আমরা ভাল নেই
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৯ ডিসেম্বর, ২০১৪, ১১:৩০:৫৯ সকাল
আমরা ভাল নেই। ভাল নেই কথাটি বলার মত স্বাধীনতাও আমাদের নেই। হাজারো অন্যায়কে পাথর চোখে দেখে থাকি। বিবেকের প্রচন্ড দহনে নিজের মাঝেই নিজে বিষ্ফোরিত হই। হৃদয়ের অব্যক্ত যাতনাকে উগলে দিয়ে নিজেকে হালকা করার জন্য কবিতা লিখি। পড়ে লোকেরা মন্তব্য করে, কবিতাটি খুব ভাল হয়েছে...। ছন্দগুলো আর একটু মিলিয়ে লিখলে ভাল হত। বোদ্ধা পাঠকের মন্তব্য পড়ে হাসি। ভাবি, না বুঝার লোকদের সামনে এসব না লিখাই ভাল। আমি ভাল নেই, এটি না বলাটাই যেন আরও ভাল ছিল। জীবনের এ স্বল্প সময়ে অনেক রাজনৈতিক দলের অন্দরমহলে হেটে হেটে দেখার সুযোগ হয়েছিল। সবখানেই পর্দার অন্তরালে স্বার্থপরদের সিন্ডিকেট দেৌরাত্ম দেখে বিস্মিত হয়েছি। প্রতিবাদের ভাষাও সেখানে অবান্তর। তাই কবিতার মাঝে আমি গাই......
মুষ্ঠিতে চুল টেনে জিদে মরি
কলমে নেই ধার,
ক্ষিপ্ত হৃদয় যাতনায় খোঁজে
বিদ্রোহী কবিতার।
নজরুল-ফররুখ কল্পনায় টেনে
দেখি দহনের ছবি,
শব্দ-ছন্দের নির্মমতায়
হতে পারিনা কবি।
পাষান হৃদয়ে নিত্য দেখি
বিভতসতার লাশ,
শংকিত জনপদ নির্বাক কাঁদে
বানিয়ে নিজেকে দাস।
চারিদিকে শুধু আর্তনাদের ধ্বনি
বাতাস হয়েছে ভারী,
গুম-খুনে সব জিন্দা লাশ সেজে
পণ্য বানিয়েছি নারী।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের লোভ প্রতিনিয়ত ধ্বংস করছে এর পরিবেশ সুন্দরবন থেকে আমাজন পর্যন্ত। সেখানে মানুষ ভাল থাকবে কিকরে???
আপন রক্তের ভাই!
কিভাবে ভালো থাকি বলো
কেউই যে ভালো নাই!
কবিতার ভাষায় মনের অনেক অব্যক্ত কথাকে প্রকাশ করছেন আসলেই বাহ্যিকতার দৃষ্টিতে ভালো দেখলেও বিবেচণায় ভালো নাই। সত্যকে সুন্দর ভাষায় প্রকাশ করার জন্য আপনার কল্যান কামনা করছি। আপনাদের মত প্রতিবাদি লেখকদের কাছে আমাদের অনেককিছু শেখার আছে, উগ্র মগজগুলো ঠিক করতে প্রতিদিনই লিখে যান, হতে পারে একটি প্রতিবাদি লেখা এক একজন আরেকটি প্রতিবাদি কন্ঠস্বরকে অগ্রগামি করবে, হতে পারে বিপ্লব রুপ ধারণ করে বিজয়ের দিনকে শাণিত করবে।
কবিতার ভাষায় মনের অনেক অব্যক্ত কথাকে প্রকাশ করছেন আসলেই আমরা ভাল নেই ।ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
ভাল নেই আর ভাল থাকার ব্যবস্হার সকল প্রচেষ্টাও আজ রুদ্ধ! আল্লাহ আমাদের হিফাজত করুন!
ভাল থাকার- ভাল রাখার আপ্রাণ প্রচেষ্টা লক্ষ্য করি কিছু মানুষের লেখনী-চিন্তা-চেতনা-মননে!
তেমনি 'একজন প্রবাসী মজুমদার'!
'হায়াতে তাইয়েবা'র সুদীর্ঘময় উপস্হিতি তাঁর জীবন কে ঘিরেই থাকুক-মহান রবের কাছে এই দোয়া সদা!!
মন্তব্য করতে লগইন করুন