আরাকান থেকে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সত্যের পথিক ০১ মার্চ, ২০১৩, ০৭:১২:৪৮ সকাল
তাকিয়ে দেখেছি মজলুমের কান্না
নাফ নদীর ওপারে,
আকাশ বাতাস ভারী দেখি এখন
বাংলাদেশের পরে।
জীভন বাঁচাতে পাড়ি দিয়েছিল সমুদ্রতরী
ওপারে বাংলাদেশ,
চারিদিক দানবের দেবতার ছদ্মবেশ
সেই ভরসাও শেষ।
দা, বটি, অস্ত্রের নির্যাতন চিহ্ন দেখে
বনেছি স্তব্ধ, হয়েছি নির্বাক,
বাংলার জমিন অশান্ত করিছে ওরা
আজ ঘরে ঘরে হাহাকার।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন