তোমাকে অভিনন্দন
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১০ নভেম্বর, ২০১৪, ০৯:১৯:০৮ রাত
বল কোথায় তুমি ছিলে গো সখি
দেখিনি যে কতকাল,
বাসর সাজাতে ভুলে যাওনি তব
ঘুমিয়ে কাটাওনি কাল?
কত শিহরণ, কত অভিমানে
দাওয়াত দিয়েছিলে হায়,
মহাসাগর সাতরে ফিরেছি কেঁদে
তব প্রিয়াকে মিলেনি সেই গায়।
আম কাঁঠাল আর ফলের ঝুড়িতে
আতিথেয়তার নেই শেষ,
কবিতার শব্দে মিছে খেলাম সবি
বাস্তবে নেই কোন লেশ।
তবু অবেলায় ফিরেছ বলে
স্বাগতম হে কালের কবি,
দাওয়াত আজি নাইবা খেলাম
খুশী হয়েছি দেখে ছবি।
বিষয়: বিবিধ
১৬৪১ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা পড়তে পড়তে হারিয়ে ফেলেছি খেই
নজরুল, ফররুখের মত কবি,
যাদের কলমে দারুন অভিব্যক্তি
তুলে আনে শোষিতের ছবি।
তবুও ওরা চুপ থাকে কেন
কেন কবিতায় দেয়না হুংকার,
কবে জাগিবে ঘুমন্ত কবিরা
কবে কবিতায় ডাকিবে তরুনকে আবার?????
শুধু দেখিতে নয় ছবি, অনেক কিছু খাওয়ার আশায়।
খাওয়াব যতন করে,
ওজুর পানি আর খড়ম দেব
রাখিব আপন ঘরে।
মিটল মনের আশা,
ফলের ঝুড়ি ত্যাজ্য হল,
হোকনা যতই খাসা৷
সাঁতরে সাগর উঠল কূলে,
হিয়ার মাঝে উঠল দুলে।
সামনে যখন দেখল ছবি,
পথ হারিয়ে গেলেন কবি।
হাত বাড়ালেন আলিঙ্গনে,
অশ্রুঝরা দুই নয়নে।
পেয়ে দারুণ জবাব,
বোদ্ধা কবি লুকিয়ে বলে
কবিতার আজ অভাব।
এস কবি কলম ধর
লিখ কালের গান,
জেগে উঠাও গুমন্তদের
গাইতে জয়গান।
আপনার কবিতার মন্তব্য সত্যিই জমতকার।
কাব্যের নান্দনিকতায় অদ্ভূদ সব অনুভূতি এসে মন্তব্যের ক্ষীণ আওয়াজ কে একেবারেই বন্ধ করে দিচ্ছে যেন.............!!!
স্বাগতম হে কালের কবি,
দাওয়াত আজি নাইবা খেলাম
খুশী হয়েছি দেখে ছবি। - চমৎকার লিখেছেন। হৃদয়ের তন্রীতে অনুরণন রেখে গেল।
ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি!
জাজাকাল্লাহু খাইর।
খুশী হয়েছি কবিতা পড়ি।
পারি না লিখিতে আর
দুঃখে আমার মনটা ভারী
ভরা জগৎ সংসার।
ভাল লাগল কবিতা খানা
আকবে সমাজের ছবি।
নতুন করে গড়তে হবে এই দেশ,
প্রীতির বন্ধনে থাকবে সাবাই
থাকবেনা কোন ক্লেশ।
ধন্য হলাম তোমার সুরে,
তুমি পার তবুও নিস্তব্ধ
কেবলি থাকতে চাও বহু দুরে।
দেখিনি যে কতকাল,
বাসর সাজাতে ভুলে যাওনি তব
ঘুমিয়ে কাটাওনি কাল?
কত শিহরণ, কত অভিমানে
দাওয়াত দিয়েছিলে হায়,
মহাসাগর সাতরে ফিরেছি কেঁদে
তব প্রিয়াকে মিলেনি সেই গায়।
আম কাঁঠাল আর ফলের ঝুড়িতে
আতিথেয়তার নেই শেষ,
কবিতার শব্দে মিছে খেলাম সবি
বাস্তবে নেই কোন লেশ।
তবু অবেলায় ফিরেছ বলে
স্বাগতম হে কালের কবি,
দাওয়াত আজি নাইবা খেলাম
খুশী হয়েছি দেখে ছবি।
******************
প্রিয়তমা যে ধন্য হলো আজ
বৃথা যায়নি তার দুধে আলতা সাজ
কবিহে ধন্য করিলেন এই নগন্যরে
যাহারা আজো গজাইনি পরে আছি-সেই শেখড়ে...। অসাধারন ভাই অসাধারন...!!!
মন্তব্য করতে লগইন করুন