"বিডি টুডে" কি এ্যাডমিন বলতে কিছু নেই?
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৩ জুলাই, ২০১৫, ০৬:৪৮:৪৯ সন্ধ্যা
আসসালামু আলাইকুম।
বিগত কয়েকদিন যাবত ফখরুল ইসলাম নামে একজন ব্লগার নিয়মিতভাবে এমন কিছু পোষ্ট দিয়ে যাচ্ছে যা খুবই অনাকাংখিত। নিম্নের পোষ্টটি তারই প্রমান।
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/6617
এ ব্লগার ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় গাজাখুরী বিষয়ে নিয়ে অন্যদের বিরুদ্ধে লিখে যাচ্ছে। কিন্তু দু"খজনক হলেও সত্যযে, ব্লগ কতৃপক্ষ এ ব্যপারে কোন ভুমিকাই রাখেনি যেটি এ্যাডমিন কতৃক দেয়া নিম্মলিখিত ব্লগ নীতিমালারও পরিপন্থি।
এ ধরনের ব্লগারদের ব্লগ নীতিমালা বিরোধী কাজের বিরুদ্ধে যদি কতৃপক্ষ কোন এ্যাকশন নিতে অপরাগতা প্রকাশ করেন তাহলে, আমরা ধরে নেবো এ ব্লগ সুস্থ সাংস্কৃতিক চর্চার মিলন মেলা নয়।
আশা করি বিডি টুডে কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।
ব্লগের উল্লেখযোগ্য নীতিমালাগুলো নিম্নে দেয়া হল:
১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।
৪। যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে ।
৫। যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে তাহলে মডারেশানের আওতায় আনা হবে।
৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৭। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন প্রচারনা, ভৌগলিক অখন্ডতা বিরোধী যে কোন পোষ্ট কঠোর হস্তে নিয়ন্ত্রন করা হবে।
১০। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
১৪। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
১৬। ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালিপূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
বিষয়: বিবিধ
২১২৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম বিরক্তিকর দের এড়িয়ে যাওয়াই উত্তম।
ধন্যবাদ।
আমিও একবার বলেিাছলাম কিন্তু কেহ কান দেয়নি
ওরা অধম তারা নিজেরা প্রকাশ না করলে উত্তমরা কেমনে বুঝবে তারা উত্তম পন্থ অবলম্বন করে আছে।
অন্ধকার না থাকলে আলোর প্রয়োজন বুঝা যায়না।
ফখরুল, নীলাঞ্জনাদের নিজের চরিত্র তুলে ধরতে দিন।
এই হাফ লেডিস গাবাছুডার ব্যাপারে মুই কিছুদিন পূর্বে এক্কান কমেন্ড করেছিলুম একজন বন্ধুর অনুরোধ। আন্নেরে আঁর ইয়ানে আওনের দাওয়াত দিলুম
মন্তব্য করতে লগইন করুন