একটা মৃত্যুর অপেক্ষায় আছি.......
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৩ এপ্রিল, ২০১৩, ০২:০৭:৫১ রাত
যে মৃত্যুর পর থমকে দাঁড়াবে অসংখ্য মৃত্যুর মিছিল-
রবের দরবারে নুয়ে পরবে অগনিত অবনত মস্তক,
যে মৃত্যুর সংবাদে নিমেষেই উল্লাসে মুখরিত হবে রক্তাক্ত জনপদ,
শহীদদের সাথীদের পদভারে প্রকম্ফিত হবে শুকরানার মিছিলে।
কেবল একটা মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনা,
এই আসছি,
বলে বেরিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় উৎকন্ঠিত জননীর
ফিরে আসা রক্তাক্ত লাশ নিয়ে বুক চাপড়ানো,
বই খাতা কলমের আশায় চাতক পাখির মত চেয়ে থাকা ছোট বোনের আহাজারি,
অকালে ঘাতকের বুলেটে সব হারানো প্রিয়তমা স্ত্রীর বোবা কান্না,
একটা মৃত্যুই পারে কেবল থামিয়ে দিতে।
এখন শুধু একটা মৃত্যুর অপেক্ষায় রাত কাটা-
মুয়াজ্জিনের আজানের পর হবে সফেদ আকাশ,
কুয়াশার ভেজা পদা ভেদ করে উদিত হবে যে সূয্য,
তা যেন হয় মুক্তির সূয্য।
মুখোশ পরিহিত যে প্রহরী হায়েনারা আজ রক্তের হুলী খেলে পীচডালা কালো পথে,
থানার হাজতী খানায় টাটকা যুবক মুজাহিদের মা,
বলে কানফাটা চিৎকারের সাতে সাতে হয়ে পরে পঙ্গু-
একমাত্র একটি মৃত্যুই সমাধান।
আজ তাই একটি মৃত্যুর পানেই চেয়ে থাকা।
সন্তানের আহার যোগাতে রাত বারটায় চাকরীজিবী
ছকিনার বাড়ী ফেরার পথে হারানো সম্ভ্রম,
গলীর মুখে শীষ মারা সুশীলের ছানা,
উক্ত্যক্তকারী শাহবাগী শকুনের জটলা,
এখন কেবল একটি লাশই সমাধান।
ফ্যাসিবাদের মৃত্যুই আমার অপেক্ষার আকাংখিত মৃত্যু।
একটি উলঠো হাওয়ায় এনে দিতে পারে ফ্যাসিবাদের লাশ, বাকশালী গনতন্ত্রের লাশ, বিবেকহীন মানবাধিকারের লাশ।
যে লাশের কফিনের মিছিলে শামিল হবে অগনিত বনি আদম।
এক
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন