কামরুজ্জামান - ঘুমন্তদের হৃদয়ে বারুদ ঢেলে দেয়া এক কালজ্বয়ী শহীদের নাম।

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৬ এপ্রিল, ২০১৫, ১১:১৭:২২ সকাল

আগের পর্ব দেখুন

১৯৮৫ সাল। কাকতালীয়ভাবেই শহীদ আব্দুল মালেকের মিছিলের সহযাত্রীদের সাথে পরিচয় হয়েছিল। কল্পনায় মনের মাধুরী দিয়ে গড়া উলঙ্গ সভ্যতার সমাজ গড়ার কারিগর 'ছাত্র ইউনিয়নকে' চিরতরে বিদায় জানালাম। রাতারাতি ডানপন্থী জনপদের বাসীন্দা হয়ে গেলাম। নেশার মোহে লেখা অবিশ্বাসী হেগেল, মাওসেতুং আর কার্লমাকসের জীবন থেকে 'গেলা' চিন্তাধারাকে ফেলে দিলাম নর্দমায় ।

আদশের এ পালাবদলে প্রচন্ডভাবে শিহরিত হতাম। আবেগাপ্লুত হতাম শহীদ হাসান আল বান্না আর শহীদ কুতুবের হৃদয় ছোয়া কথাগুলো পড়ে। নেশাখোরের মত ঢুবে যেতাম খুররম মুরাদের যাদুময়ী লেখনীতে। প্রচন্ডভাবে উদ্দীপ্ত হতাম - সাজানো ফাসীর মঞ্চের সামনে দাড়িয়েও নির্ভীক, আপোষহীন কালজয়ী দায়ীদের তেজোদ্দীপ্ত ঈমানী চেতনা দেখে।

বেগবান গতিতে মিছিল ছুটে চলেছে অনন্তের দিকে। গগন বিদারী আ্ওয়াজে শরীরের রক্তগুলো যেন টগবগ করে উঠত। লক্ষ্য একটাই। যে কোন বাধাকে উপেক্ষা করে মঞ্জিলে পৌছতে হবেই। কিন্তু সমিতি, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স অার হাউজিং এর মত লোভনীয় অর্থের পেছনে ছুটে চলা "কেবলা বাবার দরগাহের" মুরিদদের প্রচন্ড দাপটে কেন জানি পীঠ দেয়ালের সাথে ঠেকে যেতে লাগল। হৃদ্যতা আর ত্যাগের সুড়কি দিয়ে তৈরী করা কথিত সীসাঢালা প্রাচীরের মাঝে কাচের দেয়ালের অস্তিত্ব দারুনভাবে আহত করত প্রতিটি ক্ষণে। এসব অনাকাংখিত বিষয় হতে উত্তরণের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হতে থাকলাম। মান, অভিমান, অভিযোগ আর প্রতিবাদ- কোন কিছুই যেন কাজ হচ্ছিল না। নীচ তলা থেকে উপর তলা পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে ও লাভ হয়নি। সিষ্টেমের মাঝে আটকে পড়া বিবেক যেন বাকহীন অন্ধ আনুগত্যর বেড়াজালে সিষ্টেমাইজড হতে থাকল। দাখিলকৃত অভিযোগ যেন সব তলাতেই চরমভাবে উপেক্ষিত। অনিয়ম আর অনাকাঙ্খিত সিন্ডিকেট রাজনীতির বেড়াজালে আটকে গেল সব। প্রতিবাদী মন এসব মানতে পারেনি বলেই একটা সময়ে অপেক্ষার বাধঁ ভেঙ্গে ধৈয্যর সবগুলো দেয়াল ধ্বসে গেল। শহীদ আমীর হামজা আর আব্দুল মালেকের নেতৃত্বে এগিয়ে যা্ওয়া শহীদী মিছিল থেকে ফসকে পড়ে গেলাম। স্বল্প সময়েই ইথারের সাথে মিশে গেল ৩০ বছর যাবত হেটে চলা মিছিলের সহযাত্রীদের আ্ওয়াজ। খুব অপরিচিত হয়ে গেলাম সীসাঢালা প্রাচীরের মানুষদের কাছে। সিন্ডিকেট রাজনীতির খলনায়ক, কেবলা বাবার অন্ধ মুরীদদের প্রচারণায় - সন্দেহ. সংশয়, গীবত আর অনুমান নির্ভর কল্পিত কিস্সা কাহীনীর বেড়াজালে রাতারাতি হয়ে গেলাম 'গাজীকালু' উপন্যাসের অবিসংবাদিত নায়ক.।!!!!!

চলবে.....

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316924
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ব্লগে আপনার উপস্থিতি সত্যিই আনন্দিত করছে, আশা করি নিয়মিত পাব, লেখাটিতে অনেক অজানা জানলাম, ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৬
258228
প্রবাসী মজুমদার লিখেছেন : ওয়ালাইকুম সালাম। প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে ধন্যবাদ। নিয়মিত হবার চেষ্টা করছি। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন।
316925
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৮
আফরা লিখেছেন : এগিয়ে চলুক সাথেই থাকব । ইনশা আল্লাহ ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৮
258229
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার এ ব্লগ বাড়ীতে অনুভূতি রেখে যাবার জন্য।
316930
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার উপস্থিতি সত্যিই মনের মাঝে অনপ্রেরণা যোগাচ্ছে। আপনার মত আরো কয়েক লেখক যারা মনের খোরাক যোগাড়ে বিশেষ ভূমিকা রাখেন তাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ও তাদের এই ব্লগে নিয়মিত আসা করি। আমিন আল্লাহ কবুল করুন আপনাকে এই ব্লগে নিয়মিত ভাবে! আপনাকে যাযাকুমুল্লাহ!
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৯
258230
প্রবাসী মজুমদার লিখেছেন : ওয়ালাইকুম সালাম। খুব খুশী হলাম আমার উপস্থিতি আপনাদের মাঝে অনুভুতি জাগায় বলে। সত্যি কথা বলতে কি আপনার মত নুর আয়েশা আব্দুর রহীমের মত আরও কিছূ ব্লগার এ ব্লগকে মাতিয়ে রাখতে দেখে ভাল লাগে। ধন্যবাদ।
316937
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৩
আবু ফারিহা লিখেছেন : অাসসালামু অালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন অাছেন ভাইজান। ৪২ দিন পর পূনরায় কর্মস্হলে এসেই সর্বপ্রথম অাপনার লেখায় মন্তব্য করতে পারায় খুউব ভালো লাগছে। ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫০
258231
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে অভিনন্দন। আমি আপনার অফিসে গিয়েছিলাম। ফিরে এসে আমার ব্লগ বাড়ীতে ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
316946
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১১
সান বাংলা লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম Good Luck পিলাচ
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫১
258232
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ্ও ধন্যবাদ আমার অাঙ্গিনায় পদচিহ্ন রেখে যাবার জন্য।
316958
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় বিদ্রোহী ভাইয়া। বহুদিন পর বারুদের গন্ধে মিশ্রিত রক্ত জেগে উঠেছে আর তার জ্বালাময়ী অতীতের তেজ্যেদীপ্ত অভিজ্ঞতা অসাধারণ উপস্থাপনায় পাঠকের কাছে উপস্থাপিত হয়েছে যা অনাবিল আনন্দের সীমাহীন মুগ্ধতা ব্লগ বাড়ীর সর্বত্রই ছড়িয়ে গেল।

সুন্দর লিখাটির জন্য যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫২
258233
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। এর মাঝে আপনার মত অনেক লেখকের ক্ষুরধার লেখনি দেখে সত্যিই ভাল লাগছে। খুব অনুভূতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ আপনাকে।
316962
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
খান জুলহাস লিখেছেন : ভালো লাগলো
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৩
258234
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আপনাকে প্রিয়দের লিষ্টে রেখে দিলাম কিন্তু।
316977
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৪
সন্ধাতারা লিখেছেন : অনুরোধ রাখার জন্য বড় ভাইয়াকে আবারো একটি হৃদয় নিংড়ানো বিদ্রোহী শুভেচ্ছা...
০৩ মে ২০১৫ রাত ০৩:২৮
258994
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ। অনেক ব্যস্ততার কারণে আসতে পারিনা। আপনার শূভেচ্ছা সাদরে গ্রহন করলাম।
316985
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভুমিকা পড়ে মনে হলো অনেক লম্বা পথের ফেলে আশা কাহিনী শুনতে পাব
০৩ মে ২০১৫ রাত ০৩:২৮
258995
প্রবাসী মজুমদার লিখেছেন : না। দীর্ঘায়িত করবনা। অনকে দির্ঘায়িত পথকে সংক্ষিপ্ত করার চেষ্টা থাকবে। ধন্যবাদ।
১০
316990
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : চীরা চরিত চমৎকার লেখনীর মাধ্যমে যার সূচণা তার অপেক্ষায় রইলাম, চলুক৷
০৩ মে ২০১৫ রাত ০৩:২৯
258996
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার উপস্থিতির মাধ্যমে মনের দারুণ অভিব্যক্তিটা রেখে যাবার জন্য।
১১
317082
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক অজানা ইতিহাস জানতে পারবো হয়ত। অপেক্ষায় থাকলাম।
০৩ মে ২০১৫ রাত ০৩:২৯
258997
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকবার বলতে চেয়েও বলিনা। কষ্ট হয়। না জানি..মনের বিশালতার সীমারেখা অনেক ছোট। ধন্যবাদ।
১২
317299
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৩
নতুন মস লিখেছেন : স্বল্প সময়েই ইথারের সাথে মিশে গেল ৩০ বছর যাবত হেটে চলা
মিছিলের সহযাত্রীদের আওয়াজ।
খুব অপরিচিত হয়ে গেলাম সীসাঢালা প্রাচীরের মানুষদের কাছে।

কপি মন্তব্য
তবে কথাগুলো
সময়ের তালে ভাল লাগল।
০৩ মে ২০১৫ রাত ০৩:৩০
258998
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগল। কোডিং মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৩
317647
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
আবরণ লিখেছেন : ব্লগে এই রকম লেখাই তো চাই। লিখুন । আমরা পড়তে চাই। ধন্যবাদ।
০৩ মে ২০১৫ রাত ০৩:৩১
258999
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে। কত ভাল লেখক এ ব্লগ প্রসব করেছে। ধন্যবাদ ভাল লাগাটা রেখে যাবার জন্য।
১৪
319886
১৩ মে ২০১৫ রাত ০৯:২৪
টাংসু ফকীর লিখেছেন : তিনি আমার প্রতিবেশী। আমাদের একই এলাকায় বাড়ী। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
১৫
328497
০৪ জুলাই ২০১৫ রাত ০১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কামরুজ্জামান হয়ে গেলো শহীদ,
এখন আমাদের ভাঙ্গে নাই নিদ? ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File