আমরা ভাল নেই

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৯ ডিসেম্বর, ২০১৪, ১১:৩০:৫৯ সকাল

আমরা ভাল নেই। ভাল নেই কথাটি বলার মত স্বাধীনতাও আমাদের নেই। হাজারো অন্যায়কে পাথর চোখে দেখে থাকি। বিবেকের প্রচন্ড দহনে নিজের মাঝেই নিজে বিষ্ফোরিত হই। হৃদয়ের অব্যক্ত যাতনাকে উগলে দিয়ে নিজেকে হালকা করার জন্য কবিতা লিখি। পড়ে লোকেরা মন্তব্য করে, কবিতাটি খুব ভাল হয়েছে...। ছন্দগুলো আর একটু মিলিয়ে লিখলে ভাল হত। বোদ্ধা পাঠকের মন্তব্য পড়ে হাসি। ভাবি, না বুঝার লোকদের সামনে এসব না লিখাই ভাল। আমি ভাল নেই, এটি না বলাটাই যেন আরও ভাল ছিল। জীবনের এ স্বল্প সময়ে অনেক রাজনৈতিক দলের অন্দরমহলে হেটে হেটে দেখার সুযোগ হয়েছিল। সবখানেই পর্দার অন্তরালে স্বার্থপরদের সিন্ডিকেট দেৌরাত্ম দেখে বিস্মিত হয়েছি। প্রতিবাদের ভাষাও সেখানে অবান্তর। তাই কবিতার মাঝে আমি গাই......

মুষ্ঠিতে চুল টেনে জিদে মরি

কলমে নেই ধার,

ক্ষিপ্ত হৃদয় যাতনায় খোঁজে

বিদ্রোহী কবিতার।

নজরুল-ফররুখ কল্পনায় টেনে

দেখি দহনের ছবি,

শব্দ-ছন্দের নির্মমতায়

হতে পারিনা কবি।

পাষান হৃদয়ে নিত্য দেখি

বিভতসতার লাশ,

শংকিত জনপদ নির্বাক কাঁদে

বানিয়ে নিজেকে দাস।

চারিদিকে শুধু আর্তনাদের ধ্বনি

বাতাস হয়েছে ভারী,

গুম-খুনে সব জিন্দা লাশ সেজে

পণ্য বানিয়েছি নারী।

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295671
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পৃথিবিটাই তো ভাল নাই!!
মানুষের লোভ প্রতিনিয়ত ধ্বংস করছে এর পরিবেশ সুন্দরবন থেকে আমাজন পর্যন্ত। সেখানে মানুষ ভাল থাকবে কিকরে???
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
239510
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য। হৃদয়ে লালন করা পোড় খাওয়া বাস্তব অভিজ্ঞতাগুলো প্রকাশ করলে আপনদের অনেকেই প্রশ্ন উঠাবে। যুক্তির কষ্ঠিপাথরে এসব বলা যেন আজ অমার্জনীয় অপরাধ। ধন্যবাদ।
295676
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসলেই আমরা ভাল নেই। ধন্যবাদ কবিতার ভাষায় নিজের মনের অব্যক্ত কথামালা সাজানোর জন্য।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
239511
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। কি বলব। যেন কিছুই বলার নেই। বাকহীন হয়ে বেচে আছি মনের ক্ষোভগুলোকে চেপে রেখে।
295695
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চোখের সামনে খুন হতে দেখে
আপন রক্তের ভাই!
কিভাবে ভালো থাকি বলো
কেউই যে ভালো নাই!


কবিতার ভাষায় মনের অনেক অব্যক্ত কথাকে প্রকাশ করছেন আসলেই বাহ্যিকতার দৃষ্টিতে ভালো দেখলেও বিবেচণায় ভালো নাই। সত্যকে সুন্দর ভাষায় প্রকাশ করার জন্য আপনার কল্যান কামনা করছি। আপনাদের মত প্রতিবাদি লেখকদের কাছে আমাদের অনেককিছু শেখার আছে, উগ্র মগজগুলো ঠিক করতে প্রতিদিনই লিখে যান, হতে পারে একটি প্রতিবাদি লেখা এক একজন আরেকটি প্রতিবাদি কন্ঠস্বরকে অগ্রগামি করবে, হতে পারে বিপ্লব রুপ ধারণ করে বিজয়ের দিনকে শাণিত করবে।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০১
239512
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, আমরা হত্যা গুম আর প্রতিহিংসা লালন করতে করতে কেন জানি বড় বাচাল এবং অস্থির হয়ে উঠছি। কোন কিছুই সহ্য করতে পারিনা। এ অসহ্য বোধটা ধার্মিক বিধমী সবার মাঝে বিদ্যমান। তাই ইজ্জত হারানোর ভয়ে বড়ই নিশ্চুপ আমরা।
295726
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
আফরা লিখেছেন :
কবিতার ভাষায় মনের অনেক অব্যক্ত কথাকে প্রকাশ করছেন আসলেই আমরা ভাল নেই ।ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০২
239513
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ সমর্থণ দিয়ে মনের ভাব রেখে যাবার জন্য।
295762
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালমুআলাইকুম!
ভাল নেই আর ভাল থাকার ব্যবস্হার সকল প্রচেষ্টাও আজ রুদ্ধ! আল্লাহ আমাদের হিফাজত করুন! Praying
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৪
239514
প্রবাসী মজুমদার লিখেছেন : হ্যা তাই । কতবার মুখ খুলতে চাই। ইনিয়ে বিনিয়ে বলতে চাই অনেককিছূ। কিন্তু ভয়। না জানি কাছের মানুষগুলো আবার রেগে যায়। ধন্যবাদ।
295844
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৫
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতা বুঝে মন্তব্য করার মত বোদ্ধা পাঠক আমি নই। আমাদের ভালো থাকার জন্য এমন কলম সৈনিকের আজ বড় প্রয়োজন। সকল অন্যায়ের বিরুদ্ধে এভাবেই কবির কলম জেগে উঠুক বারবার Good Luck Good Luck
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫০
239558
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসা দিয়ে লিখা মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও কিছূ বলার নেই। রেখে যাওয়া অনুভূতিই যথেষ্ট।
295860
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪৩
কাহাফ লিখেছেন :
ভাল থাকার- ভাল রাখার আপ্রাণ প্রচেষ্টা লক্ষ্য করি কিছু মানুষের লেখনী-চিন্তা-চেতনা-মননে!
তেমনি 'একজন প্রবাসী মজুমদার'!
'হায়াতে তাইয়েবা'র সুদীর্ঘময় উপস্হিতি তাঁর জীবন কে ঘিরেই থাকুক-মহান রবের কাছে এই দোয়া সদা!! Rose Rose Rose
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫১
239559
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসা দিয়ে অনুভতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।
296113
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৯
শাহীন কবির লিখেছেন : এক কথায় চমৎকার। কলমের যুদ্ধেই ভালো আসবে ইনশাআল্লাহ
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
239664
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মত কলমি যোদ্ধাকে এ পথে পেয়ে ধন্য হলাম। আশা করি নিয়মিত থাকবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File