হায়রে সহযোদদ্ধ!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৯:৫৬ রাত

আমার এক নিকট আত্নীয় বড় ভাই, ৪৬ বছর মাত্র, আগে ঢাকায় কমিউনিস্ট করতেন। এখন অবশ্য যুবলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক, উদিয়মান আপোষহীন নেতা। কাল হটাৎ চট্রগ্রাম আগ্রাবাদে দেখা, ভাই বলে কথা, ছোট ভাইয়ের অবহেলায় মাঝে মাঝে গ্রাম্য চা দোকানিকে চাল কিনে দিয়ে রান্না করে খায়। বল্লাম, ভাইয়া এভাবে আর কতো দিন চলবে একটা বিয়ে করে ফেল্লেইতো হয়?

ওনি বল্লেন, দেখো না একটা ভালো মেয়ে, তেমন সুন্দর না হলেও চলবে, ভালো চরিত্রের হতে হবে কিন্তু।

কি বল্লেন ভাইয়া?

আপনার জন্যে আবার মেয়ের অভাব? প্রেস ক্লাব এ যান নি, ওখানো কতো মেয়ে, সব অগ্নিকন্যা।

আরে দুর, গেছিলাম মানে?

আজ দুই দিন ধরে তো ওখানেই পরে আছি,তুই আমাকে কি বলতে চাস্ আমি বুঝতে পারছি, কিন্তু ও সব মেয়ে তো বিয়ে করার জন্যে না, ওদের ভালো ফ্যামেলীর কেউ বিয়ে করে?

শুনে মুচকি হাসলাম, হায়রে সহযোদ্ধা, বলে কি?

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File