ভ্রষ্ট!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৪ নভেম্বর, ২০১৪, ১০:০৮:৫০ রাত

আজ মুণ্ডুহীন দেহের বাকহীন আর্তনাদ দেখে

আমি এতটুকু বিস্মিত হই না।
কারণ,

এটি তোমাদেরই ভ্রষ্ট রাজনীতির প্রসব করা

নিষ্ঠুর জারজ সন্তানেরা আমাকে শিখিয়েছে।



আজ যদি কোন অপহৃত নেতাকে হত্যা করে

চব্বিশটা ইঁট বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেয়,


আমার বিবেক একটি বারের জন্যও প্রশ্ন করেনা। কারণ,

এটি তোমাদেরই ভ্রান্ত রাজনীতির কিলিং স্কোয়াডের

ভয়ংকর হত্যার প্রতিধ্বনি মাত্র।

আজ যখন তোমাদের অন্ধ অনুসারীকে

গুলি করে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হয়,

আমি আশ্চর্য হই না।
কারণ,

২৮ শে অক্টোবর লগী-বৈঠার সন্ত্রাসীদের তান্ডবে

রাজপথে জ্যান্ত মানুষের বুকে উল্লাসিত নৃত্য দেখে

আমি বড় পাষণ্ড হয়ে গেছি।

আজ যদি তোমাদের কোন গড ফাদারকে

কেউ গুম করে নর্দমায় ফেলে দেয়/b]

অামি সামান্যতম বিচলিত হইনা। কারণ,

হাজার গুম খূনে তোমাদের নির্বাকতা

আমার বিবেককে স্তব্ধ করে দিয়েছে।

[b]আজ যদি কোন শোকাহত মা

খুন হওয়া সন্তানের বুকের উপর আছড়ে পড়ে

আর্তনাদে ফেটে পড়ে,

আমি পাথর চোখে দেখে হাসি।


কারণ, এ উর্বর ফসলের সোনার বাংলার

সব কাপুরুষ দেশপ্রেমিক আত্মহত্যা করেছে।

তোমাদের প্রহসনের বিচারালয়ের রায়ে

আমি এখন অার নির্বাক চোখের দৃষ্টি ফেলিনা। কারণ,

এটি জাহেলি যুগ থেকে আমদানী করা তোমাদের

উলঙ্গ সভ্যতার নতুন সংস্করণ মাত্র।



জাহান্নামগামী ট্রেনে উপচে পড় ভীড় দেখে

আমার বন্দী বিবেক আজ বড়ই নির্বাক।

কারণ,

[b]যে জাতির গলে রাসুল দিয়েছিল মুকুট

সে জাতি প্রসব করে লাখো জাহেলের নাতি,

নাগিনী যুগিনীকে শাসক বানিয়ে কাঁদে

হারিয়ে প্রভুর দেয়া জশ আর খ্যাতি।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281256
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:২৫
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Thumbs Up Rose Rose Good Luck
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৪
224964
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অসাধারণ অনুভূতির জন্য।

শিয়াল বলে কুত্তা দায়ী
কুত্তা বলে শিয়াল
মারামারির পরে হলো
বনের রাজা বিড়াল।

পানির ধারে সিংহ গিয়ে
দেখলো নিজের বেশ
হুংকারে দিয়ে উঠলো বলে
কেমনে হলাম শেষ!


কুত্তা বিড়াল সবাই পালায়
পালায় শকুন প্রজা
নিজকে চিনে হলো শেষে
সিংহ বনের রাজা।
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২২
225042
মামুন লিখেছেন : মন্তব্যের লিখনিটি তো আরো চমৎকার!!Good Luck Good Luck
281259
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:২৭
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৫
224965
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেো ধন্যবা্দ।

সিংহ এখন শৃগাল পালে
কুত্তা বনের রাজা,
মুরগী বিলাই সবাই নেতা
শকুন হলো প্রজা।

281263
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৭
224966
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে।

নিষ্ঠুর আর নির্মমতার পদভারে
ইথার হয়েছে অনেক ভারী,
নির্যাতিতদের সারি আজ অনকে বড়
সভ্যতায় কেবল পণ্য হয়েছে নারী।
281267
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাহান্নামগামী ট্রেনে উপচে পড় ভীড় দেখে

আমার বন্দী বিবেক আজ বড়ই নির্বাক।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৮
224967
প্রবাসী মজুমদার লিখেছেন :

আজ আমিও অনেক ক্ষুব্ধ,
চাহি করিতে চিতকার
কার কাছে করিব সে মিনতি
মানুষ আর কুকুর যে হয়েছে একাকার।
281277
০৪ নভেম্বর ২০১৪ রাত ১১:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যাদের কবিতাগুলো ভালো লাগে তাদের কবিতাগুলো খুব কম পাই। হয়তো ভালো জিনিস খুব রেয়ার। ভালো কিছু সত্যি কষ্ট করতে হয়।

Rose Rose
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
224968
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। খুব প্রশংসা করলেন। ধন্যবাদ। মাঝে মধ্যে অনুভুতিটা যদি ২২০ ভোল্টের উপর উঠে যায় তখনই কবিতা বের হয়।

আমি এখন মিছিলে যাবো
গগন ফাটিয়ে করিব চিতকার,
স্বাধীনতার নামে পরাধীনতাকে মথিত করে
ফিরিয়ে আনবো হারানো অধিকার।
281278
০৪ নভেম্বর ২০১৪ রাত ১১:০৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কবিতাটি সত্যিই মুগ্ধ করেছে। অনেকদিন পর একটি কবিতা পড়ে মনে হল, এমন একটি লেখা আমার কলম থেকে বের হলে খুশির আর সীমা থাকত না! একটি বিস্ময়কর কবিতা উপহার দেয়ার জন্য কবিকে আন্তরিক ধন্যবাদ। এমন কবিতা আরো চাই!
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৪
224969
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার কবিতায় মুগ্ধতার জন্য ধন্যবাদ।

রাজনীতির মাঝে রাজনীতি ঢুকেছে
দলে দলে গড়েছে মহাজোট,
ভাগাভাগী করে নিতে হবে ক্ষমতা
বেচা-কেনা কিংবা চুরি করে হলেও ভোট।

টিকে থাকতে অস্তিত্বের লড়াইয়ে
নীতি হয়েছে বনবাস,
নীতির লোকেরা দুর্নীতি করে
ডেকে এনেছে সর্বনাশ।
281290
০৪ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৬
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপনার কবিতাটি।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৬
224970
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ।

মানুষের মতবাদ পরেছি গলে
ছেড়েছি কোরানের বানী,
রাজত্ব ছেড়ে পুরুষের আসনে
ক্ষমতায় বসিয়েছি নারী।

হাতে পরেছি ছুড়ি এখন
কানেতে পরেছি দুল,
বেকুবের হুশ হবে কি কভূ
বুঝিবে নিজের ভূল?
281291
০৫ নভেম্বর ২০১৪ রাত ১২:০৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কবিতাটি সত্যিই মুগ্ধ করেছে। অনেকদিন পর একটি কবিতা পড়ে মনে হল, এমন একটি লেখা আমার কলম থেকে বের হলে খুশির আর সীমা থাকত না!

ফাটাফাটি....
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪১
224971
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনুভূতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য।

নিঝুম রাতে গাছের ডালে
গায়না কোকিল মধুর গান,
নেই ঘরে আজ মোরগের পাল
হয়নাকো ভোরের আজান।

ভাঙ্গেনা আজ নিদ্রা বধূর
নেইকো গোলাভরা ধান,
লাঙ্গল কাঁধে গায়ের কৃষক
মেঠো পথে গায়না গান।

সুরবিহীন আজ কোকিল আছে
হয়না রিয়াজ গাছডালে,
কৃষক, লাঙ্গল, গরু ছাড়া
চলছে জীবন বেতালে।

মৌছাক ঘিরে নেই আজি মৌ
হয়না মধূ আহরন,
বাগান ভরা ফূল আছে আজ
সুবাস বিহীন ফুলের বন।
281314
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৭
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে ভালও লেগেছে অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪২
224972
প্রবাসী মজুমদার লিখেছেন :

আহা! এ কেমন স্বাধীনতা তোমাদের
অনূভুতিতে নেই সম্মান
চোখ বুজে আজ সয়ে যায় কেবলী
হতে দেখেও অপমান।

স্বাধীনতা বুঝি পতাকা উড়ানো
শহীদ স্মৃতিস্তম্বে দেখানো সম্মান,
অধিকার নামে ভোটের বেচাকেনা
স্বৈর-গণতন্ত্রের নাম?
১০
281329
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৬
ইবনে হাসেম লিখেছেন : কবিতাটিতে একজন বিদ্রোহী কবির আত্মগ্লানির এবং অক্ষমতার করুণ সূরই শুনতে পাই। আমার আগের দেখা বিদ্রোহের দাবানলের লেশমাত্র অবশিষ্ট নেই। তাহলে কি হারাতে হারাতে আমরা শেষমেষ একজন বিদ্রোহীকেও তার অন্তিম শয়ানে দেখার দূর্ভাগ্য অর্জন করবো??
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
224973
প্রবাসী মজুমদার লিখেছেন : জী স্যার। খুন খারাবি দেখেতে দেখতে আজ যদি হাসিনাো খুন হয়, বিস্মিত বা ইন্নালিল্লাহে পড়বোনা। কারণ হত্যা দেখতে দেখতে হাসিনারাই আমাদেরকে তা শিখতে বাধ্য করেছে।

সইতে পারিনাগো বিধাতা
ফেটে গেল বুকের ছাতি,
রক্ষকেরা সব ভক্ষক সেজে
ধুলোয় মিশে দিল সব খ্যাতি।

গর্বে এখন ফেটে পড়িনা
বিজয়ে পাইনা সুখ,
শান্তির নীড় আজ বড় অশান্ত
কোথায় লুকাবো এ মুখ।

বেচাকেনার বাজারে নিজেকে বিকিয়ে
হারাতে বসেছি আজি সব,
নিজের খেয়ে অন্যর গান গাই
খেতাবে ভুষিত হয়েছি - গর্দভ।

স্বাধীনতার নামে পরাধীনতাতেই সুখ
বিবেকের হয়েছে মরণ,
লাশের মিছিল দেখেও আজি
হ্রদয়ে হয়না রক্ত-ক্ষরণ।
১১
281331
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৯
কাহাফ লিখেছেন :

"আলকোরানের আহবানে-দ্বীন কায়েমের প্রয়োজনে।
নতুন করে আবার আমি-শপথ নিলাম আজ!
কেউ না করুক আমি করবো কাজ!!!"
মরহুম কবি মতিউর রহমান মল্লিক রহঃ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৬
224978
প্রবাসী মজুমদার লিখেছেন :
তাসের ঘর (32)
লিখেছেন প্রবাসী মজুমদার ১৭ মার্চ ২০১১, সন্ধ্যা ০৭:২১
রুদ্ধ ঘরে বন্দী জীবন
শৃঙ্খলিত এই আমি,
নিত্য কলুর বলদ হয়ে
টানছি জীবনের গ্লানি।

সকাল-সন্ধ্যা রাত-দুপুরে
ব্যস্ত গড়তে এই নগর,
বাঁচার নেশায় নদীর তীরে
খড়ে বানাই আমার ঘর।

আপন মনে বাধিঁ এ ঘর,
খেয়ালীতে যায় বেলা,
নদীর গর্ভে ভাসিয়ে তুমি
ঘর বানাও বাঁশের ভেলা।

ভাঙ্গা গড়ার এই খেলাতে
লড়ছি আমি জীবন ভর,
ক্ষুধার জ্বালায় ঢেউয়ের সাগর
মিটায় খেয়ে তাসের ঘর।
১২
281375
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৮
আবু আশফাক লিখেছেন : অসাধারণ অনুভূতি! জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
224981
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতা নয় - ছাই হয়েছে! (35)
লিখেছেন প্রবাসী মজুমদার ০৩ এপ্রিল ২০১১, বিকেল ০৪:৪৯
কবিতা নয় ছাই হয়েছে
ছাই পেলেই বা মন্দকি,
সভ্যতার এ আবডালে আজ
ছাই নাছে ঐ নর্তকী।

ছাইতে কৃষক ফসল ফলায়
ছাই জ্বলে ঐ চিতাতে,
উনুন জ্বলে ছাই উবে যায়
ছাই ভেসে যায় আকাশে।

ছাইয়ের কবি ছাই কবিতা
ছাই আছে সব সৃষ্টিতে,
ছাইয়ের নামেই নোংরামী সব
ছাই মুছে যায় বৃষ্টিতে।

ছাইয়ের রাজ্য সব মোরা ছাই
প্রলয় শেষে থাকবে ছাই,
ছাইয়ের মাঝেই ছাইয়ের জম্ন
ছাই ছাড়া আজ কিচ্চু নাই।

ছাইতে আজি ফুকুট পদ্ম
ছাই হতে আজ উঠুক বীর,
ছাইয়ের মাঝেই গড়ে উঠকু
মানবতার শান্ত নীড়।
১৩
281437
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : অসাধারন লেগেছে আপনার ক্ষোভে ভরা কবিতাটি। কমেন্ট গুলোও অসাধারন । Rose Rose Rose Rose Rose Rose
০৮ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৬
225866
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য। আমারও ভাষা নেই। এতটা ক্ষুব্ধ যে বলতে পারিনা।
১৪
281441
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০১
উদাস পথিক লিখেছেন : ভালো লাগলো
১৫
281536
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন ভাইয়া! ক্ষোভের কথাগুলি দারুন সুন্দর করে কবিতায় তুলে ধরেছেন!
১৬
281577
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সুন্দর হয়েছে ভালো লেগেছে অনেক ধন্যবাদ বলে কেটে পড়তে চাইনা...কবিতার কথাগুলো অনুধাবন করতে চাই প্রিয় কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই হে বাংলাদেশের মুসলমানেরা তোমরা শুনতেকি পাওনা সুনামির আগমনি ধ্বনি...??? নাকি মোনাফেকির কাফনে মুড়িয়ে ফেলেছ মুসলমানিত্ব...??? কি বলবো এই কবিতার পর আর কিছুই বলার থাকেনা.....>

হে মরা মুসলমান-

আজ ঈমান জিন্দা করো,

এক হাতে কোরআন-

অন্য হাতে তরোবারি ধরো

আল্লাহর রজ্জু ধরো-

ঈমানের তেজে প্রতিবাদ করো

হে ঈমানের দাবীদার-

ঈমানের হক্ আদায় করো,

মরো শহীদি মরন-

গাজীর তীব্র গর্জনে মারো....মজুমদার ভাইর কবিতাকে হিংসে করি...

১০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৮
226321
প্রবাসী মজুমদার লিখেছেন : যে কবি কাদিত কবিতার ভাষায়
সে কবি আজ বড় নির্বাক,
চারিদিকে কেবলি হাহাকার কান্না
দীর্ঘশ্বাসের অভিব্যক্তি-নিপাত যাক।

নিন্দুকেরা ব্যস্ত বৃন্দা প্রণামে
প্রেমিক মরিয়া নিতে চরণ ধূলি
কাপুরুষ তালিতে খিল খিলিয়ে হাসে
শাসক উড়ায় সত্যাম্বেষীর খূলি।

কি নিদারুণ এ সভ্যতার তন্ত্র
দানবের চাকায় নিত্য পিষ্ঠ,
আপনাকে ভূলে মিছে দৌড়ায়
পশ্চিমে দন্ডায়মান ছায়াময় খ্রীষ্ট।

..... কবি আব্দুল মান্নানের জন্য উৎসর্গীকৃত।

১৭
282423
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
সায়িদ মাহমুদ লিখেছেন :
সত্যিই এদের এহেন আচরণে একটুও বিচলিত হইনা। কারণ এদের কাছ থেকে ভাল কিছু পাবো তাও আশাকরি না, শুধু আহত...
১৮
282596
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
আবু নাইম লিখেছেন : আজ মুণ্ডুহীন দেহের বাকহীন আর্তনাদ দেখে
আমি এতটুকু বিস্মিত হই না। কারণ,
এটি তোমাদেরই ভ্রষ্ট রাজনীতির প্রসব করা
নিষ্ঠুর জারজ সন্তানেরা আমাকে শিখিয়েছে।


আজ যদি কোন অপহৃত নেতাকে হত্যা করে
চব্বিশটা ইঁট বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমার বিবেক একটি বারের জন্যও প্রশ্ন করেনা। কারণ,
এটি তোমাদেরই ভ্রান্ত রাজনীতির কিলিং স্কোয়াডের
ভয়ংকর হত্যার প্রতিধ্বনি মাত্র।
আজ যখন তোমাদের অন্ধ অনুসারীকে
গুলি করে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হয়,
আমি আশ্চর্য হই না। কারণ,
২৮ শে অক্টোবর লগী-বৈঠার সন্ত্রাসীদের তান্ডবে
রাজপথে জ্যান্ত মানুষের বুকে উল্লাসিত নৃত্য দেখে
আমি বড় পাষণ্ড হয়ে গেছি।
আজ যদি তোমাদের কোন গড ফাদারকে
কেউ গুম করে নর্দমায় ফেলে দেয়/b]
অামি সামান্যতম বিচলিত হইনা। কারণ,
হাজার গুম খূনে তোমাদের নির্বাকতা
আমার বিবেককে স্তব্ধ করে দিয়েছে।
[b]আজ যদি কোন শোকাহত মা
খুন হওয়া সন্তানের বুকের উপর আছড়ে পড়ে
আর্তনাদে ফেটে পড়ে,
আমি পাথর চোখে দেখে হাসি।
কারণ, এ উর্বর ফসলের সোনার বাংলার
সব কাপুরুষ দেশপ্রেমিক আত্মহত্যা করেছে।
তোমাদের প্রহসনের বিচারালয়ের রায়ে
আমি এখন অার নির্বাক চোখের দৃষ্টি ফেলিনা। কারণ,
এটি জাহেলি যুগ থেকে আমদানী করা তোমাদের
উলঙ্গ সভ্যতার নতুন সংস্করণ মাত্র।

জাহান্নামগামী ট্রেনে উপচে পড় ভীড় দেখে
আমার বন্দী বিবেক আজ বড়ই নির্বাক।
কারণ,
[b]যে জাতির গলে রাসুল দিয়েছিল মুকুট
সে জাতি প্রসব করে লাখো জাহেলের নাতি,
নাগিনী যুগিনীকে শাসক বানিয়ে কাঁদে
হারিয়ে প্রভুর দেয়া জশ আর খ্যাতি।

শিয়াল বলে কুত্তা দায়ী
কুত্তা বলে শিয়াল
মারামারির পরে হলো
বনের রাজা বিড়াল।

পানির ধারে সিংহ গিয়ে
দেখলো নিজের বেশ
হুংকারে দিয়ে উঠলো বলে
কেমনে হলাম শেষ!


সিংহ এখন শৃগাল পালে
কুত্তা বনের রাজা,
মুরগী বিলাই সবাই নেতা
শকুন হলো প্রজা।

কুত্তা বিড়াল সবাই পালায়
পালায় শকুন প্রজা
নিজকে চিনে হলো শেষে
সিংহ বনের রাজা।

নিষ্ঠুর আর নির্মমতার পদভারে
ইথার হয়েছে অনেক ভারী,
নির্যাতিতদের সারি আজ অনকে বড়
সভ্যতায় কেবল পণ্য হয়েছে নারী।


আজ আমিও অনেক ক্ষুব্ধ,
চাহি করিতে চিতকার
কার কাছে করিব সে মিনতি
মানুষ আর কুকুর যে হয়েছে একাকার।

আমি এখন মিছিলে যাবো
গগন ফাটিয়ে করিব চিতকার,
স্বাধীনতার নামে পরাধীনতাকে মথিত করে
ফিরিয়ে আনবো হারানো অধিকার।

রাজনীতির মাঝে রাজনীতি ঢুকেছে
দলে দলে গড়েছে মহাজোট,
ভাগাভাগী করে নিতে হবে ক্ষমতা
বেচা-কেনা কিংবা চুরি করে হলেও ভোট।

টিকে থাকতে অস্তিত্বের লড়াইয়ে
নীতি হয়েছে বনবাস,
নীতির লোকেরা দুর্নীতি করে
ডেকে এনেছে সর্বনাশ।

মানুষের মতবাদ পরেছি গলে
ছেড়েছি কোরানের বানী,
রাজত্ব ছেড়ে পুরুষের আসনে
ক্ষমতায় বসিয়েছি নারী।

হাতে পরেছি ছুড়ি এখন
কানেতে পরেছি দুল,
বেকুবের হুশ হবে কি কভূ
বুঝিবে নিজের ভূল?

নিঝুম রাতে গাছের ডালে
গায়না কোকিল মধুর গান,
নেই ঘরে আজ মোরগের পাল
হয়নাকো ভোরের আজান।

ভাঙ্গেনা আজ নিদ্রা বধূর
নেইকো গোলাভরা ধান,
লাঙ্গল কাঁধে গায়ের কৃষক
মেঠো পথে গায়না গান।

সুরবিহীন আজ কোকিল আছে
হয়না রিয়াজ গাছডালে,
কৃষক, লাঙ্গল, গরু ছাড়া
চলছে জীবন বেতালে।

মৌছাক ঘিরে নেই আজি মৌ
হয়না মধূ আহরন,
বাগান ভরা ফূল আছে আজ
সুবাস বিহীন ফুলের বন।

আহা! এ কেমন স্বাধীনতা তোমাদের
অনূভুতিতে নেই সম্মান
চোখ বুজে আজ সয়ে যায় কেবলী
হতে দেখেও অপমান।

স্বাধীনতা বুঝি পতাকা উড়ানো
শহীদ স্মৃতিস্তম্বে দেখানো সম্মান,
অধিকার নামে ভোটের বেচাকেনা
স্বৈর-গণতন্ত্রের নাম?

সইতে পারিনাগো বিধাতা
ফেটে গেল বুকের ছাতি,
রক্ষকেরা সব ভক্ষক সেজে
ধুলোয় মিশে দিল সব খ্যাতি।

গর্বে এখন ফেটে পড়িনা
বিজয়ে পাইনা সুখ,
শান্তির নীড় আজ বড় অশান্ত
কোথায় লুকাবো এ মুখ।

বেচাকেনার বাজারে নিজেকে বিকিয়ে
হারাতে বসেছি আজি সব,
নিজের খেয়ে অন্যর গান গাই
খেতাবে ভুষিত হয়েছি - গর্দভ।

স্বাধীনতার নামে পরাধীনতাতেই সুখ
বিবেকের হয়েছে মরণ,
লাশের মিছিল দেখেও আজি
হ্রদয়ে হয়না রক্ত-ক্ষরণ।

রুদ্ধ ঘরে বন্দী জীবন
শৃঙ্খলিত এই আমি,
নিত্য কলুর বলদ হয়ে
টানছি জীবনের গ্লানি।

সকাল-সন্ধ্যা রাত-দুপুরে
ব্যস্ত গড়তে এই নগর,
বাঁচার নেশায় নদীর তীরে
খড়ে বানাই আমার ঘর।

আপন মনে বাধিঁ এ ঘর,
খেয়ালীতে যায় বেলা,
নদীর গর্ভে ভাসিয়ে তুমি
ঘর বানাও বাঁশের ভেলা।

ভাঙ্গা গড়ার এই খেলাতে
লড়ছি আমি জীবন ভর,
ক্ষুধার জ্বালায় ঢেউয়ের সাগর
মিটায় খেয়ে তাসের ঘর।

কবিতা নয় ছাই হয়েছে
ছাই পেলেই বা মন্দকি,
সভ্যতার এ আবডালে আজ
ছাই নাছে ঐ নর্তকী।

ছাইতে কৃষক ফসল ফলায়
ছাই জ্বলে ঐ চিতাতে,
উনুন জ্বলে ছাই উবে যায়
ছাই ভেসে যায় আকাশে।

ছাইয়ের কবি ছাই কবিতা
ছাই আছে সব সৃষ্টিতে,
ছাইয়ের নামেই নোংরামী সব
ছাই মুছে যায় বৃষ্টিতে।

ছাইয়ের রাজ্য সব মোরা ছাই
প্রলয় শেষে থাকবে ছাই,
ছাইয়ের মাঝেই ছাইয়ের জম্ন
ছাই ছাড়া আজ কিচ্চু নাই।

ছাইতে আজি ফুকুট পদ্ম
ছাই হতে আজ উঠুক বীর,
ছাইয়ের মাঝেই গড়ে উঠকু
মানবতার শান্ত নীড়।

সাধারনে অসাধরন.........খুবই ভাল লেগেছে............
১০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
226317
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহ। আমার কবিতা দিয়েই আমাকে মন্তব্য দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ।
১৯
288037
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:০৬
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
233227
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনেকদিন পর এ ব্লগে আসার জন্য। সময় পাইনা ব্লগে আসতে। তবুও নাড়ির টানে আসি। নিয়মিত হবার খুব চেস্টা করি।
২০
288039
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:০৮
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
233229
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসা আর উদ্দীপ্ত করার জন্য ধন্যবাদ।
২১
289411
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৭
নাছির আলী লিখেছেন : ছন্দে ছন্দে প্রতিবাদি কবিতা পড়ে অনেক মুগ্ব্দ হলাম।অসাধারন অনেক অনেক ভালো হেয়েছে। অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
233230
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার এ কবিতার পাড়ায় এসে অনুভুতি রেখে যাবার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File