চাই বুক ভরা আলিঙ্গন
লিখেছেন লিখেছেন ফিদাত আলী সরকার ১৫ এপ্রিল, ২০১৩, ১০:৪৩:৫৯ রাত
সময়টা আমার খুব খারাপ যাচ্ছে
চারদিকে শুধু অন্ধকার
আলোর কোন চিহ্ন পাচ্ছি না
দুবছর আগে আব্বা মারা গেল
মাত্র ছয় মাসে ক্যান্সারে
সেবা করতে গিয়ে আমি
দুই সেমিস্টার পিছিয়ে গেলাম
সাথে গ্রেডও
বাবার সম্পদ কিছু সৃতি আর
ব্যাংকে ৬৫৬ টাকা
যা আজও উঠানো হল না
দুমাস আগে মায়ের হাড়ে ধরা পড়লো
প্রতিদিন হাসপাতালে নিয়ে যেতে হয়
চিকিৎসার জন্য
ঠিক মতো হাটতে পারে না
তারপরেও আমাদের জন্য রান্না করে যাচ্ছে
আমার বিড়ালগুলো হারিয়ে ফেললাম
তাদেরকে খুব আদর করতাম
আমার আত্মীয়রা বরাবরই আমাদের থেকে দূরে থাকত
শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও
তাই সঙ্গী বিড়ালই ছিল শ্রেষ্ঠ
আজ খুব তাদের মনে পড়ছে
সময়টা আমার খুব খারাপ যাচ্ছে
চারদিকে শুধু অন্ধকার
আলোর কোন চিহ্ন পাচ্ছি না
প্রিয়ার দেখা আজও পেলাম না
বেকারকে পাত্তা দিতে চায় না
চাই বুক ভরা আলিঙ্গন
কেউ কি দিবে?
বিষয়: সাহিত্য
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন