বউয়ের পাগল

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৩ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৫:০৯ রাত

প্রবাসী এক ভাই দির্ঘদিন পরিবার নিয়ে এখানে থাকত। কোন কারণে বউ দেশে পাঠাতে বাধ্য হয়। কিন্তু সউদী আরবের কিছু বাধ্য বাধকতার কারণে বউকে আনা এখন যেন সোনার হরিণ। বউ আর সন্তানদের আবার ফিরে পেতে সে যেন আহত পাখির মত নিত্য ছটফট করে। তাই তাকে নিয়ে ফেইসবুকে লিখা কবিতাটি এখানে পোষ্ট আকারে দিয়ে দিলাম।

কাজ শেষে ঘরে যেতে মন চায়না আর,

বউ ছাড়া ঘর লাগে বড় হাহাকার।

দোয়া মাঙ্গি প্রভু মোরে, এনে দাও বউ,

কলিজাকে পেলে মোর লাগবে না কেউ।

নিশি রাতে নির্ঘুম সব একাকার

বউ মোর পেতেই হবে একা নয় আর।‌

চীত হয়ে চোখ বুজে কল্পনায় ভাসি,

ভান করে মিছেমিছি দেখি ব্উয়ের হাসি।

নিত্য যে পাশে মোর ছিল সারাক্ষণ,

আজ যেন সব স্মৃতি পুরোনো সে ক্ষণ।

অসহ্য যাতনায় বলি ওরে মন,

ঘুমোতে হবে আর দিসনা যাতন।

কেবা কার কথা শূনে নিঠুর এ মন,

এই ভাল এই খারাপ করে ভন ভন।

লাগামহীন মনকে বুঝা বড় দায়,

বউর প্রেমে সারাক্ষণ শুধু গান গায়।

বউ বড় ক্ষ্যাপা বলে চাইনা জীবন,

সাথে মোরে নাও না হয় ছাড় ঐ জীবন।

মেয়ে কাদে নিভৃতে, ছেলে বলে ঐ,

সব বাবা পাশে থাকে আমার বাবা কৈ?

হিছামারি, ক্ষ্যাতা কিলাই, প্রবাস জীবন,

ছেলে মেয়ে বউ ছাড়া অসহায় মন।

হয় মোর বউ চাই না হয় বিদায়,

বউ ছাড়া জীবনের কোন মুল্য নাই।

বিষয়: বিবিধ

৬৬৪৩ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296748
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহহাহা অদ্ভুদ বউ পাগল! সুন্দর কবিতা।
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
240414
প্রবাসী মজুমদার লিখেছেন : বিয়ে করলে বুঝবেন বউয়ের জন্য কি কি পাগলামি করতে হয়। ধন্যবাদ।
296754
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১০
আফরা লিখেছেন : ভাইয়া এটা কি ঠিক হল সে আছে আপনি আছেন রঙ্গে ।
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
240413
প্রবাসী মজুমদার লিখেছেন : কি কয়?
আমি কার লাগিয়ে গাথিরে মালা.ধন্যবাদ। তবে সমস্যা নেই।
296756
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৮
কুশপুতুল লিখেছেন : আমরা এত বোকা নই, যতটা ভাবেন বোকা
আমরা এত ছোট নই, যতটা ভাবেন খোকা

নিজের কথা ফেলে দিলেন,আরেক জনের ঘাড়ে
মনের কথা বলে গেলেন, কত আরে ঠারে!

যতই করেন ভো ভ্যাঁ, ভাণ করবেন না আর
বউয়ের জন্য কেঁদে মরে, প্রবাসী মজুমদার!!

২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৩
240296
udash kobi লিখেছেন : একদম রাইটGood Luck Good Luck Good Luck Good Luck
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৪
240358
আয়নাশাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৩
240412
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আমার বউ আমার সাথেই থাকে বলে সে যাতনা আমার নাই। যার যাতনা দেখে কষ্ট লাগে তার হয়ে লিখেছি। তার তার বউও কবিতাটি পড়ে আমাকে স্পেশাল ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ।
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
240428
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০০% এগ্রি!!!
296757
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ফেসবুকেও পড়লাম। কষ্ট লাগলো বেচারার করুণ কাহিনী পড়ে।
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
240419
প্রবাসী মজুমদার লিখেছেন : আসলেই কষ্টের। বিয়ে করে দুরে থাকা যেন যাযাবর জিন্দেগি। দ্বিতীয়ত একটা জিন্দা মানুষকে খোলা আকাশের নিছে মানসিক জেলে পুরে রাখা বৈ কিছুই নয়।
296776
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : Sad Sad Good Luck Good Luck
বউ যে আমার সোনার হরিন ভালবাসি তাকে
শয়নে স্বপনে সে সঙ্গী হয়েই থাকে
ত্বনী আছে ফেবুতে দেখতে মন্দ নয়
শিউলি, তুলি, গোলাপিও মন করে জয়
ফেবু হলো বান্ধব আমার সঙ্গী হলো মৌ
পাড়ার লোকের কথা শুনে কাদঁছে ফিরে বউ
প্রবাসীর দুঃখ আর কারে শোনাই হায়
গোসসা করে বউ যে আমার বাপের বাড়ি যায়
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
240421
প্রবাসী মজুমদার লিখেছেন : মন্তব্যর ভাষায় দারুণ কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

লাইসেন্সভুক্ত প্রেমের জ্বালার অন্ত বিদ্রোহ বড়ই কঠিন। সে যাতনা বুঝতে পাারার জন্য ধন্যবাদ।
296800
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৩
udash kobi লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
240422
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাই। অনুভুতি রেখে যাবার জন্য কৃতজ্ঞতা।
296807
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩১
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু৷ কত লোকে কত কিছু কয়েছে, কোনটা ঠিক জানিনা৷ সৌদীরা কেন এমন নিঠুর হল৷ ওদেরকি বউ নাই? Give Up I Don't Want To See Skull Catch
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
240424
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের অযোগ্য পররাষ্ট্রনীতি আর কাণ্ডজ্ঞানহীন অথর্ব রাজনৈতিক কারণেই সময়ের বিবর্তনে এসব হয়েছে। জাতি হিসেবে নিজেদেরকে বিশ্বের দরবারে দরিদ্র প্রমান করার খেসারাত এটি।
296812
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪০
সাদিয়া মুকিম লিখেছেন : হিছামারি, ক্ষ্যাতা কিলাই, প্রবাস জীবন,

ছেলে মেয়ে বউ ছাড়া অসহায় মন।
Broken Heart Broken Heart =(বেচারার অবস্হা খুবি খারাপ বোঝাই যাচ্ছে! Good Luck Good Luck Good Luck Give Up
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
240417
প্রবাসী মজুমদার লিখেছেন : মানুষটি বড়ই রসিক। গতকালও দুজনে মিলে মক্কা গিয়েছিলাম এক কাজে। রাত ২টায় জেদ্দায় ফিরেছি। সত্যি কথা বলতে কি, বউয়ের সাথে থাকা হাজারো স্মৃতি তাড়িয়ে বেড়ানোর বেদনাটাই খুব কষ্টের। ধন্যবাদ।
296823
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৫
কাহাফ লিখেছেন :

দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ মহান বান্দাকে যত কঠিন পরিক্ষার সম্মুখীন করেছেন 'বউ' নিয়ে সুখে থাকা তার অন্যতম!
বউহীন সুখে থাকার মজা ভূলেই গেছে লোকটা বউ সাথে থাকায়! তাই তো বউবিহীন এমন আহাজারী!
Praying phbbbbt phbbbbt
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
240416
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলেছেন। বিশেষ করে, বাচ্চারা যখন বলে বাবা, তুমি আমাদেরকে নাওনা কেন? তখন বেশী কষ্ট লাগে। দ্বিতীয়ত আল্লাহর ট্রাইবুনালে যদি ভাবী বিচার চায়, তাহলে কেয়ামত কাজকারবার।

ধন্যবাদ।
১০
296855
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৫
হতভাগা লিখেছেন : বিদেশে একটা বিয়ে করে নিলেই তো পারে
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
240389
নিরবে লিখেছেন : Surprised Surprised
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
240415
প্রবাসী মজুমদার লিখেছেন : ওর বউ জানলে আপনার নামে ১৪৪ ধারা জারি করবে। দ্বিতীয়ত হাওলাতি বিয়েতে সমস্যা আরও বাড়ে। মনকে যদি একবার ভিন্ন কিছু দেখানো যায়, হেতে আপনাকে জীবনের শিক্ষা দিয়ে ছাড়বে। ধন্যবাদ।
১১
296906
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বউ এর অত্যাচারে আত্মহত্যা করতে ইচ্ছা করে আর এ কোন বউ পাগল!!!
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩০
240483
প্রবাসী মজুমদার লিখেছেন : বেশী সুন্দরের পুজারী হলে এমন হয়। সব সময় সুন্দরের চেয়ে মন সুন্দর বউ উত্তম। দ্বিতীয়ত বিলাইকে প্রথমে বেশী অধিকার দিলে পরে মাথা থেকে আর নামেনা। তাই স্বভাব বুঝেই অধিকার দেয়া উচিত। অনেক পুরুষকই বউ মা আর অন্যদের অধিকার সংরক্ষনে ব্যর্থ হওয়ার কারণেও বউ প্রতিবাদী হয়ে উঠে। সবকিছু মিলিয়ে মানুষকে ছাগলের মত চরানোর অনভিজ্ঞ দু দম্পতির বাঁধা ঘরে পাশাপাশি থেকে হাজারো সমস্যাকে সমাধান করে অর্জিত শান্তির নামই সুখ।

মোদ্দা কথা হল, দাম্পত্য জীবনে সত্যিকারের সুখ এমন দম্পতির মাঝেই পাওয়া যায়, যার স্বামী বোবা এবং বউ বধির। বাকীরা সুখের সামান্যতম কিছু পায়।
১২
296915
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : ছড়া বা কবিতা লিখার ছেয়ে ছড়া ও কবিতার Subject হওয়ার মধ্যেও আনন্দ আছে।
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩২
240484
প্রবাসী মজুমদার লিখেছেন : একটা বিষয় নিয়ে গভীর আলোচনার ঝড় উঠার পাশাপাশি বিভিন্ত মন্তব্যগুলো কিন্তু অনেক সমস্যার সমাধান উঠে আসে। এজন্যই ভাত কি দিয়ে খেলাম তার ছেয়ে ভাত খাওয়াবস্তায় সে জ্ঞানগর্ব আলোচনা হল,তাই বা কম কিসে? ধন্যবাদ।
১৩
296983
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেকদিন পর আপনার লেখা পড়ছি। ব্লগেও বলতে গেলে আসা হয়না। কবিতাটি কেমন যেন দুঃখ-হাসি মিশ্রিত আবেগের ছিটেফোটা। ভাল লিখেছেন আল্লাহ সেই ব্যক্তিকে তার বউ-বাচ্চার কাছাকাছি যেন নিয়ে আসেন।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৬
240654
প্রবাসী মজুমদার লিখেছেন : আমিন। ্প্রবাসীরা সব কিছু নিয়েই একটু বেশী ভাবে। তাই এসব বিষয়ে গুরুত্ব্ও পায় বেশী। ধন্যবাদ আপনাকে।
১৪
297006
২৫ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫২
জোবাইর চৌধুরী লিখেছেন : যার জন্যে লিখলেন এমন
ছন্দময়ী কবিতা -
পড়তে গিয়ে আঁকছি কেবল
ওনার মনের ছবিটা। Call Me Winking Rose Good Luck

চমৎকার হয়েছে। ধন্যবাদ।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৮
240655
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। তিনি আপনার সাথেই থাকে। তার অনুভূতিগুলো নিয়ে আমার এ সহানুভূতি। ধন্যবাদ।
১৫
297059
২৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৫
আবু ফারিহা লিখেছেন : কবিতাটি ভালো হয়েছে তবে অারো ভালোর প্রত্যাশা। একজনকে নিয়েতো লেখলেন। বাকীদের নিয়ে কে লেখবেন। অাপনার কলমের কালি ফুরিয়ে যাবে কিন্তু লেখা শেষ হবার নয়। তবে ব্যর্থ পররাষ্ট্রনীতি ও সরকারের ভুমিকার কারনেই অাজ প্রবাসীরা একাকীত্ব জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ অাপনাকে।
২৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
240580
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : অনেকেই কবিতা পড়ে,আনন্দ পায়, কিন্তু কবিতা কিংবা ছড়ার ভিতরের বক্তব্য বুঝতে চায় না বা পারেনা।আপনার কমেন্ট পড়ে বুঝলাম আপনি লিখার গভীরে পৌছার চেষ্টা করেন। ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৯
240656
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রতিমন্তব্যকারীক্ওে ধন্যবাদ। নিজের অুনভূতির কথাগুলো বলুন। তাহলে মন্তব্য করতে গিয়্ওে আপনার বউকে নিয়েও কবিতা লিখার প্রত্যয় রইল।
১৬
297467
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
আবু ফারিহা লিখেছেন : না ভাই অামি শুধু অামার কথাই বলছিনা। অাপননি যাকে নিয়ে কবিতা লিখেছেন তার মতোই হাজারো ভাই অাছেন যাদের নিয়ে কবিতা লেখার মতো। ধন্যবাদ।
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১১
240869
প্রবাসী মজুমদার লিখেছেন : এজন্য ব্লগারদের আড্ডার প্রয়োজন। যেখানে সবাই মনখুলে কথা বলবে। আর লেখকরা রস দিয়ে সেটিকে সাহিত্য পরিণত করবে। সমৃদ্ধ হবে আমাদের লেখনীর ভান্ডার।
১৭
297903
২৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৪
আবু ফারিহা লিখেছেন : অাপনার সাথে সহমত।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৯
241261
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ। অনেকদিন পর খুজে বের করলেন বলে।
১৮
297983
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১২
আব্দুল গাফফার লিখেছেন : ha ha nice bhaiya , অনেক ধন্যবাদ Applause Applause
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৮
241277
প্রবাসী মজুমদার লিখেছেন : Same to you for leaving your comments.
১৯
298955
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



বৌয়ের কথা কি আর কইমু!!!
====================
বৌয়ে রান্না করেছে তরকারি দিয়ে নুন!!
খেয়ে বর্ণনা করলাম বৌয়ের গুনাগুণ!!
মনের অনুভূমি লিখে দিলাম স্ট্যাটাস ফেবুতে
নতুন ভাবে পড়ে গেলাম আরেক ঝামেলাতে!!
স্ট্যাটাসে মন্তব্যের বহর দেখে তার মনে ইর্ষে
তিনদিন ধরে সাজা পেলুম- তরিতরকারি সব পানসে!!!
২০
299137
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৭
সায়েম খান লিখেছেন : ভাল,কিন্তু বউকে পেয়ে আবার মা-বাবাকে ভূলে যাবেননা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File