এস হে সর্বনাশা বৈশাখ!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৪ এপ্রিল, ২০১৪, ০৫:৩০:৩৯ বিকাল



এসো হে বৈশাখ,

এসো পুর্ব দিগন্তে নবরশ্নি ছড়িয়ে,

উদ্দীপ্ত যুবতীর নৃত্যর তালে তালে

ক্ষণিকের জন্য যাবো তোমার মাঝে হারিয়ে।

হে বৈশাখ,

জানি তুমি বড় নির্জীব,

তবুও মেতে উঠবো তোমাকে করতে বরণ,

সব সুন্দরীদের লেলিয়ে দেবো তোমার পদতলে

ভাঙ্গতে হবে সব ধর্মান্ধতার তোরণ।

নতুন করে সভ্যতাকে আলিঙ্গন করবো

তুমি আসার সন্ধিক্ষণে

বিদ্রোহী ইব্রাহীমের অগ্নীকে আবারও প্রণাম করবো

মুখে বাজাবো পুজোর ধ্বণিকে।

অতৃপ্ত হৃদয় আজ বড় অশান্ত

চারিদিকে আর্তনাদ আর হাহাকার,

স্বাধীন ভূমি দখলে ধেয়ে আসছে

ধর্মান্ধ, মদীনার স্বপ্নে বিভৈার রাজাকার।

না, এমন হতে দেবোনা

মাতাপিতার ধর্ম পাঠাবো বনবাস,

উলঙ্গ সভ্যতায় আদিম হয়ে যাবো

চোখ ধাধানো যুবতীদের করবো সর্বনাশ!

সভ্যতা বিকাশের নামে মুর্তি পুজার দিকে প্রত্যাবর্তন করার মহাসড়ক 'বৈশাখের বর্ষ বরণ"। ঘরের সামনে তালগাছকে পুজা করা আর বৈশাখকে পুজা একই কথা। এটি হিন্দু সংস্কৃতির আমদানী ছাড়া আর কি হতে পারে? নিজস্ব ধর্মীয় অনুভুতি আর লালন করা বাঙ্গালী সংস্কৃতির বিসর্জন দিয়ে এসব মুর্তিপুজা সব সংস্কৃতি চর্চা হিন্দী সংস্কৃতির বাজারজাত বৈ কিছুই নয়। বিশ্বদরবারে হিন্দী ফিল্মের ছড়াছড়িতে এটিকে সবাই হিন্দু সংস্কৃতিই জানে। মা কালীর পুজামন্ডবে উলু ধ্বনি দিতে দিতে এ শোভাযাত্রা আরবের জাহেলি সভ্যতার নতুন সংস্করণ বৈ কিছুই নয়।

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ৬২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207735
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
156878
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রথম মন্তব্যকারী হিসেবে শূরুটা করার জন্য।
207736
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৮
আহমদ মুসা লিখেছেন : এ সর্বনাশা (কাল) বৈশাখী গ্রাস করছে আমাদের সভ্যতাকে, ধ্বংস করছে তাহজিব দমাদ্দুন। কিন্তু এসব আগ্রসনের পেছনে স্বজাতির কৃষ্টি কালচারের পুজারীদের অবদানকে অস্বিকার করবেন কিভাবে? নবীন প্রজন্ম চায় একটু আনন্দ করতে, একটু ফুর্তি করতে। এটা তারুণ্যের স্বাভাবিক চাওয়া। অথচ (কাল) বৈশাখীর অপকালচারের প্রবল স্রোতের বিপরীতে সুস্ত বিনোদনের শক্তিশালী কার্যকর উদ্যেগ নিতে পারেনি স্বজাতির কৃষ্টি-কালচারের পুজারিরা। ক্ষেত্রে বিশেষে ফতওয়ার পর ফতওয়া দিয়ে এসব থেকে বিরত থাকার ব্যর্থ চেষ্টা চালিয়ে এক সময়ে নিজেরাই হাস্যরসের পাত্রে পরিনত হয়। অথচ তারা বিকল্প হিসেবে কিছু উপহার দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে দীর্ঘদিন থেকেই। এ কারণেই ফাকা মাঠে অগ্নী ও ভুত প্রেরত পুজারীদের এতো জয় জয়কার অবস্থা।
সম্ভবত ১৯৯৮ সালের দিকের কথা। চট্টগ্রামে একবার কবি আল মাহমুদের নেতৃত্বে শহীদ রজব আলীর স্মৃতি বিজড়িত প্যারেড মাঠের ইতিহাস ঐতিহ্য নবীন প্রজন্মকে জানানোর উদ্দেশ্য একবার রেলি করেছিলেন। আমি নিজেও সে রেলিতে শরীক হয়েছিলাম। অগনিত মানুষের ঢল নেমেছিল সে রেলিতে।
আমরা নিজেরাই যদি আমাদের কৃষ্টি কালচারের চর্চা বাদ দিয়ে বসি। তখন তো মাঠ খালি থাকবে না। আজকের এ করুণ আগ্রষণ কি আমাদের অনুপস্থিতিই দায়ী নয়?
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
156880
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অভিজ্ঞতালব্ধ মন্তব্যটি সত্যিই ভাল লাগার মত। আমরা যেন আজ সবই হারাতে বসেছি। আধূনিকতার নামে ধর্মকে বিসজর্ন দিয়েছি। নোংরা সভ্যতার কুতসিত বিষয়গুলোই যেন আজ সভ্যতা। ধন্যবাদ।
207742
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বৈশাখ আমাদের দেশকে মুর্থিপুজার দিকে এগিয়ে নেবার জন্য আসে আমার মনে হয়
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৬
156882
প্রবাসী মজুমদার লিখেছেন : বৈশাখের স্বপ্নে বিভোর মানুষগুলোর মাথায় অপসঙস্কৃতির ভুত চেপে বসেআছে। তুলনামুলক জ্ঞানের চেয়ে একমুখি আন্ধা চিন্তাই ওদেরকে মুর্তি পুজার দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ।
207750
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
বুঝিনা লিখেছেন : সব সুন্দরীদের লেলিয়ে দেবো তোমার পদতলে Tongue Tongue Tongue Tongue Tongue Bee Bee Cheer
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৭
156883
প্রবাসী মজুমদার লিখেছেন : হচ্ছেও তাই। পেট দেখানে শাড়ীর আচলে শকুনী চোখের দৃস্টি দিয়ে তৃপ্তির ঢেকুর নিয়ে ফিরে যাচ্ছে মানুষ। মনে মনে ভাবছে, আহ, ও যদি আমার হত......
207756
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের কথা কেউ শুনবে না মজুমদার ভাই..তারপরেও আমরা এই অপসংস্কৃতি থেকে দুরে থাকার জন্য মানুষদেরকে আহবান জানিয়ে যাব। ভালো লাগলো
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৮
156884
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীর বুকে যদি একজন মানুষও সত্যর জন্য কথা বলে, তাহলেই আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ।

আল্লাহকে যারা ভেসেছে ভাল, তাদের কি আর দু"খ থাকতে পারে...।
207759
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২২
এহসান সাবরী লিখেছেন : সিটিজি৪বিডি ভাইয়ের সাথে একমত।
আমরা আমাদের কাজ চালিয়ে যাব।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
156885
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা!
সব সত্যাম্বেষীরা যদি দ্বীনের লাগিয়া
বিলিয়ে দিতো ক্ষনিকের এ জীবন,
দ্বীনের বিজয় ঠেকাতো কে গো বলো,
রহমত ঢেলে দিতে প্রভু খূলে ঐ গগন।
207774
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
ভিশু লিখেছেন : অপসংস্কৃতিমুক্ত পহেলা বৈশাখে কোনো সমস্যা নেই, অবশ্য!
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২২
156886
প্রবাসী মজুমদার লিখেছেন : অপসংস্কৃতি ছাড়া বৈশাখ হবেনা
হলুদ শাড়ী না পরলে বৈশাখ হবেনা
সুর্যকে আলিঙ্গন না করলে বৈশাখ হবেনা।
কাজেই বৈশাখের গুষ্ঠি কিলাই। কি কন?
১৬ এপ্রিল ২০১৪ রাত ০১:২৪
157184
সাদাচোখে লিখেছেন : ভাই ভিশু - ইতিহাস বলে কার্নিভাল / শোভাযাত্রা কোন কালেই কুফরী ও শিরক মুক্ত ছিল না (যাকে আমরা মুসলিম পারসপেক্টিভ হতে অপসংস্কৃতি বুঝি)। কার্নিভাল মুক্ত বৈশাখ আর ঘুষমুক্ত বাংলাদেশ এখন মনে হচ্ছে সমার্থক।
207782
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
বিন হারুন লিখেছেন : বৈশাবের নামে মুসলিমদের দিয়ে পুঁজো করানোর বুুদ্ধি মন্দ নয়. আসলে বাবুরা উপরে তৈল মর্দন করে ভেতরে খেয়ে ফেলে
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
156888
প্রবাসী মজুমদার লিখেছেন : ধর্মজ্ঞানে শুন্যে মুর্খ পন্ডিতদের পাশ্চাত্য ধান ধারনাকে কাজে লাগানোর এটি সুড়ঙ্গপথ। পরের মেয়েকে নর্তকী বানিয়ে নিজের চোখ জুড়ানোর উলঙ্গ সভ্যতা এটি।
207785
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : হে বৈশাখ, তুমি বার বার এস,
করিব তোমায় বরণ,
কিন্তু মানিবনা তোমার ডিজিটাল
রূপ আধুনিকী করণ৷
উল্কি নয়, নয় মুখোসে ঢাঁকা মুখ
ঢলাঢলি সকলে মিলে,
তুমিতো ছিলেনা কূৎসীত কভু দেখিব
মঙ্গল প্রদীপ জ্বেলে!
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
156889
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাই। আপনি আমার কবিতাকেও মলিন করে দিলেন। সত্যিই চমতকার। ভাল লাগল। ধন্যবাদ।
১০
207821
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশের অধিকাংশ মুসলমানই মনে করে তার কাছে তার সংষ্কৃতি আগে এবং ধর্ম পরে । দুটোর মধ্যে কোন সংঘর্ষ আসলে সে তার সংষ্কৃতিকেই আগে প্রাধান্য দেয় ।

এটা যে কত বড় ভুল তা আখেরাতে বোঝা যাবে ।

আফসোস! তখন শোধরানোর কোন সুযোগ থাকবে না ।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
156891
প্রবাসী মজুমদার লিখেছেন : দুর্ভাগ্য হল, আমাদের বুদ্ধীজীবিগুলো ১৬ কোটি মানুষের প্রাণ প্রিয় ধর্মের ঘোর বিরোধী। এসব মুসলিম মাতাপিতার ঘরে জম্ন নেয়া বুদ্ধিজীবিদের ধিক্কার জানাই।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
156995
হতভাগা লিখেছেন : ৯০% মুসলমানের দেশে এই সব বুদ্ধিজীবী কত ভাগ হবে ? ০.০০০০০১ % । এদের কথাতে এইসব মুসলমানরা কনভিনসড্‌ ? মনে হয় না ।
১৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩১
157186
সাদাচোখে লিখেছেন : প্রবাসী মজুমদার ভাই আপনারা যারা সাহিত্য ও ভাষার উপর অধিক দক্ষ - তাদের কাছে আমরা মনে হয় এখন দাবী করতে পারি - আমাদের দেশের তথাকথিত এই বুদ্ধিজীবী ও সুশীল শ্রেণীর - কাজ কর্ম ও চিন্তাধারার আলোকে - এদের জন্য যথার্থ ও উপযুক্ত একটা মিডিয়া বান্ধব বিশেষন নিশ্চিত করা। কারন বুদ্ধিজীবি ও সুশীল দুটো র কোনটাই এদেরসাথে কোনভাবেই আর যাচ্ছেনা। মিনার রশীদ ভাই সম্ভবতঃ একবার বলেছিলেন নাগরিক সমাজের কথা - কিন্তু তাও মনে এদের জন্য একটু বেশীই ভারিক্কি হয়।
১১
207836
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আচ্ছা ভাই এইটারে মঙ্গল শোভাযাত্রা বলে কেন?
একে তো জঙ্গল শোভাযাত্রা বলা উচিত।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
156892
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার নামটা যথার্থ। খূব ভাল লাগল। যারা ধর্ম মানেনা তারা মঙ্গল শোভাযাত্রা দিয়ে ইসলামকে কটাক্ষ করে। ধন্যবাদ।
১২
207843
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বৈশাখ আসবে কাঁল হয়ে
মুছে দিতে মুখোশের রং,
বৈশাখ আসবে ঘুর্ণিপাকে-তবে
এই বৈশাখিরা রাম রাম জপবে না-
বলবে হে মাবুদ বাঁচাও কালবৈশাখি থেকে,
তবে কেন এই বাঙ্গালি বাঙ্গালি খেলা?
কেন গায়ে গতরে নাপাক রঙ্গের মেলা?
মুসলমান হতে ইজ্জতে লাগে তাই বাঙ্গালি সাজে-
মেলে ধরে দেহ-দেহান্তনের,
আফসোস বাঙ্গালি-মুসলমান হতে পারেনা,
পারেনা ইসলামি বর্ষ বরণ করতে!....।
*********************************
কি মন্তব্য করবো ভাই আজকাল ঐতিহাসিক চামচাদের গরমে সংসদে ত্রাহি অবস্থা,অসাধারন বললেও কম হবে...লিখেছেন। পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
156893
প্রবাসী মজুমদার লিখেছেন : কবির মন্তব্য কবিতাতেই মানায়
কবির তুলনা নাই,
ধন্য হে কবি, চল এগিয়ে
তুমি হতে যদি সাঈ।
১৩
207851
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
জেদ্দাবাসী লিখেছেন : কবিতা দিয়ে ব্রাশ পায়ার । কবিকে স্যলুট ।
খুব ভাল লেগেছে । আরও প্রতিবাদি কবিতা চাই ।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
156896
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মন্তব্যটা একেবারেই ভিন্ন। ধন্যবাদ। যখন কোন ঘটনাকে কবি তার নিজের মত করে ভেবে চেতনায় আগুণ ধরিয়ে দেয়, তখনই প্রসব করতে পারে এক একটি কালজ্বয়ী বিদ্রোহী কবিতার। ব্যস্ততার কারণে কল্পনা জগত হতে সেই মুক্তা আহরনের সময় হয়না। ধন্যবাদ।
১৪
207858
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। মুসলমানদের নববর্ষ মহররম খোদ মুসলমানরাই পালন করে না অন্য ধর্মালম্বীদের কথাত আসেই না।
খ্রীষ্টানদের নবর্বষ ৩০ ফাষ্ট নাইট মুসলমান , হিন্দু ,বৌদ্ধ , খ্রীষ্টান সবাই পালন করে ।
হিন্দু বৌদ্ধদের নববর্ষ পহেলা বৈশাখ মুসলমান , হিন্দু ,বৌদ্ধরা পালন করে।
তাহলে দেখুন জাতি হিসাবে মুসলমানদের অবস্থান কোথায় ?
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১১
157113
প্রবাসী মজুমদার লিখেছেন : জ্ঞান চর্চার একমাত্র ধম ইসলাম সমপ্কে অন্ধ মুসলমানগুলোই আজ যাতনার মুল কারণ। আল্লাহ আমাদের হেফাজত করুন।
১৫
207867
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
মাটিরলাঠি লিখেছেন : নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা - পৃষ্ঠপোষক জেলা প্রশাসক। বাসার সামনে দিয়ে গেলো। বিভিন্ন গ্রুপ একত্রিত হয়ে বিকট জঙ্গল যাত্রা। লিড দিচ্ছে একজন ৫% বা অটো বা নকল করে পাশ স্থানীয় এম.পি। স্কুলের বাচ্চাগুলোকেও নেয়া হয়েছে যাত্রায়। ভালো করে খেয়াল করলাম, কোন কোন গ্রুপে ঢাকঢোল দিয়ে তারা যে বাজনা বাজাচ্ছে - তা দুর্গাপুজার বাজনা। বৈশাখের সাথে এই বাজনার সম্পর্ক কি? শিরক্‌ কতদুর পর্যায় চলে গেছে।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
157114
প্রবাসী মজুমদার লিখেছেন : জাতীয় অার গোত্র চেতনার মধ্য দিয়েই জাহেলী যুগেও এভাবে অপস্কৃতির আবির্ভাব ঘটেছিল। আমার ঘৃনা করি এসব চর্চাকে। ধন্যবাদ।
১৬
207900
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৬
আলোর আভা লিখেছেন : কখনো এসবের মাঝে ছিলাম না এখনো নাই ।আল্লাহর কাছে অনেক শুকরিয়া ।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
157115
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরাও নেই। যারা আছে ওদের জন্য করুণা হয়। বিপথে নিয়ে যাচ্ছে অনেক কে।
১৭
208015
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : কি আর বলি।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৪
157116
প্রবাসী মজুমদার লিখেছেন : মনটা বড় ভারক্রান্ত হয়ে যায়। ভাল লাগেনা। ধনবাদ।
১৮
208157
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৫
আমি মুসাফির লিখেছেন : যে সব লোক এই অশ্লীলতার সাথে জড়িত তারা উচ্চ শিক্ষিত কিন্তু এরা যে এমন জাহেল হতে পারে তাই গতকাল দেখলাম।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৫
157117
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব মুর্খ পন্ডিতরাই জাতির বারোটা বাজায়। এরা যে অনেক কিছুই জানেনা জাতীর অর্ধশিক্ষিত লোকগুলো তা জানেনা। ধন্যবাদ্
১৯
208426
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:২২
জবলুল হক লিখেছেন : সভ্যতা বিকাশের নামে মুর্তি পুজার দিকে প্রত্যাবর্তন করার মহাসড়ক 'বৈশাখের বর্ষ বরণ"। ঘরের সামনে তালগাছকে পুজা করা আর বৈশাখকে পুজা একই কথা। এটি হিন্দু সংস্কৃতির আমদানী ছাড়া আর কি হতে পারে? নিজস্ব ধর্মীয় অনুভুতি আর লালন করা বাঙ্গালী সংস্কৃতির বিসর্জন দিয়ে এসব মুর্তিপুজা সব সংস্কৃতি চর্চা হিন্দী সংস্কৃতির বাজারজাত বৈ কিছুই নয়। বিশ্বদরবারে হিন্দী ফিল্মের ছড়াছড়িতে এটিকে সবাই হিন্দু সংস্কৃতিই জানে। মা কালীর পুজামন্ডবে উলু ধ্বনি দিতে দিতে এ শোভাযাত্রা আরবের জাহেলি সভ্যতার নতুন সংস্করণ বৈ কিছুই নয়।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৬
157118
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ যঙ্গল যাত্রার প্রতিবাদের এ আসরে এসে কোডিং মন্তব্য করে যাবার জন্য।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
157122
জবলুল হক লিখেছেন : আপনি এতো সুন্দর করে লিখেছেন। এইখানে মন্তব্য করার মতো কোন ভাষা খুজে পাই নি ভাই।
২০
208542
১৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৫
সাদাচোখে লিখেছেন : কবিতার রস নিঃড়ানো আমার জন্য আসলেই কষ্টকর। তাই কমেন্ট পড়ে রস আস্বাদনের চেষ্টা করলাম। গতকাল মেজবাহ ভাই এর কল্যানে একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম বৈশাখের আর আমার সামনে যেন তৎকালীন কোরাইশ দের একটা প্রসেশানের ছবি ফুটে উঠেছিল।
১৬ এপ্রিল ২০১৪ রাত ০২:০০
157189
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। তারপরও চেষ্টা করেছেন। ভাল লাগল।
২১
208656
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৮
সায়েম খান লিখেছেন : আপনার কবিতাটাকে গান বানিয়ে কোথায় গাওয়ানো যায় তাই ভাবছি...
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
157447
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল উদ্যেগ। বুঝাগেল আপনার গানের গলা ভাল অামার কাছে অনেক কবিতা আছে। দেখতে পারেন। ধন্যবাদ।
২২
208731
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose
আলোর আভা লিখেছেন : কখনো এসবের মাঝে ছিলাম না এখনো নাই ।আল্লাহর কাছে অনেক শুকরিয়া ।

প্রবাসী মজুমদার লিখেছেন : আমরাও নেই। যারা আছে ওদের জন্য করুণা হয়। বিপথে নিয়ে যাচ্ছে অনেক কে।
Rose Rose Good Luck Good Luck Rose Rose
আমার মতো করে বলার জন্য ২জনকেই আমার পক্ষথেকে লালগুলাপ। Rose Rose Rose Rose
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩০
160961
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে। ভাল লাগল।
২৩
208732
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপ্নার কবিতাটা Thumbs Up Thumbs Up
শিক্ষা যদি নিতে পারি, নববর্ষের দিন হতে
"সব ছেড়ে দেবো পাড়ি, রঙ্গিন এ দুনিয়া থেকে"
সব ভেদাভেদ ভুলে গিয়ে, ভালোবেসে সবাইকে
ঐক্যের সমাজ গড়েতুলি, থকবো সুখে শান্তিতে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
160962
প্রবাসী মজুমদার লিখেছেন : বাহ। পরিপুরক কবিতা। বড়ই চমতকার। ধন্যবাদ।
২৪
209553
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার কবিতা এই প্রথম পড়লাম। ভালো লাগছে। Happy Happy
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
160963
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। এখন কবিতা বেশী লিখিনা। কারন কবিতা লিখতে গেলে কবি হতে হয়।
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
161232
সুমাইয়া হাবীবা লিখেছেন : হঠাত হঠাত কবি হওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
২৫
209834
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৬
ধ্রুব নীল লিখেছেন : মাতাপিতার ধর্ম পাঠাবো বনবাস,
উলঙ্গ সভ্যতায় আদিম হয়ে যাবো
চোখ ধাধানো যুবতীদের করবো সর্বনাশ!
সেই রকম একটা কবিতা পড়লাম, তবে এট্টু দেড়িতে
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
160964
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ। ভাল লাগল।
২৬
210010
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪২
মিশেল ওবামা বলছি লিখেছেন : মিতা হকের সংগা অনুযায়ী আমি তো বাংগালী না। তাতে আফসোস নেই আমার পরিচয় আমি একজন মুসলিমাহ। কারন উনার মতে, বাংগালী নারীর মাথায় ঘোমটা থাকতে পারে না। আর আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে আমি হিজাব ইউজ করি, তাহলে আমি তো বাংগালীর ধারে-কাছেও না। পহেলা বৈশাখ পালন প্রসংগে আমার হাসব্যান্ড, একজনকে বলছিলেন, আমরা তো হিন্দু না। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের জন্য শরীয়তের সীমারেখার ভেতরে থেকে আনন্দ করার জন্য দু'টা ঈদকে নির্ধারিত করা হয়েছে। আল্লাহপাক সবাইকে সঠিক বুঝ দান করুন, আমীন।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
160965
প্রবাসী মজুমদার লিখেছেন : ইসলাম সম্পর্কে অজ্ঞ আর মুর্খ বুদ্ধিজীবিরা জাতির জন্য কলংক ও বিপদজনক। ধন্যবাদ।
২৭
212642
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
সত্যের সুবাতাস লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৩
160966
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য।
২৮
213099
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৪
অলীক সুখ লিখেছেন : পড়ে ভাল লাগলো।
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:১০
161368
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ। ভাল লাগল।
২৯
226470
২৬ মে ২০১৪ বিকাল ০৫:১৩
আইন যতো আইন লিখেছেন : মজাত্মক লেখা চমৎকার!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File