প্রজনন চত্বর-২
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১১:৩৫ সন্ধ্যা
দুর দুর দুর
হচ্ছে কি এই সব শাহবাগ মোড়?
মদ গান্জা পর নারী হিরোইনের মেলা
খদ্দের ভীর করে হয় যত বেলা,
টায়ার ফাটায় হৈ চৈ হুর মুর-
দুর দুর দুর।
দুর দুর দুর
টানবাজার বসে গেছে শাহবাগ মোর,
রাত যত হয় নিশী চলে নাচ গান
জাফর ষাড়ের যত আছে মুরিদান,
পরিমল পরিতোষ একে একে যায়
পতিতার সাতে মারে বাংলায় টার,
খিচুরীর লাইন ধরে অভুক্ত কুকুর
দুর দুর দুর।
বিষয়: সাহিত্য
৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন