শোষিত মুক্তি পাক
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৮ জুন, ২০১৪, ০৩:২৮:৫১ রাত
ঘুমাও হে মুসলিম নেই কোন ভয়
লুটে নাও সব সুখ,
দুনিয়া ভোগে মেতে উঠ আজি
মিছে পাবে কেন দুঃখ?
যে জাতির ঘুম ভাঙ্গিত পড়ে
ফজরে পাক কোরআন,
সে ঘরে বাজে তবলা ঘুঙ্গুর
মুখে ঠাকুরের গান।
মক্তবে আজি শিশুর কণ্ঠে
শুনি না প্রভুর গান,
দ্বীন হীন এখন গায়ের লোকেরা
ভ্রাতৃত্ববোধ হীন প্রাণ।
যে কালেমা পড়ে রাসুল কাঁদিত
সাহাবা রুধিত জলে,
দুনিয়া ভোগে লাথি মেরে
কোরান বেঁধেছিল গলে।
দ্বীনের লাগিয়ে ছেড়ে নিজ ঘর
ছুটেছিল দেশান্তর,
সে জাতি আজি বড় অসহায়
দ্বীনকে করেছে পর।
যে জাতির ভয়ে কাঁপিত কাফের
পালাত ক্ষমতাধর,
সে জাতি মুকুট হারিয়ে আজি
চির বন্দী নিজের ঘর।
তোমরা কি আর জাগিবে না কভু
হাঁকিবে না জিহাদের ডাক,
এভাবেই নিজেকে করিবে নিঃশেষ
দেবেনা ক্ষিপ্রতার হাঁক?
ভূলে গেলে রাসুলের রেখে যাওয়া দ্বীন
ভূলে গেছ মক্কার গলি,
মিছে হাজী আর গাজি সেজে
হয়ে গেলে প্রভুহীন অলি?
সিংহের উপর শৃগালের হাক
দেখে হই নির্বাক,
লেজ ধরে সজোরে আছাড় মার
শোষিত মুক্তি পাক।
বিষয়: বিবিধ
১৮১৫ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি যে কি জানিনা গো সখি
উপাধিতে করেছ অনেক মহান,
তোমার প্রেরণায় স্থবির কলম
জেগে উঠে গায় অসহায়ের গান।
ধন্যবাদ। ভাল লাগল।
আজব দেশের আজব মানুষ
আজব স্বাধীনতা,
আজব বিচার, বিচারালয়
অন্ধ আজব নেতা।
মন কাপেনা মারতে কভূ
মায়ের পেটের ভাই,
জ্যান্ত মানুষ ঘর ফিরেনা
কোথাও বিচার নাই।
রক্ষক আজি ভক্ষক সেজে
খাচ্ছে পুরো দেশ,
গণতন্ত্রের জারজ প্রসব
করলো সবি শেষ।
আমরাই বিজয়ী হবো শর্ত পরিপূর্ণ ইমানদার হতে হবে আমাদের।
এত অলস হলে শোষিতরা শোষিতই হতে থাকবে।
ধন্যবাদ।
https://www.facebook.com/abm.mohiuddin1/posts/10204420984431382?notif_t=like" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link
মন্তব্য করতে লগইন করুন