দেশে ফেরার এ মহানন্দে সবাইকে শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৬ জুলাই, ২০১৪, ০৪:৪৮:০৩ রাত
দেশে ফেরার এ মহানন্দে সবাইকে সালাম ও শুভেচ্ছা।
হাজারো ব্যস্ততার মাঝেও ব্লগে দৈনিক একবার উকিঁ মেরে যাওয়া যেন আত্মীক তৃপ্তির এক অন্যরকম অনুভুতির বহিপ্রকাশ। কঠিন বাস্তবতাকে ঠেলেও ব্লগে উকি দিয়ে যাওয়ার মাঝেও এক ধরণের শিহরন কাজ করে। আর একান্ত অনিচ্ছা সত্বেও দেশে ফেরার ব্যস্ততার ফাকে সঙ্গোপনে সেই লুকোচুরির কাজটিই করেছি বার বার। অনেকগুলো আমন্ত্রিত জমা লিখা পড়তে না পারার বেদনাটা নিজেকে বার বার আহত করলেও যেন কিছুই করার ছিলনা। আর সে না পারার জন্যই প্রিয় ব্লগারদের কাছে কৈফিয়তের সুরে বলতে হয়,
তুমিত জান আমার ভালবাসা আর
সুপ্ত অনুভুতির অব্যক্ত শিহরণ,
বলতে পারিনা, তবু বলতে ইচ্ছে করে
শুধু তোমাদের জন্যই সাজিয়েছি হদয়ের অর্ঘে ভালবাসার এই তোরণ।
প্রিয় ব্লগারদের সাথে দেখা করার অদম্য আগ্রহ নিয়ে এ পড়ন্ত বিকেলে আবারও জানান দিতে চাই,
সাহিত্যর এ মিলন মেলার বন্ধন হোক অটুট।
ধন্যবাদ।
প্রবাসী মজুমদার
Tel. 01954189981
email
fb probashimojumder
Dessert Daffodils
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
পরিবারের সবাইকে সহ আপনাকে ঈদ মোবারক আমাদের জন্যেও দোয়া করবেন!
আমি একটা জিন্দা লাশ
কাটিসনারে জংলার বাস...
আশা করি দেখা হবে।
শুভ হোক প্রতিটি দিন, কাটুক আনন্দে স্বপ্নে রঙিন। ভালো থাকবেন এই প্রত্যাশাসহ ঈদ মোবারক।
Home Sweet Home.
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।
ভালো লাগলো খুব শুকরিয়া জাজাকাল্লাহু খাইরান।
প্রতিক্ষায় ছিলাম আমি সেই কবে থেকে;
ঈদের ৩দিন আগে থেকে প্রচ্ড জ্বরে শয্যায়।
নিশুথ রাতে তোমার কথা যেই পরলো মনে।
বিছানা ছেড়ে তোমায় খুঁজতে এলাম অনলাইনে।
তোমায় পেয়ে খুশিতে আমি আত্মহারা
কাল সকালে কইবো কথা লাগাম-ছাড়া। ]
০১৮১১১১৩০** নাম্বারটি মনে রেখো বন্ধু
আপনি এখন কোথায়? ঢাকা উত্তরার দিকে আসলে জানায়েন প্লীজ
নেই যেন এর শেষ, এইতো আমাদেরই স্বদেশ, প্রিয় মাতৃভূমীতে আপনাকে স্বাগতম।
মন্তব্য করতে লগইন করুন