মিষ্টি কৈ?

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১১ মার্চ, ২০১৫, ০৫:৫০:১১ বিকাল



প্রবাসী আয়াস ভাইয়ের নবজাতক শিশূর আগমন উপলক্ষে শূভেচ্ছা জানিয়ে কবিতাটি লিখলাম।

খূশীতে বাপ আটখানা রে

আমার মিষ্টি গেল কৈ,

নগরবাসী আয় ছুটে আয়

নবজাতকে কোলে লই।


শিশূতো নয় ফেরেশতা সম

দেখলে সবার জুুড়ায় প্রাণ

মুচকি হেসে ক্যামনে তাকায়

কেড়ে নেয় সে সবার জান।

ঠোট বাকিয়ে ঢং করে গো

মিছে কান্নায় করে ভন,

দৌড়ে এসে হাত বাড়িয়ে

নেয় কোলে তার আপনজন।


মুখে গানের সুর তুলিয়ে

দোলায় শিশু ঘুম পাড়ায়

খূশীকে মা আটখানাগো

আনন্দ আজ পুরো গায়।

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308364
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
অনেক পথ বাকি লিখেছেন : অনেক দোয়া ও ভালোবাসা রইলো ছোট্ট বাবুটির জন্য Rose Kiss
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০০
249515
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আয়াস ভাইয়ের নবজাতককে দোয়া করার জন্য। সে যেন সত্যিকারের একজন মুসলমান হিসেবে গড়ে উঠে সে দোয়াই আমরা করি।
308365
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০১
249516
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ব্লগ বাড়ীতে অনুভূতি রেখে যাবার জন্য।
308366
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মিষ্টি কৈ?
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০১
249517
প্রবাসী মজুমদার লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আমারও প্রশ্ন তাই। মিষ্টি কৈ?
পোলার বাপের খবর নাই
পাড়া প্রতিবেশীর ঘুম নাই।
308367
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শিশুরা হল আল্লাহর দেয়া শোভা। বাপটা কে আপনি? Happy
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০২
249518
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। মিশু দেখেলে মনটা ভরে যায়। অন্যরকম অনুভুতি জাগে। ধন্যবাদ আপনাকে।
308373
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
মু নূরনবী লিখেছেন : হ..মিষ্টি আমারটাও রাইখেন...

ছোট্র সোনামনির জন্য দোয়া
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৩
249519
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি মিষ্টি পাইনাই। আপনাকে কোথা থেকে দেব? পেলে খাওয়াবো। তবে না পাওয়ার সম্ভাবনা বেশিী।
308374
১১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ!




কে সেই সৌভাগ্যবান পিতা? Happy

নবজাতক পরিবারের সবার জন্য অনেক অনেক দোআ ও শুভকমনা রইলো! Good Luck Praying

আপনাকেও শুকরিয়া! Good Luck Praying
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৪
249520
প্রবাসী মজুমদার লিখেছেন : ওয়ালাইকুম কালাম।
নবজাতক দেখলেই নিস্পাপ এক অনুভূতি মানুষকে মোহিত করে। ধন্যবাদ আপনাকে।
308379
১১ মার্চ ২০১৫ রাত ০৮:০৭
ইবনে আহমাদ লিখেছেন : আল্লাহর দেয়া উপহার। মা ও সন্তানকে সুস্থ রাখুন।
কলিজার টুকরা সন্তান বড় হয়ে সবার মুখ উজ্জল করবে এই দোয়া করি।

Rose Rose Rose Rose Rose Rose
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
249521
প্রবাসী মজুমদার লিখেছেন : আমিন।
পোলার বাপের নেইকো খবর
আমরা নাছি কোন তালে...ধন্যবাদ।
308383
১১ মার্চ ২০১৫ রাত ০৮:৫৭
আবু জান্নাত লিখেছেন : হে বৎস! এমন জিবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
249522
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। নবজাতকের বেলায় যাতে তাই হয় দোয়া করি। ধন্যবাদ।
308390
১১ মার্চ ২০১৫ রাত ০৯:২৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সবটাই দারুন! মিষ্টি যেন আমরাও পাই...
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৬
249523
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে.।। মিষ্টির জন্য কবিতা লিখেও বিপদ। এত মিষ্টি পাব কৈ। দেখা যাক। ধন্যবাদ।
১০
308415
১১ মার্চ ২০১৫ রাত ১১:২৩
১২ মার্চ ২০১৫ সকাল ১০:০৬
249524
প্রবাসী মজুমদার লিখেছেন : ফুলেল শুভেচ্ছা রেখে যাবার জন্য কবিকে ধন্যবাদ।
১১
308519
১২ মার্চ ২০১৫ বিকাল ০৪:২০
পুস্পগন্ধা লিখেছেন :
যাহক, মিস্টি না পেলেও কবিতায় যে মিস্টির বন্যা বইয়ে দিলেন তাতে পেট না ভড়লেও মন ভড়েছে



নবজাতকের জন্য দোয়া রইল.... Good Luck
১৫ মার্চ ২০১৫ রাত ০২:১৬
249962
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। নবতাজক দেখলে এমনিতেই মনটা ভরে যায়। তাই খুশীতে কবিতাটা লিখলাম। কবিতায় মিষ্টি খোজার ভান। আপনাকে ধন্যবাদ।
১২
308714
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
আবু জারীর লিখেছেন : জেদ্দায় নতুন প্রদেশ হচ্ছে তাই সাথে সাথেই আল্লাহ নতুন দায়িত্বশীল পাঠিয়ে দিয়েছেন।

আল্লাহ আমাদের এই মেহমানকে ইসলামী আন্দলনের সিপাহসালার হিসেবে কবুল করুন। আমিন।
১৫ মার্চ ২০১৫ রাত ০২:১৫
249961
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। এর সাথে অনেক পুরোনো দায়ীত্বশীলও পরিবর্তন হয়েছে শূনেছি। আমীন।
১৩
308752
১৪ মার্চ ২০১৫ রাত ১২:১৭
আফরা লিখেছেন : অনেক দোয়া ও ভালোবাসা রইলো ছোট্ট বাবুটির জন্য । ধন্যবাদ ভাইয়া মিষ্টি ছাড়া সুখবরটা জানানোর জন্য ।



এটুকু সবাই ভাগ করে খান ভাইয়া ।
১৫ মার্চ ২০১৫ রাত ০২:১৫
249960
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। নবজাতকের বাবা ফোনে মিষ্টি পাঠানোর কথা বললেও আমি মানা করে দিয়েছি। কারন এত ব্লগারকে রেখে মিষ্টি খা্ওয়াটা অমার্জনীয় অপরাধ। ধন্যবাদ।
১৪
308824
১৪ মার্চ ২০১৫ সকাল ১১:৫৮
আহমদ মুসা লিখেছেন : নবজাতক শিশু এবং গর্ভধানিণী প্রসূতি মা উভয়ের সার্বিক সু-স্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহর কাছে। সন্তান লাভে খুশীতে আত্মহারা জন্মদাতা পিতা এবং ততোধিক খুশীতে মিষ্টির আশায় পোস্টতাদা মুহতারাম লেখককেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
১৫ মার্চ ২০১৫ রাত ০২:১৪
249959
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য রেখে যাবার জন্য। ভাল থাকুন। দোয়া করি।
১৫
309256
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১৭
আব্দুল গাফফার লিখেছেন : সত্যিই খুশীর খবর , মিষ্টির কথা শুনে চলে এলাম সবাই দেখি হাই হুতাশ করছে । যাই হোক নবজাতকের জন্য অনেক দোয়া রইলো । Praying Praying Good Luck Good Luck Rose Rose
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
250252
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ডিজিটাল মিষ্টি খেয়ে বিদায় নেয়ার জন্য
১৬
309913
২০ মার্চ ২০১৫ রাত ০১:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কবিতাটা পড়তেছি আর হাসতেছি। খুব মহাদার হয়েছে, যার জন্য লিখা, সে বাবুটি কবিতা বুঝলে শুনে খুশিতে গদ গদ হয়ে যেতো।

শুভেচ্ছা রইল।
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:২৬
251053
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। কবিতাটি অন্য এক ব্লগার নবজাতকের শিয়রে দাড়িয়ে উপস্থিত কিছু স্বনামধন্য মানুষকে পড়ে শূনিয়েছে। একজন এটি সাথে নিয়ে গেছে। ছেলের পিতা ফোনে মিষ্টির অফার দিল্ওে ব্লগারদের রেখে খা্ওয়ার ইচ্চে করেনি বলে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়েছি।
১৭
310215
২১ মার্চ ২০১৫ সকাল ১১:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মিস্টি না পেলেও আফসোস নাই, কবিতাটা ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
২২ মার্চ ২০১৫ রাত ১২:২৫
251357
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম।
ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য। ভাল লাগল।
১৮
311209
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অনেক দোয়া ও ভালোবাসা রইলো ছোট্ট বাবুটির জন্য!
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৩:১০
253991
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লগিনে নাম দেখা যায় কিন্তু লেখা কৈ? আপনার থেকে জরিমানা আদায় করা হবে! অনেকদিন লেখা দেন না কারন কি? তাড়াতাড়ি লেখা দিন নয়তো........।
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১১
254253
প্রবাসী মজুমদার লিখেছেন : বোনরে, হৃদয়ের টানে উকি মেরে অতৃপ্ত মনে ফিরে যাই। ট্রাভেল এজেন্সীর ব্যবসায় হাত দিতে গিয়ে আমার সব সময় গিলে ফেলেছে। এর উপর নিজের কোরআন ক্লাশ, স্ত্রীর ক্লাশ, বাচচাদের পরীক্ষা। কিন্তু ব্লগ ভালবাসায় এখনও আমি অস্থির। শীঘ্রই আসছি। ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:২৩
256905
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লগিনে নাম দেখা যায় কিন্তু লেখা কৈ? আপনার থেকে জরিমানা আদায় করা হবে! অনেকদিন লেখা দেন না কারন কি? তাড়াতাড়ি লেখা দিন নয়তো........।
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৪
257148
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। অনেকদিন পর ধমক খেয়ে চেতনা ফিরে এল। দেখি কাল দেয়া যায় কিনা্ ইনশাল্লাহ। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File