মুসলিম নহে তারা
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২১ মে, ২০১৪, ০৩:৩৯:১৯ রাত
রাতের আধারে রাজপথে যারা
গেয়েছিল প্রভুর গান,
বুলেটের আঘাতে মরেনি ওরা
মরেছে কোরানের প্রাণ।
বারুদ, গুলি, অস্ত্রহীন হাতে
এসেছিল ঢাকায় যারা,
রক্তের বন্যায় ধুয়ে মুছে নিল
মাফ চেয়ে বাঁচেনি তারা।
কোরানের পাখিকে থেমে দিল রাতে
জাগিবে না সে প্রাণ আর,
ঘটিয়েছে এজিদ তলোয়ারের আঘাতে
নিষ্ঠুর কারবালার।
জোটেনি ভাগ্য জানাযা তাদের
ময়লায় পুঁতে দাফন.
চোখের জলে মিলেনি বিদায়
ছিলনা দেহে কাফন।
বর্জ্যের সাথে মিশে দিল, শুধূ
কোরআন ছিল বুকে,
আরশ ভেদিয়া ফেরেশতা কাঁদে
নীরবতা ঊর্ধ্বলোকে।
কোরানের পাগল জিন্দা লাশকে
কবরস্থ করল যারা,
রাসুলের প্রিয় দ্বীনের দুশমন
মুসলিম নহে তারা।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ আপনাদের নিয়ে একটি কবিতা লিখেছি পড়ে দেখুন হলো কিনা ?
ওরে দেখ দেখ ঐ যে কাফেলা
হাসি মুখে দিয়েছে যারা প্রাণ
ডাইনীর মুখে হিংস্রতার হাসি
বুঝে না কাফেলার জান্নাতী ঘ্রাণ।
সরল নিয়তে রাহবারের ডাকে
এসেছিল সবাই শাপলার চত্তর
বেশুমার শহীদের রক্তে রঞ্চিত
আছে কি হে আকাবের! কোন উত্তর?
একি শুনি রাহবারের মুখে ফেরাউন!
নয় তো মোর সে কোন দুশমন
কোটি কোটি মানুষের ঈমানের দাবী
কেন হবে উপেক্ষিত, হাহাকার মন!
কিন্তু এরা যে মুসলমান না কাফেরদের এজেন্ডা বাস্তবায়নকারী তা তারা প্রমাণ করেছে।
সুন্দর কবিতার জন্য অশেষ ধন্যবাদ।
কবরস্থ করল যারা,
রাসুলের প্রিয় দ্বীনের দুশমন
মুসলিম নহে তারা।
কবিতায় মন্তব্য কি করিবো শুধু ভেবেছি শব্দে শব্দে কিভাবে অভিসম্পাদের আগ্নি ঝরছে তাই দেখেছি..................ধন্যবাদ প্রানপ্রিয় মজুদার ভাই।
*******************************
আকাশের কান্নার কাছে হার মেনেছি সে অঝোর কাঁদছে
আজো সে কাঁদো কঁদো ঘোমড়া মুখে ফুঁপিয়ে কাঁদছে
সে দেখেছে সাদা চোখে তান্ডব কাহাকে বলে
দেখেছে সাদা কাপড়ে রক্তের ছোপ ছোপ দাগ
সে দেখেছে সাদা মানুষ গুলোকে সবুজ পাখি হতে
দেখেছে সবুজ পাখির উড়ন মিছিল...
আর দেখেছে মানুষের অমানুষি হিংস্ররুপ
আমার কাঁন্না গুলো ভেতরে জমাট বাঁধছে
হয়তো বিষ্ফোরিত হবে কোন এক চত্তরে
বেড়িয়ে যাবে শহরের নালায় নালায় বেহিসেবে
আমিও হবো কোন এক বেওয়ারিশ লাশ
পরে থাকবো মিউনিসিপাল্টির ভাঙ্গাচোড়া ট্রাকে
এভাবেই বাড়বে তান্ডব কারিতের লাশের স্তোপ...
তুমি তোমরা মুখ ঘোমড়া করে বসে থাকো
মিথ্যার বেসাতি শুনতে দালাল টিভির স্ক্রিনে।
চমৎকার কবিতা রেখে যাবার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন