গড়ে তুলো প্রতিরোধ

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৯ এপ্রিল, ২০১৩, ০১:১৯:১৭ রাত

এভাবেই থেমে যাবে সত্যের কলম?সাহসের বাতিঘর ভেঙ্গে যাবে,হয়ে যাবে নিস্তেজ প্রান?

প্রতিবাধ নেই,কই প্রতিশোধ? অপেক্ষায় চেয়ে থাকি ভিতু, ফের কে সেই দিবে আজান?।

নাখান্দা জাতি,ঘুমেই রবে,ঘুমেই থাকো,হায়েনারা আজ উল্লাসে মাতে, নেই আর বীর,

সাহসের বাতিঘর মাহমুদ বলেই গেছেন, আজ পুরো দেশ খানি যেন এক বন্দী শিবির।

কে আছে আজ সাহসী পুরুষ কিংবা নারী, শিকল ভাঙ্গতে এসো এক জড়ো হই,

এক হাতে লও মহা আল কুরআন,অন্য হাতে ওমরের সেই তরবারীর লই।

ছুরমার করে দাও আজ জালিমের মসনদ,রক্তের বদলাতে চাই রক্তেই শোধ,

রুখে দাও ফ্যাসিবাদ কুফুরীর ভীত,দাবানল হয়ে উঠে গড়ে তুলো প্রতিরোধ।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File