ্ধ না
আমরা জানি নিত্য তুরা কাদের করিস্ বন্দ্না,
শাঁখা সিদুর উলু দিয়ে কেমন তুদের আন্দোলন?
গানের তালে ঢোল বাজিয়ে নর্তকীর কোমর দোলন,
কোথায় তুদের জম্ম জানি
কত তুদের মুরদ খানি
খিচুরী আর গান্জা সেবন রাত কাটানো মন্দ না
আমরা কেহ অন্দ্ধ না।
আমরা কেহ অন্দ্ধ না
আমরা জানি নিত্য তুরা কাদের করিস্ বন্দ্না,
ভ্দ্র ঘরের নর কি নারী নিশুত রাতে হয় না বের
ক' দিন পরেই উম্মোচিত তুদের মুখোশ হবে ফের
গুলিস্তানেই যা ফিরে
লোকের মাঝেই যা ভিরে
আমরা জানি কিসের আশায় মেকি তুদের ক্রন্দনা
আমরা কেহ অন্দ্ধ না।
বিষয়: সাহিত্য
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন