মানুষ নয় শয়তান!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৮ জুলাই, ২০১৪, ০৪:৩৫:৫২ রাত



দেখতে যাবে তোমরা মিলে

বড় লোকের ঘরে,

কুত্তা, বিলাই, কাজের মেয়ে

সবাই ক্ষুধায় মরে।

প্রাসাদ নয়তো কিপ্টা মঞ্জিল

নেইকো রহমত,

নিত্য যেথায় কাজের মেয়ে

দি্চেছ নাকে খত।

মুষ্ঠি হাতে চুল টেনে কয়

গয়না গেল কৈ?

খোজ না দিলে মারবো বেদম

পুরান ঝাঁটা লই।

ম্যাডাম আমি জানিনা তো

মারছ কেন মিছে,

দাও ছেড়ে, নয় মার মোরে

সিসি ভরা বিষে।

আগুন চ্যকায় ঝলসে দিল

মরল অবুঝ প্রাণ,

বড় লোক নয় নরপশু

মানুষ নয় শয়তান!

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242744
০৮ জুলাই ২০১৪ সকাল ০৫:১১
সন্ধাতারা লিখেছেন : অমানবিক নিষ্ঠুর এ চিত্র সত্যিকার কবির তুলিতে যথার্থই চিত্রিত হয়েছে। এরা আসলেই মানুষ নয়, অন্যকিছু। ভাবতেও গাঁ শিউরে উঠে।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
189147
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ প্রথম মন্তব্য কারীকে। অমানুষত্ববোধ নিয়ে ঘুরে বেড়ানো মানুষগুলোর হিংসাত্মক কর্মই তার জন্য দায়ী।
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৪
196289
কাহাফ লিখেছেন : মানবতা কোথায় আজ...........?
242754
০৮ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : সমাজটা দিনদিন এমন হয়ে যাচ্ছে কেন? Crying Crying Crying
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
189148
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ মাথা থেকে পা পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবই যেন এক একজন অমানুষ। ধন্যবাদ।
242756
০৮ জুলাই ২০১৪ সকাল ০৬:০৬
ইবনে হাসেম লিখেছেন : রহমত, বরকত আর নাজাতের মাস আসে এবং যায় বছরের পর বছর, কিন্তু সমাজের এই হিংস্র অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না কেন????? কবির ভাষাতে অপর কবিতায় জানতে চাই
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
189149
প্রবাসী মজুমদার লিখেছেন : এটি অনেক ভাবেই কবিতার ভাষায় ব্যক্ত করেছি বার বার। এমনই একটা কবিতা প্রকাশ করেছিলাম সোনার বাংলা ব্লগে যা সংখ্যার দিক থেকে ১০১ নাম্বার কবিতা। তারিখে নিছে দেয়া আছে। ধন্যবাদ। একজন ওমরই পারে এ সব কিছুর সমাধান দিতে্। কিন্তু ওমর তো আর আসবেনা। তাই নিজেদের ওমর হতে হবে।

আমি হব ওমর (101)
লিখেছেন প্রবাসী মজুমদার ১৯ জুন ২০১২, সন্ধ্যা ০৭:৪৫


নিজের মাঝেই ঘুমন্ত ওমর
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।

ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।

যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।

বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।

দুনিয়া ভোগে বড় মরিয়া
মিছে করি ক্রন্দন,
অট্রালিকায় নিভুতে খূঁজি
ভ্রাতৃত্বের বন্ধন।

রক্তে রঞ্জিত দায়ীদের ভূমি
খন্ডিত ফিলিস্তিন,
মিশর, ইরাক, বার্মা, বাংলায়
শংকাতে প্রভূর দ্বীন।

এসো আজি মোরা শপথ করে
রাঙ্গি কোরানের রঙ্গে,
প্রভুর কাছে সপে দিয়ে সব
চলি রাসুলের সঙ্গে।

শয়নে স্বপনে চলনে হই
জীবন্ত কোরআন,
জ্বলে পুড়ে হই আলী, ওমর
আবু বকর, ওসমান।
242769
০৮ জুলাই ২০১৪ সকাল ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : যথার্থই বলেছেন৷
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
189152
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ সহমত পোষন করার জন্য। রামাদান কারিম।
242800
০৮ জুলাই ২০১৪ সকাল ০৯:৪২
আবু জারীর লিখেছেন : মানুষ মানুষের প্রতি কিভাবে যে এতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবতেও অভাক লাগে।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
189154
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রতিদিনের হিংসাত্মক কাজ গুলো দেখে আমরা যেন অমানুষ হয়ে গেছি। ধন্যবাদ।
242809
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:১৬
গ্যাঞ্জাম খান লিখেছেন : বড় লোক নামের এসব নরপিশাচরা প্রকৃত অর্থেই একেকজন অর্থব শয়তান। হাড় কিপ্টা স্বভাবের ধনী নামের বেকুবরা নিজের জিম্মায় থাকা সম্পদের ভোগ নিজেরাই করতে পারে না, অন্যদেরকেও জীবিত অবস্থায় সম্পদের ভোগ করতে দেয় না।
ছবি দেখে বুঝার উপায় নেই এরকম গর্হিত অন্যায় অত্যাচার কোন দেশে ঘটেছে তবে আমাদের দেশেও মাঝে মধ্যে এর চেয়েও ভয়ানক ঘটনার জন্ম দেয় মানুষ নামের কিছু হিংস্র জানোয়ার। আবার এসব জানোয়ারগুলোর সাথে তথাকথিত অবৈধ-অনৈতিক রাজনৈতিক টাউটদের সাথে কানেকশন থাকার কারণে সহজেই পার পেয়ে যায়। আর মজলুম সব সময় নিগৃহের স্বীকার হয়ে থাকে।
আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী মুহাম্মদ (সা) এর মত তারই আদর্শ অনুসরণে একটি গণঅভ্যুাত্থান সৃষ্টি করা যেত তাহলে সল্প সময়ের ব্যবধানে এসব সামাজিক অপরাধগুলোর মূলোৎপাটন করা সম্ভবত হতো। আর তখনই মানুষ হিসেবে সকলের অধিকার প্রতিষ্ঠিত হতো।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
189158
প্রবাসী মজুমদার লিখেছেন : উপেক্ষিত ইসলামের দেশে হাতে গোনা কয়জন নাস্তিকে যেন নাকে রশি লাগিয়ে ঘুরায়। এটির বিরুদ্ধে রুখে দাড়াতে না পাররে আরও অনেক অশনি সংকেতের ভয়াবহতা দেখতে হবে। ধন্যবাদ।
242832
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:০৩
বদনা চোর লিখেছেন : আসল চোর ধরতে পারেনা খামোখা বেচারা কাজের মেয়ের উপর অত্যাচার করে। অত্যাচারীদের পাছায় প্যাদানী দেওয়া উচিত।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
189159
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলেছেন। ধন্যবাদ ভাইজান।
242847
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:০৯
আমি মুসাফির লিখেছেন : যারা এই রকম আমনুসের মত কাজরে মেয়েকে মারে তারা কোন সময় মানুষ ছিল বলে মনে হয় না। এদরে ভেতরা পশুত্বে ভরা।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
189160
প্রবাসী মজুমদার লিখেছেন : মনুষত্ব শেখানোর জন্য এ সমাজের কোথাও শিক্ষা দেয়া হয়না। তাই অমানুষ অমানুষই রয়ে গেল। ধন্যবাদ।
242858
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:২৯
আব্দুল গাফফার লিখেছেন : হিংস্র  পশু হার মেনেছে এই মানব দানবের তরে Sad ধন্যবাদ 
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
189161
প্রবাসী মজুমদার লিখেছেন : বাস্তবতা ও তা্ই। ধন্যবাদ এসে মন্তব্য রেখে যাবার জন্য।
১০
242867
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৪০
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উফ্‌! কি বীভৎস ! কাজের মেয়েদের উপর নির্যাতন করা এইসব মানুষদের শাস্তি সেরকম-ই হওয়া উচিৎ ! কিন্তু আফসোস অনেক ঘটনাই আড়ালে থেকে যায়! আর এদ্র শাস্তি হয় না!
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
189163
প্রবাসী মজুমদার লিখেছেন : জিন্দা মানুষকে যেখানে লাশ বানানোর হিড়িক, সেখানে এসব সামান্য । ধন্যবাদ অভিমত প্রকাশ করে যাবার জন্য।
১১
242942
০৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,,আমি চিত্কার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিত্কা
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
189164
প্রবাসী মজুমদার লিখেছেন : হায়দারকে চুমা দিতে ইচ্ছে করে। তার গর্বিত মায়ের জন্য এমনিতে দোয়া এসে যায়। কাব্য কথায় যেন দারুণ অভিব্যক্তি। ধন্যবাদ।
১২
243014
০৯ জুলাই ২০১৪ রাত ০১:১৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব চমৎকার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একটি সত্য ঘটনা। আল্লাহ সকলকে নিরাপদে রাখুন।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
189165
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ভূয়সী প্রশংসা দিয়ে মন্তব্য রেখে যাবার জন্য।
১৩
243025
০৯ জুলাই ২০১৪ রাত ০২:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : মানুষ হওয়া কি এতই সোজা?! আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, মনুষ্য অবয়ব পেয়েছি, কিন্তু মানুষ হইনি। মানবিক গুনাবলী, ধর্মীয় মূল্যবোধের অভাবে মানুষ এখন পশুর চেয়েও অধম। মানুষের খোলসে এসব মানবতাহীন কার্যকলাপ তারই প্রমান।

কবিতার মাধ্যমে সত্যকে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই আপনাকে
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
189167
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। কবিতায় পারে অসীমকে সসীমে প্রকাশ করতে। তাই একটু সেয়ানা গিরী করলাম।
১৪
243067
০৯ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৮
সাদাচোখে লিখেছেন : যে সমাজে অপরাধ লালন করে, অপরাধকে সংস্কৃতির মধ্য দিয়ে ধারন করে - সে সমাজ এমন সব বিভৎস্য পৈচাশিকতার জন্ম দেবে।

প্রথমে দরকার 'অপরাধ লালন-পালন কারী'দের বিনাশ, তাহলেই পৈচাশিকতা শিকড় বিহীন লতার ন্যায় মুখ থুবড়ে পড়বে।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
189168
প্রবাসী মজুমদার লিখেছেন : অপরিকল্পিতভাবে গড়ে উঠা এক আজব মানসিকতার দেশের স্বাধীন মানুষ আমরা। ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য।
১৫
243219
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
হতভাগা লিখেছেন : ছবিটা বিভতস হলেও এটা বাংলাদেশের ছবি না । বিভতস হলেও দেখা যাচ্ছে মেয়েটি চুলের দুপাশে বেনী করে এসেছে ।

এটা কি আদৈ কোন নির্যাতিত গৃহ পরিচারিকার ছবি না অন্য কিছু বোঝা কঠিন । কারণ এখানে পাঁচ জন পুরুষের সামনে সে দাঁড়িয়ে আছে এবং কেউ তার ছবি তুলছে , ভিডিও করার প্রস্তুতি নিচ্ছে । স্থানটি সম্ভবত কোন থানায় ।এভাবে একজন মেয়ের ছবি তোলা কতটা মানবিক মনে হয়েছে এইসব মিডিয়া কর্মীদের কাছে ?
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
189169
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংলাদেশে শুধু কাজের মেয়ে নয়, জিন্দা মানুষগুলোকেও কত নৃশংসভাবে হত্যা করা হয়। এসবকে শব্দের ভাষায় অনুভুতি সৃস্টি করার জন্যই ছবি দিয়েছি। মুল থিমটাই ছিল, অমানুষদের পরিচয় করিয়ে দেয়া কবিতার মাধ্যমে। ধন্যবাদ আপনার নিয়মিত ও অনুভতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য।
১৬
243543
১০ জুলাই ২০১৪ রাত ০৮:০৭
নতুন মস লিখেছেন : এই রূপ শয়তানের আওতায় কত যে নিষ্পাপ শিশু নিরবে কাঁদে
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
190459
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য।
১৭
243608
১১ জুলাই ২০১৪ রাত ১২:২৯
জোবাইর চৌধুরী লিখেছেন :
এই নিষ্টুরতার শেষ কোথায়?
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
190460
প্রবাসী মজুমদার লিখেছেন : জানিনা। তবে আমাদের অনুভুতি প্রকাশ করতে হবে নিরবচ্ছিন্ন ভাবে। ধন্যবাদ।
১৮
244284
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৫
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : দারুণ হয়েছে !
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
190462
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ।
১৯
245007
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৩৪
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : ওহহহহহ
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
190463
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। এ ব্লগে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
২০
245307
১৭ জুলাই ২০১৪ রাত ১২:৫৯
মাটিরলাঠি লিখেছেন : এই অমানবিকতার শেষ নাই, কারণ ...
১৭ জুলাই ২০১৪ দুপুর ০২:১৫
190642
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার অনুভুতিপুর্ন মন্তব্যর জন্য।
২১
246835
২১ জুলাই ২০১৪ রাত ০৮:২১
বুড়া মিয়া লিখেছেন : সুন্দর করে তুলে ধরেছেন আমাদের অমানুষিক চরিত্র!
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৭
196547
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনুভুতি রেখে যাবার জন্য।
২২
252161
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:১২
কাহাফ লিখেছেন : শত ধিক অমানুষের বাচ্চাগরে.............।
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
196548
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ভাল্লাগেনা। সব যেন অমানুষের বাচ্চাই গরু ছাগলের মত বেচে আছি।
২৩
252450
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৫
কাহাফ লিখেছেন : তবুও আশায় থাকি.......হয়তো একদিন মানবতার আলোর বলয় দুলবে সহসা... ব্লগার প্রবাশী মজুমদার।
২৪
252451
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আহঃ কবে যে আসবে সুশাষন?
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
196713
প্রবাসী মজুমদার লিখেছেন : জানিনে। তবে খুব কষ্ট হয় এসব দেখে। শব্দ ভাষায় মনের কিছু বেদনা বৈ কিছুই যেন যাবার নয়। ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য।
২৫
253207
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৫
সায়িদ মাহমুদ লিখেছেন : মনে শঙ্কা, প্রচন্ড ভীতির সৃষ্টি।
নিষ্ঠুর পাশবিক চোখ,
চোখের ভাষায় একটি অভিযোগ
তুমির মানুষ ওন শুধুই অমানুষ ।
১১ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৮
197395
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ভাষায় কবিতার জবাব দেয়ায় কবিকে ধন্যবাদ।
২৬
253563
১২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫১
সায়িদ মাহমুদ লিখেছেন : হা হা হা আমার প্রিয় লেখকের কাছথেকে ধন্যবাদ পাওয়ার ফিলিংসিই আলাদা, শুকরিয়া ভাইজান আপনার ইন্সিপিরিশান অনেক উদ্যেম যোগাবে মনে।
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৫
197772
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্রগে অনেক মুক্তা আছে। যাদের উতসাহ দেয়ার জন্য খুব ইচ্ছে করলেও পারিনা সময়ের অভাবে। ধন্যবাদ।
২৭
255863
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
মামুন লিখেছেন : শিশুশ্রমিক এবং গৃহকর্মীদের উপরে এরকম চিত্র এখন খুবই স্বাভাবিক। আর সমাজের কিছু নরপিশাচ যাদের ভিতরে শিক্ষিত এবং অশিক্ষিত- উভয়ই রয়েছে, এরাই এই কাজগুলো করে থাকে। এ থেকে দ্রুত পরিত্রানের প্রয়োজন রয়েছে। সুন্দর একটি সময়োপযোগী বিষয়কে অনবদ্য ছান্দসিক ভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:২১
199440
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার এ ব্লগ অাঙ্গিনায় ঘুরে ঘুরে মন্তব্য করার জন্য। ভাল লাগল।
২৮
255878
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৫
মামুন লিখেছেন : ওয়েলকাম ভাই। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File