সবাইকে শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ৩১ জানুয়ারি, ২০১৯, ১১:২১:৪৫ সকাল
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর কৌতুহলী মন নিয়েই সাজ সকালে প্রিয় ব্লগ বাড়ীর ব্লগারদের দেখতে এলাম।
এসেছিলাম উঁকি দিয়ে চলে যেতে। কিন্তুু নতুনদের ভীড়ে পুরোনো দু'একজনকে দেখে লোভটা সামলাতে পারিনি। তাই ঢুকে পড়লাম।
দু'একটা লিখায় মন্তব্য ও লিখলাম। ভাললাগার অনুভুতি প্রকাশ করলাম। ভাল লাগল।
কঠিন বাস্তবতার হিংস্র থাবড়ে আমরা দিশেহারা। কোন কিছুই যেন নিয়ন্ত্রণে নেই। শুধু রাষ্ট্র সমাজ কিংবা পরিবার নয়। নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে উদভ্রান্তের মত ছূটে বেড়াচ্ছি গন্তব্যহীন মহাসড়কে।
ক্ষেতের ধান, ক্ষেতের ডাল, সরিষা, সব্জি নির্ভর পুরোনো দিনগুলোতে আধুনিকতার ছোয়াহীন স্বল্প আয়ের মানুষগুলোর চেহারায় দারুন অভিব্যাক্তি ছিল লক্ষ্যনীয়। গেঞ্জী গায়ে আর লুঙ্গী পরা মানুষটি খালি পায়ে বাজার করে তৃপ্ততার আড্ডায় মেতে থাকতো গভীর রাত পর্যন্ত।
তখন ফুটবল ম্যাছ কিংবা হাডুডু খেলা কিংবা মঞ্চস্থ হওয়া নাটিকাগুলো যেন সভ্যতার আধুনিক যান্ত্রিকতার ছোয়ায় তৈরী করা ছবি থেকে অনেক প্রাণবন্ত ছিল। শিক্ষণীয় ছিল।
আজ ২০১৯ এর শুরুতে এসে সমাজের মাথা থেকে গোড়া পর্যন্ত মিথ্যা, দুর্নীতি, বেহায়ামী আর নির্লজ্জতায় যেন আমাদের প্রশিক্ষিত কারখানায় তৈরী হচ্ছে আগামী প্রজন্মের নষ্টাদের এক ভ্রষ্ট সমাজ।
মনের অজান্তেই খেয়ালীপনা আর নিজেদের চরম বিশ্বাসঘাতকতায় জন্ম নেয়া অনাকাঙ্খীত সমাজে আজ আমরাই বন্দী।
সেই বন্দীত্বের শৃঙ্খল হতে মুক্তিে দেয়ার মানুষগুলো আজ যেন নীতি নৈতিকতার চরম অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এ অপ্রতিরোধ্য অবনিত হতে রক্ষা করুন।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কী আশ্চর্য!
বহুদিন পর কী মনে করে যেন ঢূঁ মারতে এসে আপনাকে পেয়ে গেলাম!
আমাদের সিবিএফ কে জিন্দা করা/রাখা যায়না?
(অ.ট-বানানের এ দুরবস্থা কেন?)
কেমন আছেন। কোথায় আাছেন।
নিয়মিত আবার আসুন। আমি চেষ্টা করছি।
আসুন, আবার জমে উঠুক!
আসুন, আবার জমে উঠুক!
মন্তব্য করতে লগইন করুন