নব্য কবি
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০২ জানুয়ারি, ২০১৩, ১১:৫৫:২৬ রাত
বিষন্নতায় কাটছে আমার দিন
সব কিছুতেই বিতৃষ্না আর গিন্,
সব কিছুতেই অবহেলার ছবি
তাইতো আমি এখন নব্য কবি।
পৃথিবীটাই চেনা এখন দায়
সবার মাঝেই শুধুই খায় খায়,
জীবনটা কে মিথ্যা করে তাড়
সুখী এখন মিথ্যাবাদী যারা।
আধার এখন সকল গলী পথ
শুন কতো নানান যুক্তি মত,
সত্য পথের ঠুঠি ধরছে চেপে
সবাই এখন বলছে কথা মেপে।
সস্তা কথার চলছে জোয়ার দেশে
মুক্ত মনের কলম চালায় কষে,
সুর সুরিতে বেহাল যুবক তরুন
বলছে কিনা দেশটাকে ভাই গরুন।
বুদ্ধি নিয়ে সবাই দেখছি খাড়া
সবাই এখন দিচ্ছে বুদ্ধি ভাড়,
ব্যাবসাটা খুব চলছে বহুত ভলো
বুদ্ধি এখন ক্ষমতারই আলো।
সব কিছুতেই হচ্ছে ফাকিবাজী
খাকি পোষাক কিংবা হুজুর কাজী,
সুশীল কবি দেশদরদী যত
দৃষ্টান্ত দেখছি শত শত।
দোষটা নিজের কেউতো নাহি দেখে
কেউ তো আপন ছবি নাহি আকে,
আয়না দেখে থাকলে সবাই তার
দেখতো নিজের বাকা কতো গাঢ়।
নীতির কথাই অটল সবাই রহে
সবাই এখন ভালো কথা কহে,
স্বজন প্রীতির যাচ্ছে দেখা তবু
দুলা ভাই কেউ শালির জামাই হবু।
সবাই খেলে লুকো চুরির খেলা
কেউ করে কম কেউ করে খুব মেলা,
কেউ বা করে পুকুর চুরি কষে
দেশের বড়ো অফিস গুলোই বসে।
তৈল দিতে কেউ পটু বে শুমার
নিত্য দেখি ফেস্টুন আর ব্যানার,
তৈল মারে কেউ কলাম লেখক সেজে
কালো করে সফেদ ঘষে মেজে।
ভীন্ দেশেরে করে কেউ তোয়াজ
দেশ প্রেমিকের খাটি নিয়েই সাজ,
দেশ কে বলে মৌলবাদের ঘাটি
আসলে তার প্রেমটা কতো খাটি?
প্রগতির বান বইতেছে খুব দেশে
সতিত্বটা রাখাই কঠিন শেষে,
বখাটেদের উৎপাতে দায় চলা
যাচ্ছে খুব তেমন কিছুই বলা।
করছে বা কেউ ধামির্কদের গালি
নাস্তিকতার ছিঠাচ্ছে খুব বালি,
নৈতিকতা,উপকারের কথা
খাটাচ্ছে না আগের মত মাথা।
খাজে খাজে দূনীর্তি সব খানে
ভাসছে সাবি দূনীর্তিরই বানে,
দূনীর্তিবাজ ধরছে যে আজ যারা
কালকে দেখি পরছে বেটা ধরা।
মানুষ এখন মানুষ শধুই নামে
যায় না চেনা মানুষের কাজ কামে,
পশুর চেয়েও অধম মানুষ আছে
চিনবে শুধু কেউ গেলে তার কাছে।
বিষয়: সাহিত্য
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন