ভালবাসার মান

লিখেছেন লিখেছেন সত্যের পথিক ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৯:৩৮ সন্ধ্যা

কেউ বলে ভালবাসা অফুরন্ত, কেউ বলে অসীম

কেউ বলে শুন্যের গুণিতক,

কেউ বলে গুণ-ভাগ বুঝিনা, পাল্লা দিয়ে মাপিনা

স্বভাবী লেনা-দেনা বুঝি শতে-শতক!

সূচনা থেকে চলমান যে ভালবাসা

কোন কালে কেউ মাপেনা,

কবি ও অকবি যতো, রচনা করিনি একক্ ততো

কেবলি আছে কিছু নমুনা।

বিচিত্র যতো ভালবাসা যেমন

আখ্যান থেকে জেনেছি কত,

তার চেয়ে ঢেঁর ভালবাসা কি

উপলব্ধি করেছি মায়ের মতো?

সংসারের দাবি মিটাবার তরে

সংগ্রাম করে কেবা?

সান্তানের সুখ দেখিবার লাগি

আপনাকে ভুলিছেন বাবা।

মানবের তরে ভালবাসা যদি মানবেরি হয়

শান্তি মিলিবে সারা জাহান,

অকপটে বিলাও যদি

খুশি হবেন স্রষ্টা মহান।

বিষয়: বিবিধ

৭২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386525
২৬ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:০১
আমি আল বদর বলছি লিখেছেন : উপলব্ধি করেছি মায়ের মতো?
সংসারের দাবি মিটাবার তরে
সংগ্রাম করে কেবা?
সান্তানের সুখ দেখিবার লাগি
আপনাকে ভুলিছেন বাবা।।


ভাল লাগলো ভাই ভালোবাসা নিবেন Broken Heart
২৭ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৬:২১
318322
সত্যের পথিক লিখেছেন : ধন্যবাদ ভাই। আপনার জন্যও ভালবাসা।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File