আমরা কেউ কারো নয়
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:১১:২১ রাত
২০১৭ সালের ১৭ই ফেব্রুয়ারী শেষ লিখাটা লিখেছিলাম। এর পর আর আসা হয়নি এ ব্লগে। কারণ এখানে ব্লগারদের রাখার জন্য অনেক পরামর্শ দিয়েও কাজ না হওয়াতে নিজেই বিদায় নিয়েছি। এ ব্লগে হয়তবা আমাদের প্রয়োজন নেই। তাই ব্লগ পক্ষ থেকে সোনার বাংলা ব্লগের মত ইমেইল দেয়ার যেমন প্রয়োজন হয়নি তেমনি আমরাও আসার প্রয়োজনবোধ করিনি। ব্লগ যদি ব্লগার মুখর না হয় তাহলে এমন ব্লগ চালিয়েই মিছেমিছি সময় নষ্ট করে লাভ কি?
জানি ব্লগ কতৃপক্ষের অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু সে সীমাবদ্ধতাকে কমিয়ে আনার জন্য সিবিএফ এর ঐকান্তিক প্রচেস্টা থাকলেও কতৃপক্ষ তা প্রয়োজন বোধ করেনি।
যাইহোক, সম্মানিত এ্যাডমিনকে ধন্যবাদ ব্লগটি ধরে রাখার জন্য।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি লিখে যান, পাঠকতো আছে। বৈরী সময়ের নিদারুণ খরতাপে একটি ব্লগের বেঁচে থাকার প্রয়াসটিই তো অনেক বেশি উজ্জীবনের কারণ হওয়া উচিৎ।
আপনি লিখে যান, পাঠকতো আছে। বৈরী সময়ের নিদারুণ খরতাপে একটি ব্লগের বেঁচে থাকার প্রয়াসটিই তো অনেক বেশি উজ্জীবনের কারণ হওয়া উচিৎ। সহমত পোষন করছি।
তবে আমরা যদি প্রতিদিন অন্তত ১৫ মিনিটের জন্য হলেও ব্লগে আসি, তাহলে আগের মত না হলেও অন্তত এই অচল অবস্থা থেকে কিছুটা সচল হবে।
মন্তব্য করতে লগইন করুন