অরণ্য রোদন
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১২ জুলাই, ২০১৪, ০২:২৫:১৭ দুপুর
কে লিখিবে গাহিবে কে বিরহের গান,
রোদনের নোনাজলে জুড়াতে এ প্রাণ।
লাশের পদভারে আজ শোকাহত জাতি,
গুম, খুনে মুছে দিল বিদ্রোহের খ্যাতি।
চিল, কাক, পাখি কাঁদে বসে নিরালায়,
বেঈমান দেখে হাসে মাতম কারবালায়।
হাজী গাজী অলি ভরা সোনার এই দেশ,
নেই শুধু রেখে যাওয়া কোরানের তেজ।
গজব আলীর এই দেশে সব যেন গাধা
বজ্রের তান্ডবে মাঙ্গে, প্রভু মোরে বাঁচা।
শৃগালের গর্তে হাঁকে, সিংহের গর্জন,
জান্নাতের খোঁজে করে অরণ্য রোদন।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
বজ্রের তান্ডবে মাঙ্গে, প্রভু মোরে বাঁচা।
শৃগালের গর্তে হাঁকে, সিংহের গর্জন,
জান্নাতের খোঁজে করে অরণ্য রোদন
.
> বাস্তব একটি চিত্র তুলে ধরতে শতভাগ সক্ষম হয়েছেন জনাব।
নেই শুধু রেখে যাওয়া কোরানের তেজ। ধন্যবাদ
মিথ্যাবাদীর মুখে-থুতু মারি
সারাবেলা মিথ্যার দোয়া দুরুদ
লুকুচুরি নয়-দিনে দুপুরেই গোলা বারুদ
হুজুর মারে-আলেম ধরে-ইসলাম ঘরে ঘরে
কায়েম করে ইসলামের মরিচিকা !
জান্নাতের সার্টিফিকেট বিলায় অকাতরে
জান্নাতিদের আতরের গন্ধে মোহিত বাংলা
পেট মোটা মাওলানা বাবা-সাজেন কেবলা
ভাবে রহমত সিটিকর্পোরেসনের করতলে
বাবা পেটু নরেচের জলহস্থির আদলে
ইসলাম জিন্দাবাদ রমজানে কোরবানীতে
বিজয়ের মালাপরে মোটাতাজা চতুষ্পদ
ইসলাম আজ ঘরে ঘরে-ক্বাবা মদিনার পোষ্টারে
তারই নিচে স্টারজলসার পূজা অর্চন
হায় আল্লাহ এই বাংলার লেবাসে তুমি-
অন্তরে ভগবান বাস করে !
তাই রুদ্ধশ্বাস আমার আমি পাপি-
পাগলের জনপদে বাঁচি কেমন করে....?
********************************
ভাই দেড়মাস পর ব্লগে ঢুকলাম...লিখতে মনচায়না....কি লিখি সবসময় মেজাজ ৪৯থাকে...আপনার লেখার আবেগে এই লেখাটা লিখলাম।
কবি মুন্সিকে অনুরুধ করবো সিবিএফ ফোরামের সাথে কাজ করার জন্য। ভাল লাগবে। আমিও আছি। দেশে গিয়েছিলাম। আজ ভোর ৬টায জেদ্দা এসেছি।
আপনাকেও ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
আমরা তালেবান হতে চাইনা। কিন্তু তবুও যেন তালেবানের পোষাক আমাদরেকে পরাতে ওরা প্রস্তুত।
ধন্যবাদ ভাই। সিবিএফ এর মিছিলে থাকার জন্য আমরা সবাই প্রস্তুতু।
মন্তব্য করতে লগইন করুন