কমিউনিটি ব্লগারস ফোরাম-জেদ্দার নতুন কমিটিকে অভিনন্দন
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৫ নভেম্বর, ২০১৪, ০২:৪৭:৫৯ দুপুর
গতকাল রাত ১০:৩০ মিনিটে জেদ্দায় ব্লগার প্রবাসী মজুমদারের বাসায় এক অনাড়াম্বর পরিবেশে গঠিত হয়ে গেল দীর্ঘ প্রতিক্ষিত জেদ্দার "কমিউনিটি ব্লগারস ফোরাম" (সিবিএফ)- এর নতুন কমিটি। এতে নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছিল রিয়াদ থেকে ওমরাহ পালন করতে আসা এক ঝাঁক উদ্যোমী ও আগামীর স্বপ্ন বিভোর ব্লগারস দল; যাদের পদচারণা ্ও শক্তিশালী লেখনির কারণে রিয়াদ সহ সারা পৃথিবীতে বাংলা ভাষা-ভাষী ব্লগার ও ফেইসবুক ব্যবহারকারীদের মাঝে পরিচিতি রয়েছে, তাদের সেই একসাথে রিয়াদ-টু-মদিনা-মক্কা-জেদ্দা সত্যিই অনুষ্ঠানে অন্যরকম এক প্রাণচাঞ্চল্যতা সৃস্টি হয়েছিল
সিবিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি রাত ১২টায় শেষ হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা রিয়াদের ব্লগাররা অনেকটা ক্লান্ত শ্রান্ত মনে হলেও এ অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে মনে হয় সবকিছু বেমালুম ভুলেই গেছে।
ব্লগার জনাব ইবনে আহমাদ এর নান্দনিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সিবিএফ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদার। সবার পরিচিতির পর তিনি নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতি জনাব আবু সাঈফ ও সদস্য সচিব জনাব ইবনে আহমদসহ ১৭ জনের এ কমিটিতে রয়েছে অনেক বোদ্ধা ব্লগার ও লেখক ও সহযোগী। উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছে অনেক কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী চাকুরীজীবি।
জেদ্দার সিবিএফ এর নতুন কমিটি
-----------------------------
- সভাপতি : আবু সাইফ
- সদস্য সচিব : ইবনে আহমাদ
- সহকারী সদস্য সচিব : আবু ফারিহা
- সাংগঠনিক সম্পাদক : শাহীন কবির
- সহ '' : মনির আহমেদ
- গবেষণা সম্পাদক : সাইফুল ইসলাম
- সহ '' : জুবায়ের
- সাহিত্য ্ও প্রকাশনী সম্পাদক : হাফিজ সিদ্দীকি
- আন্তর্জাতিক সম্পাদক : গাজী ওয়ালী উল্লাহ
- সাংস্কৃতিক সম্পাদক : রাইস উদ্দীন
- কোষাধ্যক্ষ্ : ইউসুফ বিন রফিক
- সহ '' : জসিম উদ্দীন
- মিডিয়া সম্পাদক : এমদাদ
- সহ " : শামীম আহমেদ
- সমাজ কল্যান সম্পাদক : আব্দুল হাদী
- সহ '' : মো: ইয়ামীন
- মহিলা সম্পাদিকা : ( )
জেদ্দা কমিটির একাংশের ছবি
অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
অন্যান্য ছবি
উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতেই নৈশ ভোজের মাধ্যমে অংশগ্রহকারীদের আপ্যায়ন করা হয়। তারপর শুভেচ্ছা বক্তব্য্ ও পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
জেদ্দার নতুন কমিটি ঘোষণা করার পর রিয়াদ থেকে আগত সিবিএফ এর আহব্বায়ক কমিটির সদস্যগন আলোচনায় অংশ গ্রহন করেন। সিবিএফ এর কর্মপন্থাসহ আর ও অনেক বিষয়ে গুরুত্বপুর্ন পরামর্শ দেন ব্লগার শাহীন, মেরাজ, লোকমান, ফখরুল প্রমুখ। তারা আশা করেন, সিবিএফ এর ব্যানারেই একদিন তৈরী হবে খ্যাতনামা লেখক, সাহিত্যিক। যে কোন ত্যাগের বিনিময়ে সিবিএফ আগামী দিনে দেশ ও জাতির স্বার্থে ভুমিকায় কাধে কাধ মিলিয়ে কাজ করবে। অনুষ্ঠানের সকল বক্তারাই সিবিএফ এর কেন্দ্রীয় কমিটির সকল উদ্যোক্তা, সহযোগীর ভূয়সী প্রশংসা করেন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিবিএফকে আজকের এ অবস্থায় নিয়ে এসেছে।
অবশেষে সিবিএফ মধ্যপ্রাচ্য প্রতিনিধি জনাব বিদ্রোহী নজরুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যর সমাপ্তি ঘোষনা করা হয়।
বি।দ্র- ব্যস্ততার কারণে অনেক ব্লগার আসতে চেয়েও আসতে পারেনি। জেদ্দায় এখনও অনেক ব্লগার আছে যাদের নাম এ কমিটিতে যুক্ত করার অপেক্ষায় আছি।
সিবিএফ এর কেন্দ্রীয় কমিটিকে যে কোন পরামর্শ দেয়ার জন্য যোগাযোগ করুণ :
বিষয়: বিবিধ
৩২৩৬ বার পঠিত, ৮৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আস্ সালমু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
জেদ্দা সিবিএফ শাখার সদস্য বৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি!!
সুযোগহীনতায় আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য থেকে আপাততঃ বন্চিত হলেও আশার প্রদীপ জ্বালিয়েই রাখলাম!
একটি আদর্শিক পরিবর্তনে হোক পথচলা এই শুভ কামনা!!
সিবিএফ জেদ্দা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা।
মহিলা সম্পাদিকার পদ খালি কেন? আমি তিনটি নাম প্রস্তাব করছিঃ
১। মজুমদার ভাবী
২। মেরাজ ভাবী,
৩। ফখরুল ভাবী।
সিবিএফ’র কার্যক্রম’র ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই ব্লগেই সিবিএফ’র কেন্দ্রিয় ব্লগ আছে যেখানে আগেরও বিভিন্ন প্রোগ্রামের ধারাবাহিক বর্ণনা আছে । আমি যতদুর জানি আপনার কাছে উক্ত ব্লগের লগিংআইডি ও পাসওয়ার্ড পৌছে গেছে ।
[url href="http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/8613/cbfbd" target="_blank"]কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ)[/url
ত
নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন রইলো। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবেন, এটাই আশা করছি।
ধন্যবাদ।
ইনশা আল্লাহ, আমিও অপেক্ষা করছি।
সিবিএফ এর কমিটি গঠন এর কার্যক্রম কে দ্রুতগামি করুক।
ভবিষ্যতে এই দিকে খেয়াল রাখবেন।ধন্যবাদ সকল ব্লগার ভাইদের।
এখন তো আপনাকে ব্লগে দেখাই যায়না। আবারও নিয়মিত হোন। এটাই আশা করি।
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
মন্তব্য করতে লগইন করুন