জিহাদ জিহাদ বলে চিৎকার করে উঠি
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০২ জানুয়ারি, ২০১৩, ১০:৩৭:৫২ রাত
ইদানিং মধ্য রাতে হটাৎ ঘুম ভেঙে উঠে পরি
গভীর রাত অবদী যে শহর থাকতো দিনের মত ঠুন ঠান,
রাত দশটা না বাজেতেই যেন এখন নিশুত রজনী
শহরের এখানে ওখানে টাস্ টুসু গুলির শব্দ,
ধষির্ত অসহায় নারীর চাপা কান্নার আহাজারী
ভীতু,কাপুরুষ যুবকদের ফিস্ ফাস্ নিচু স্বর
কোথাও যেন কিছুর আভাস পাচ্ছি,
মজলুমের ভারে ভরপুর জালিমের কয়েদখানা
দরজায় যেন হায়েনার নিরব আগমন,
শহীদের রক্তে লালে লাল শহরের পিছডালা রাজপথ
চাপাতির চপাৎ চপাৎ আঘাতে বিশ্বজিতের নিথর দেহ,
এলো মেলো হয়ে যাচ্ছে সব স্বরনের আবরন
এ যেন এক অন্য গ্রহ,
ভাবতে ভাবতে ফিকে হয়ে আসে রাতে আধার,
দূ র হতে ভেসে আসে মুয়াজ্জিনের কন্ঠের সুরেলা মধুর ধ্বনি
আর আমি,
মিছিলের আওয়াজের অপেক্ষায় কান পেতে থাকি
এই বুঝি শুরু হলো আইয়ুবীর সাথীদের অশ্বের পদধ্বনি
হাজারো মালেকের কন্ঠের সম্মিলিত শ্লোগান-
নারায়ে তাকবীর .....
দিক্ বিদিক্ ছুটে ধাওয়ারত কাফিরের ছানা,
আর আমি,
ঘুমের ভেতর জিহাদ জিহাদ বলে চিৎকার করে উঠি
বিষয়: সাহিত্য
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন