খুব কষ্ট লাগে

লিখেছেন লিখেছেন ফিদাত আলী সরকার ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪১:৪২ সন্ধ্যা

খুব কষ্ট লাগে

যখন দেখি আমার চাচাতো ভাইয়ের ছেলে

ঠিক মতো বাংলা পড়তে পারে না

কারণ সে কিন্তু অশিক্ষিত নয়

সে ইংলিশ মিডিয়ামে পড়ে

খুব কষ্ট লাগে

যখন দেখি আমার ফুফাতো ভাইয়ের মেয়ে

হিন্দি ভাষায় কথা বলে

কারণ সে কিন্তু বোকা নয়

সে সারাদিন হিন্দি কাটুন দেখে

খুব কষ্ট লাগে

যখন দেখি আমার মামাতো ভাইয়ের ছেলে

একুশের বই মেলায় যেতে চায় না

কারণ সে স্কুলের বই ছাড়া কোন বই পড়তে চায় না

বই পড়া মানে সময় নষ্ট করা

খুব কষ্ট লাগে

যখন দেখি আমার খালাতো ভাইয়ের মেয়ে

নিজেকে বাঙ্গালী হিসাবে পরিচয় দিতে চায় না

কারণ সে কিন্তু অন্য দেশে থাকে না

লজ্জা লাগে......খুব লজ্জা লাগে

খুব কষ্ট আমার লাগে এসব শিশু কারণে নয়

ওসব নীতিহীন বিবেকবর্জিত কুলাঙ্গা অভিভাবকদের কারণে

সালাম-বরকত-জব্বর আরও নামহীন শহীদ

আমরা ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে

এতো বছর পড়েও বাংলাকে সঠিক মর্যাদা দিতে পারলাম না।

ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর.........।

২১-২-১৪

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180318
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
নীল জোছনা লিখেছেন : কবিতায় দেশপ্রেম ফুটে উঠেছে তাই ভালো লাগলো।
180325
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
বিন হারুন লিখেছেন : আরে ব্রাদার এতো লেইটে এসেছো. যাক তবু থ্যাঙ্কস্ চেয়ারে বস. তোমার ফেসবুকের একটি ফটোতে লাইক দিয়েছি. তো আন্টি কেমন আছে? এই হলো আমাদের বাংলিশ ভাষা.
180364
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৬
অজানা পথিক লিখেছেন :
গান-কবিতায় বাংলা ভাষা কান্দে
প্রজন্ম আজ হিন্দি গানের ফান্দে।
উর্দূ কিসের বাংলাই আমার সেরা
হিন্দীতে আর থাকবো কেন ঘেরা?
180488
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন :
আমি শহীদ দিবস পালন করি
বাংলাভাষার তরে
আমার ছাওয়াল কিন্তু ইংলিশ
মিডিয়ামে পড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File