হে মা- জম্ম দাও আর একজন বিদ্রোহী কবির

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৩ মার্চ, ২০১৪, ১১:৩৯:০৫ রাত

না না.....।

এটি একাত্তর নয় মা....।


এটি তোমার প্রসব করা

বিংশ শতাব্দীর স্বৈর গণতন্ত্রের আর্তচীৎকার!

এটি মুক্তি ফৌজ কিংবা কথিত রাজাকারের সমর্থিত গোষ্ঠী নয়,

এটি তোমার গর্ভপাত করা শিক্ষিত সন্তানের

লালিত সভ্যতার বিভৎস চিত্র!

উঠ, হে বয়োবৃদ্ধ ক্লান্ত মা।

চল কোথাও পালিয়ে যাই।

রক্তাক্ত এ ভুমিতে আর

সবুজ শ্যামলের শস্যা ফলাবেনা।


তোমার নিস্পাপ সন্তানের দেহ নিঃসৃত

এ মাটি এখন এক রক্তাক্ত জনপদের নাম।

এ মাটি এখন

তোমার লালিত সন্তানের ধার করা

পাশ্চাত্যর উলঙ্গ সভ্যতার জারজ সংস্কৃতির চারণভুমি।


না না....।

এটি তোমার নয় মাসের যাতনায় প্রসব করা

কাঁদা মাটির উগলে দেয়া নস্টাদের বৈদ্যভূমি।

তোমার হাতে রাখা ঐ

তাসবীর দানাটি ছুঁড়ে ফেলে দাও মা।


তোমার ধার্মিক সন্তানকে বল,

কপালে পড়া নামাজের ঐ কাল দাগ মুছে দিতে।

...না হয় রাজাকার অপবাদে

তোমার সামনেই বুলেটের আঘাতে

ঝাজরা করে দিবে।

তুমি জানোনা ওরা কত হিংস্র!

তুমি দেখনি সেদিন রাজধানীতে কি ঘটেছিল

তোমার এতিম সন্তানদের সাথে!


জীবন্ত কবরস্থ কোরানের পাখিদের আত্মারা

আজও ঢাকার ঐ বজ্যর নীচ থেকে

বুকফাটা আর্তনাদে বলে,

কি অপরাধ ছিল আমাদের!

জানাজার পরিবর্তে ময়লার গাড়ীতে করে

কেন আমাদের ডাষ্টবিনের সাথে মিশে দেয়া হল!

মা!

হে আমার বয়োবৃদ্ধ মা!

মুক্তিযোদ্ধার আপোষহীন মা আমার...

অসহায়ত্বের পদভারে জর্জরিত এ মানবতার জন্য

তুমি কি পারনা


আর একটিবার প্রসব করতে?

পারনা জম্ম দিতে

"আর একজন বিদ্রোহী কবির ?"

বিষয়: বিবিধ

১৬৭২ বার পঠিত, ৬২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196834
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : আত্মচীৎকার হবে ? না কি আর্তচিৎকার হবে ?
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
147164
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার কথাটা ঠিক। তাই সংশোধন করে দিয়েছি। ব্লগে লিখার এটি বাড়তি সুবিধা। পাঠকদের ধরে দেয়া ভূল গুলো শূধরাতে শুধরাতে নির্ভুল লিখাটি প্রকাশ করতে আর এডিট করতে হয়না। ধন্যবাদ।
196837
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৪৪
নিভৃত চারিণী লিখেছেন : লা-জওয়াব! অসম্ভব সুন্দর হয়েছে।
একেবারে মনের মত। আল্লাহ আপনার লেখনী শক্তিকে আরো বৃদ্ধি করে দেন। আমীন
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
147165
প্রবাসী মজুমদার লিখেছেন : এত ভূয়সী প্রশংসা!

নিজের মাঝেই ঘুমন্ত ওমর
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।

ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।

এ ব্লগে সুপ্ত ওমর আর বিদ্রোহী কবি অনেক। কিন্তু সবাই যদি বলে আমি নজরুল হতে পারবোনা, তাহলে নজরুল কে হবে?
196844
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৫৬
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আপনার মাঝেই তো ছায়া দেখা যাচ্ছে, "আর একজন বিদ্রোহী কবির ?" Happy

অনেক ভালো লাগলো ভাইয়া কবিতাটি। Good Luck Good Luck Rose Rose Good Luck Good Luck
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
147166
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা।
আমি বলি কি, আর আমারে কয় কি?

যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।

বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।

প্রিয়ন্তির মত সুপ্ত প্রতিভাদের আমি ডাকছি
কিন্তু প্রিয়ন্তিরা নিজেকে ভুলে ওমরকে খুজে বেড়ায় অন্য গলিতে...। ধন্যবাদ।
196850
২৪ মার্চ ২০১৪ রাত ১২:১১
লোকমান লিখেছেন : আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আপনার মাঝেই তো ছায়া দেখা যাচ্ছে, "আর একজন বিদ্রোহী কবির।
আমার কাছেও তাই মনে হচ্ছে আনোয়ার ভাই।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
147168
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি লেখক ওসমানদের ভেতরে ঘুমন্ত বিদ্রোহীকে খুজছি..
ঐ দেখো।
হযরাত আমীর হামজার নেতৃত্বে
জান্নাত অভিমুখি মিছিল ধেয়ে আসছে।
ঈমানের অগ্নীপরীক্ষায় উত্তীর্ন
শহীদ মালেকের মিছিলের সারি
আজ অনেক লম্বা।

এ মিছিলে যোগ দেয়ার জন্য
অপেক্ষমান দ্বীনের দায়ীরা
জেগে আছো কি?

সবাইকে জাগতে হবে। প্রত্যোক দায়ী আজ নিজেকে ভাবতে হবে আমি সেই বিদ্রোহী। কিন্তু আমার আহব্বানে আমাকে চেয়ার দিয়ে পালিয়ে যাবার রাস্তাযে নেই....। ধন্যবাদ।
196852
২৪ মার্চ ২০১৪ রাত ১২:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৬
147169
প্রবাসী মজুমদার লিখেছেন : এ কেমন ভাল লাগা
নেই বুলি,
হুদয় মাঝে জমা কথা
দাও খূলি।
আসা যাওয়ায় লাভ কি
শূধূ আড্ডাতে,
যাওনা রেখে মনের কথা
সওগাতে।
থাক, বুঝি আজ ব্যস্ত তুমি
নেই সময়,
আসবে আবার ছুটির দিনে
গাইতে লয়?
196856
২৪ মার্চ ২০১৪ রাত ১২:৩৬
ভিশু লিখেছেন : সুপার! Applause
অক্ষরে অক্ষরে বিদ্রোহ!
খুব ভালো লাগ্লো প্রিয় কবি!
ধন্যবাদ আপনাকে!
Happy Good Luck Rose
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
147171
প্রবাসী মজুমদার লিখেছেন : সুপার সুপার সুপার।
৮২ টি মন্তব্যসহ ৫৮৬ জন পাঠকের নন্দিত কবি ভীশূ অন্যর হাতে বিদ্রোহের কলম তুলে নিয়ে নিজেকে আড়াল করার ভূয়সী প্রশংসা ফিরিয়ে দিলাম। ভীশুর মত কবিতরা জম্ন হোক আজকের এ গন বিস্ফোরণ থেকে।
সে অপেক্ষায় আমিও আছি।


আজকে তার মাফ নেই, দিয়েই দেবো বিয়ে
প্রায় প্রতিদিন ঝগড়া বাধে, এই দুষ্টুকে নিয়ে
ইঁদুর ধরার নাম নাই, চুরি করার ফন্দি
এই ধরেছি শক্ত করে, করব তারে বন্দি
196861
২৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি সেই বিদ্রোহী কবি দায়িত্ব গহন করবেন ইনশা আল্লাহ
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
147172
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে ঘুরে বেড়ানো প্রবাসী শাহীনের মত প্রতিটি ব্লগারের ভেতরে আমি সমুদ্রের গর্জন শুণেছি। কিণ্তু সবাই যেন সেই গর্জনকে রুখে দিতে চায়। না। সবাইকে এগিয়ে আসতে হবে।

ঐ যে,
ঘূমন্তরা আজ জেগে উঠছে,।
ধ্বমনির প্রতিটি শিরায় প্রবাহিত
ঈমানের এ্যাটমিক রিএ্যাকশন শূরু হয়েছে।

প্রভূর ভয়ে প্রকম্পিতরা বেরিয়ে আসুক
বাধভাঙ্গা জোয়ারের মত,
মহাপ্লাবনের মহাস্রোতে
ধেয়ে আসার অপেক্ষায় শহীদি মিছিল।

ওমর, আবু বকর কিংবা
একজন হয়রত আলী আসার অপেক্ষা আর নয়।
প্রতিটি ঈমানদারই হোক
এক একজন ওমর, ওসমান কিংবা আলীর প্রতিবিম্ব।


অপেক্ষায় থাকলাম।
196890
২৪ মার্চ ২০১৪ রাত ০৩:২৮
ইবনে আহমাদ লিখেছেন : আমি আরোহী রায়হানের মন্তব্যের সাথে একমত।
আমি আরো অনেক আগেই এই মন্তব্য করেছিলাম। কিন্তু বুড়া মানুষটার কথা কে শোনে।
প্রায় বছর খানিক এই প্রবাসী ছিলেন নার্গিসের প্রেমে। ব্লগে লেখার তার সময় হয় নাই।
সবাই দোয়া করুন এই মানুষটার জন্য। সে যেন নিয়মিত আমাদের মাঝে উপস্থিত থাকে। নজরুলের মত একটি ছন্ন ছাড়া চরিত্র আছে। আমি বয়সের এক প্রান্তে চলে এসেছি। তাই আমার কথা তিনি শুনেন না।
নিয়মিত লিখলে আরো এরকম লাজওয়াব কিছু সময়ের প্রতিধ্বনি কবিতার আকারে পেতাম। আমি কসম কবিতা পড়ার অনুরূধ করবো।
২৪ মার্চ ২০১৪ রাত ০৪:৫২
146967
সন্ধাতারা লিখেছেন : নজরুলের উত্তরসুরীর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে গর্জে উঠুন নিয়মিত। তবেই এই অভাগা জাতির ললাটে হয়ত দেখতে পাবো শৃঙ্খলবিহীন গৌরবের চিহ্ন। লেখাটি হৃদয় ছুঁয়ে গেল।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
147173
প্রবাসী মজুমদার লিখেছেন : বিদগ্ধ পাঠকদের মন্তব্য পড়ে আমি বিস্মিত হই। আমি আহত হই, যখন যোগ্য লোকেরা লালনের মত অসহায়ত্বের সুর তুলে গায়..

বাড়ীর কাছে আরশে নদী
হেথায় পড়শী বসত করে
আমি একদিনও না
দেখিলাম তারে......

বিজয়ের সুর্যটা আজ পাহাড়ের পাদদেশে রশ্মি ছড়িয়ে উঠার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দ্বীনের দায়ীদের কি হল? জিহাদী মৃত্যুর আকাঙ্কায় চোখের পানি ফেলে কাঁদা এ শপথকারী মানুষগুলো কেন এত নিশ্চুপ। ওরা কেন অন্যকে বার বার সামনে যেতে বলে। কথা ছিল
কে যাবে, না যাবে, কিন্তু আমি অবশ্যই যাবো।

ঐ যে,
রাসুলের রেখে যাওয়া কলেমার পতাকা
মক্কার হেরার পাহাড় হতে আবারও
পত পত করে উড়ে আসছে আমাদের দিকে।

এসো,
জুলুমের দেয়াল ভেঙ্গে
সীসা ঢালা প্রাচীরের মত
গড়ে তুলি অপ্রতিরোধ্য ভ্রাতৃত্ববন্ধন।

বিজয়ের আগমনি বার্তা আজ
প্রতিধ্বনিত হচ্ছে কাবার দেয়ালে।
মাসজিদে নববীর মিনার হতে
হযরাত বেলালের আওয়াজ যেন
ইথারে ভেসে ভেসে
ডাকছে প্রতিটি দ্বীনের দায়ীকে।
বলছে -
কি হয়েছে তোমাদের?
কেন তোমরা সংগ্রাম করছোনা
সে সকল নির্যাতিত নারী পুরুষদের জন্য?
যারা অধূ্সিত এলাকায় চীতকার দিয়ে বলছে,
"হে প্রভু!
আমাদের জন্য সাহার্য্যকারী পাঠাও।
196914
২৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৭
বিদ্যালো১ লিখেছেন : khub valo laglo kobitati. bidrohi vaab ache; regular likhen . amra amon shundor kobitar shathe rose dekha korte chai.
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৫
147176
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি আমার প্রশংসা ছাড়া সমালোচনা কখনও করেননি। আপনার ভয়সী প্রশংসায় আমি অভিভুত হলেও নিজের থলের ভেতর হাত দিয়ে মুক্ত হস্তে ফিরে এসেছি বার বার। কারণ

আমি তাহা নই
তুমি যাহা বলগো মোরে,
তবুও অতৃপ্ততায় লিখে যাই
প্রাপ্ত ভালবাসার সুমধুরে।
১০
196937
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব ভালো লাগল। ধন্যবাদ।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
147177
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগা রেখে যাবার জন্য পায়রা নিকের শাব্বির হোসাইনকে ধন্যবাদ।
১১
196960
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
সিটিজি৪বিডি লিখেছেন : বাংলার জমিনে এখন দুঃশাসন চলছে। জাতি হায়েনার দল থেকে মুক্তি চায়।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
147179
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

দোয়ার মাঝেই বুক ভাসাই কেঁদে
দাও প্রভু হে কোরানের রাজ,
ওহুদ খন্দক, তাবুক ছাড়াই
ফিরে দাও হারানো তাজ
১২
196961
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
আহমদ মুসা লিখেছেন : আজ আপনার মত বিদ্রোহী কবিদের বড্ড প্রয়োজন অধিকার বঞ্চিত, মজলুম মানুষের অন্তরে লালিত কথাগুলো উচ্চারণের।
আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। আরোহী রায়হান প্রিয়ন্তীর কথার সাথে আমিও একমত।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৯
147181
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের সবার মাঝে ঘুমন্ত আবুবকরকে আজ জাগাতে হবে। শত বছরের লালিত বদঅভ্যাস ঘুমকে তাড়িয়ে দাড়াতে হবে তাহাজ্জুদের জন্য। প্রতিটি সুযোদয়ে নিতে হবে নতুন শপথ। তবেইতো ফিরে আসবে সে্ই কাংখিত শান্তি।

হাজী-গাজী ঠাসা কাবার আঙ্গিনায়
খূঁজেছি হযরত আলী,
ভোজনে-বিলাসে ভূষনে কেবলী
দেখেছি ছেঁড়া কাপড়ের তালি।

কোথায় আজি ওসমানের মত
দানশীল মুসলমান,
মসজিদ খানকা মাদ্রাসায়ও পাইনি
রাসুলের দ্বীনের প্রাণ।

আর্তনাদ আর হাহাকারে খূঁজেছি
দুনিয়া কাপাঁনো ওমর,
আলী ওসমানের বড় প্রয়োজন আজি
মোদের দাও প্রিয় আবুবকর।

ধন্যবাদ।
১৩
196967
২৪ মার্চ ২০১৪ সকাল ১১:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনিই হয়ে যান আমাদের সেই কাঙ্খিত বিদ্রোহী কবি। চমৎকার কবিতা।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
147193
প্রবাসী মজুমদার লিখেছেন : মারিয়ামের মত বিদগ্ধ লেখিকাদের আজ এগিয়ে আসতে হবে। আমি তাই আহব্বান করেছি।

শব্দ বিষাদে গড়ি অনুভুতির পাহাড়,
মরিচিকার মত মিছে ভালবাসা দেখে
হতাশার মাঝে করি নিজেকে একাকার।

গগন বিদারী মিছিলের আওয়াজে
বাতিলের প্রসাদ কি করে করিব কম্পমান,
পদলোভীরা আজও দ্বীনের দায়ী সাজে
কমীদের মুখে শূধু শুনি জিহাদের গান।

আহা!
সব সত্যাম্বেষীরা যদি দ্বীনের লাগিয়া
বিলিয়ে দিতো ক্ষনিকের এ জীবন,
দ্বীনের বিজয় ঠেকাতো কে গো বলো,
রহমত ঢেলে দিতে প্রভু খূলে ঐ গগন।
১৪
196996
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অন্যায়ের প্রতিবাদে যার কলমে আগুন উগলে
সেইতো বিদ্রোহী সেইতো ন্যায়ের বীর সৈনিক
যার প্রতিবাদে অধম জালীম উঠে কেঁপে
সেইতো বিদ্রোহী সেইতো আইয়ুবির প্রতিচ্ছবি...
ঘরে ঘরেই বিদ্রোহীরা আছে চাই এমন একজন-
যার চিৎকারে বিদ্রোহীরা বেরিয়ে আসবে ঘরছেরে
অসিম সাহসে সত্যের তড়বারি হাতে যাইবে তেড়ে
উৎখাত করিতে আওয়ামী জাহেলিয়াতের সময়কাল।
(আপনার কবিতার প্রসংসা করার যোগ্যতা ভাই এই মুর্খের নাই,আয়না দেখেন দেখবেন একজন বিদ্রোহী রক্তচোখে দাড়িয়ে আছে আপনারই সামনে....শুধু আমাদের মতো মেনিমাছ টাইপের বিদ্রোহীদের ঘর থেকে বাহির করার দায়ীত্ব নেন)
১৫
197042
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:০৩
জোবাইর চৌধুরী লিখেছেন : দেশ,মাঠি এবং মানুষের অসহায়ত্ববোধের প্রতিচ্ছবিগুলোকে ফুটিয়ে তোলার যে মুন্সীয়ানা আপনি দিনের পর দিন দেখিয়ে চলেছেন তা সত্যিই ইর্ষা জাগানিয়া।

আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি আপনার কলম যেন কোনদিন থেমে না যায়।

ভালো লেগেছে টাইপের কথাগুলো একঘেয়েমি লাগছে, শুধু এটুকুই বলব,অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী লেখার। এই অপেক্ষা কিঞ্চিত সুখের,নিশ্চিত আনন্দের।

অনেক ধন্যবাদ। Rose Good Luck Rose
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৮
147195
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রেয়সিকে হারানোর বেদনা নিয়ে যারা হৃদয় ছোয়া কবিতা লিখতে পারে, তারাই আবার পারে বিদ্রোহের কবিতা লিখতে। কিন্ত সবাই যেন রিমান্ডের ভয়ে দায়ীত্ব নিতে চায়না।

এ কেমন রাজ্য, প্রজার নেই চোখে ঘূম
নিত্য যেখায় প্রতিবাদী যায় হয়ে গুম।

এ কেমন অন্ধ রাজার ভ্রষ্ট নীতি
রাজ্য জুড়ে প্রজার চোখে রিমান্ড ভীতি।

এ কেমন সভ্য রাজার কোন সে কানুন
কার ইশারায় নিত্য রাজ্য মানুষ হয় খুন।

১৬
197059
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৪
আল সাঈদ লিখেছেন : আমরা সবাই অপেক্ষায় আছি নতুন সূর্যদোয়ের। আপনার লেখায় তারই বহি:প্রকাশ। খুবই ভালো লাগলো
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
147196
প্রবাসী মজুমদার লিখেছেন : সবাইকে আজ এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।

দাও ফিরে মোর ক্ষ্যাতা বালিশ
হারিকেন আর মোমবাতি,
কেরোসিনের বাত্তির যুগে
ছিলনা মোর কম খ্যাতি।

তাল পাতার ঐ পাখা দিয়ে
হতো রাতে দারুন ঘুম,
ব্যান্ড বিহীন সেই গায়ের বিয়ে
পড়তো যে আনন্দের ধূম।
১৭
197128
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
আবু জারীর লিখেছেন : অসাধারণ! লাজওয়াব।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
147198
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার কবিতাও নিয়মিত চাই। চাই আগের মত তেজস্বী হয়ে ছুটে বেড়াতে ব্লগের অলি গলিতে। হৃদদের দাহনে আবারও কবিতার ভাষায় বিদ্রোহী হয়ে লিখবে

ওরা জানেনা,
আমরা যে মহাপ্রলয়ংকারী সুপ্ত ঘুর্নিঝড়
পারি টর্নেডো হয়ে করিতে সব লন্ড,
জেগে উঠা আগ্নেয়গীরীর উত্তপ্ত লাভা হতে পারি
পারি 'আল্লাহু আকবার' ধ্বনিতে করিতে সব পন্ড।

আমাদের সিনায় প্রতিধ্বনিত হয় কোরানের বাণী
ক্যাসেট প্লেয়ার হয়ে শোনাই মহাপ্রভুর গান,
যুগে যুগে আমরা গড়েছি কালজয়ী ইতিহাস
মরেও আমরা অমর শাহীদ, প্রভূর রাহে নিবেদিত এ প্রাণ।

ধন্যবাদ আমার আঙ্গিনায় আসার জন্য।
১৮
197165
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একটু একটু লেখার চেষ্ট‍া করি, একটু একটু বুঝারও চেষ্টা করি-আপনার এই লেখাটি আমার ‍হৃদয়বীণায় এক অচেনা অগ্নিসূর তুলে দিছে। আরেকজন বিদ্রোহীর আসলেই প্রয়োজন-
‘হে তরুন পথচারী
হে উদ্ধত যৌবনের অতন্দ্র প্রহরী
তোমার ধমনিতে খুনের জোয়ার
মেতেছে উত্তাল তারুণ্যের লহরী...
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
147499
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখার কোন সীমানা নেই। এটি এমন এক ঘুমন্ত প্রতিভা, কোন একটি ঘটনার আঘাতে সে জেগে উঠতে পারে। ভেতর থেকে বের হয়ে আসতে পারে ঘুমন্তদের জাগানো বোমারু কবিতা। সেটি আপনার ভেতরেও হতে পারে।

হে উদ্ধত যৌবনের অতন্দ্র প্রহরী
তোমার ধমনিতে খুনের জোয়ার
মেতেছে উত্তাল তারুণ্যের লহরী...

শব্দ বিস্ফোরণের এসব কবিতার আজ বড় প্রয়োজন। ধন্যবাদ।
১৯
197180
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
বুঝিনা লিখেছেন :
পারনা জম্ম দিতে

"আর একজন বিদ্রোহী কবির ?" Praying
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
147504
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কবিতার এ আড্ডায় আসার জন্য।

আহা!
সব সত্যাম্বেষীরা যদি দ্বীনের লাগিয়া
বিলিয়ে দিতো ক্ষনিকের এ জীবন,
দ্বীনের বিজয় ঠেকাতো কে গো বলো,
রহমত ঢেলে দিতে প্রভু খূলে ঐ গগন।
২০
197239
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
তুমি জানোনা ওরা কত হিংস্র!

তুমি দেখনি সেদিন রাজধানীতে কি ঘটেছিল

তোমার এতিম সন্তানদের সাথে!

জীবন্ত কবরস্থ কোরানের পাখিদের আত্মারা

আজও ঢাকার ঐ বজ্যর নীচ থেকে

বুকফাটা আর্তনাদে বলে,

কি অপরাধ ছিল আমাদের!

জানাজার পরিবর্তে ময়লার গাড়ীতে করে

কেন আমাদের ডাষ্টবিনের সাথে মিশে দেয়া হল!

সত্যি বুলেটের চেয়েও কবিতা বেশি অন্তর্ভেদী ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
147506
প্রবাসী মজুমদার লিখেছেন : আাপনার বুলেটসম এ অনুভুতি হতে বিস্ফোরিত হোকনা একটি কালজ্বয়ী বিদ্রোহী কবিতা, সে প্রতিক্ষা কি অমুলক?
২১
197245
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:০০
বিন হারুন লিখেছেন : বিংশ শতাব্দীর স্বৈর গণতন্ত্রের আর্তচীৎকার!

এটি মুক্তি ফৌজ কিংবা কথিত রাজাকারের সমর্থিত গোষ্ঠী নয়,

এটি তোমার গর্ভপাত করা শিক্ষিত সন্তানের

লালিত সভ্যতার বিভৎস চিত্র!
শুধু ভাল লাগে নি বরং হৃদয়ে দোলাও দিয়েছে
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
147508
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা আজ বাকহীন। ভেতরে যেন বিবেক বিদ্রোহ করে বসে আছে। কিন্ত শব্দহীন আমি খুজে পাইনা উগলে দিতে সেই অন্তরের দহন। এ জন্য প্রয়োজন প্রতিটি দায়ীকে আজ কলম ধরা।

এ কেমন বিচারালয় নেইকো বিচার,
ফাসীদন্ডেও হয়না ফাসী হুকুম রাজার।

বুকফাটা মা'র আর্তনাদে বাতাস ভারী
উলঙ্গ সভ্যতায় কেবল পন্য নারী।
২২
197246
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : ওরা জানেনা কি প্রতিভা লুকানো রয়েছে আমার ভাইয়ের বুকে,
তবুও তিনি বেড়ান ছুটে প্রতিভার খোঁজে দিকে দিকে৷
রক্ত ঝরাতে চাইনা বন্ধু তাইতো ধরোনা অসি,
হৃদয়ে রক্ত ক্ষরণ করাতে তুলে নাও হাতে মসি৷
বৃথা খুঁজে মরা, ওমর ওসমান আলী হায়দার,
হেঁচকা টানে ফেলো উপাড়ি আপন হৃদয়ের দ্বার৷

২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
147509
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার কবিতার লাইনে যেন আমারও হাই প্রেসার বেড়ে যাচ্ছে। শব্দ এমন এক আক্ষরিক অনুভুতি, যা দিয়ে আগুন ধরানো যায়। সেই আগুনের অক্ষরগুলো লিখে এ জাতিকে জাগানোর জন্য আপনার মত কবিতা প্রেমিক কবিদের বড় প্র্রয়োজন। ধন্যবাদ অনুভুতিকে কবিতার ভাষায় রেখে যাবার জন্য।
২৩
197344
২৪ মার্চ ২০১৪ রাত ১১:১৭
ইক্লিপ্স লিখেছেন : খুব চমৎকার লিখেছেন। অনেক অনেক শুভকামনা।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:২২
147511
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ চমৎকার মন্তব্য রেখে যাবার জন্য।

দারিদ্রতার কষাঘাতে জর্জরীতদের লোভ দেখিয়ে
কোন রিক্স্রাওয়ালা কিংবা দিনমজুরের
মিথ্যা স্বাক্ষী আর নয়,
চল নিজেরাই কাঠগড়া দাড়িয়ে
রাজপথে গলাফাটানো আওয়াজের কন্ঠে
স্বাক্ষী দেই নিজামী মুজাহিদদের বিরুদ্ধে?

এসো,
সাঈদী, নিজামী মুজাহিদদের কন্ঠনালী কেঁটে দিতে
মিথ্যার প্রলেপ এ্যঁটে দিয়ে বলি 'তুই শ্রেষ্ট রাজাকার',
কোরানের জানবাজদের শহস্র বছরের জন্য নিষিদ্ধ করি
মা-কালীর পুজো মন্ডবে উলু ধ্বনিতে হই একাকার।
২৪
197354
২৪ মার্চ ২০১৪ রাত ১১:৩৭
পবিত্র লিখেছেন : অসাধারণ!!
অসম্ভব ভালো লেগেছে!!!

২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:২৪
147514
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ হ্রদয় নিংড়ানো অনূভুতি রেখে যাবার জন্য।

সত্য প্রতিস্ঠায় নবীরা লড়েছে
দায়ীরা ছেড়েছে ঘর,
হেরার নবীকে তাড়াতে গিয়ে
মরেছে ক্ষমতাধর।

নবী হতো কভু পাগলে ভূষিত
কভু হতো দেশদ্রোহী,
যাতনা বিষাদে প্রভুর ইশারায়
দুর দেশে দিত পাড়ি।

কেউবা জেলে জীবন কাটাত
কেউবা দেশান্তর,
কাউকে শুলে ছড়িয়ে মেরেছে
কেউবা ছেড়েছে ঘর।
২৫
197547
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:২০
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ভাই, অনেক ভালো লাগলো।কিছু ইসলামিক কবিতা চাই,লিখে যান।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:২৬
147517
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম বস। বস, মাথা গরম হলেই দু একটা কবিতা লিখে বসি। সত্যিকারার্থে আমি তাহা নই যাহা লোকে বলে মোরে।

তাহাজ্জুদে রাত কেটে দেই
তাসবীহ গুণি লক্ষ বার,
জিকির করে দিন চলে যায়
হয়নাযে প্রভুর দীদার।

কর্মহীন আজ ধর্মে ব্যাস্ত
ঘরের কোনেই আস্তানা,
কেবলা বাবার দরগাহে গায়
ভন্ড মুরিদ মাস্তানা।
২৬
197627
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
নূর আল আমিন লিখেছেন : মা।
তোমার ধার্মিক
সন্তানকে বল,
কপালে পড়া নামাজের ঐ
কাল দাগ মুছে দিতে।
...না হয় রাজাকার
অপবাদে
তোমার সামনেই
বুলেটের আঘাতে
ঝাজরা করে দিবে।
তুমি জানোনা ওরা কত
হিংস্র!
@মজুমদার ভাই আপনার কবিতাটা পড়ে ইচ্ছে করছে হায়েনার বুকটা ছিড়ে এই দেশটা মুক্ত করি
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫১
147640
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অনূভূতিকে ধন্যবাদ জানাই। কিন্তু এর সাথে আমাদের জাগতে হবে। এগুতে হবে। ক্ষুরধার লেখনীকে আরও শানিত করতে হবে।

২৭
197770
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি কবিতা লিখতে পারিনা তবে পড়তে ভাল লাগে। সুন্দর উপস্হাপনা প্রতিটি কথায় আবেগ ঝরে পরছিল, হৃদয়কে নাড়া দিচ্ছিল। তবে একটা প্রশ্ন এই মা বলতে কাকে বোঝানো হচ্ছে? দেশকে নাকি কোন মানবীকে? দেশ হল মা এমন চিন্তাটা শিরক পর্যায়ের এবং এই থিওরীটাও মুশরিকদের। আশা করি সমালোচনাটুকু ব্লগীয় দৃষ্টিতে দেখবেন।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:১০
147830
প্রবাসী মজুমদার লিখেছেন : যে মা তার সন্তানকে মুক্তি যোদ্ধা বানিয়ে রণাঙ্গনে পাঠিয়েছে, আমি সে মাকেই বুঝিয়েছি। আসলে কোন মা তো আর নিজে নিজে শরীয়তুল্লাহর জম্ম দিতে পারেনা। এটি মানুষদের জাগানোর জন্য অভিমানী একটি প্রতিশব্দ। এটি দেশ ও মাটির প্রতি আহব্বান। এটি ঘূমন্তদের প্রতি আহব্বান। একটা জাতি কতটকু অসহায়ত্বের পদভারে জর্জরিত হলে বলতে পারে- আমাকে পাঠাও বিদ্রোহী কবি। কাব্যিক ভাষায় এসব রুপক অর্থকে মাসলা মাসয়ালা দিয়ে চলেনা। যে নজরুলকে মানুষেরা কাফের বলেছিল, সে নজরুলের কবিতায় আল্লাহর শ্রেষ্ঠ গান ও উঠে এসেছে। এখানে ভাবের দৃষ্টিভঙ্গীকে নিজের মত করে না দেখে পরিস্থিতির আলোকে অসহ্য যাতনায় নিঃসৃত হাহাকারই বড় বিষয়।
ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ রাত ১০:৫২
147923
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার দিক দিয়ে আপনি শতভাগ সত্যি বলেছেন কিন্তু তবুও ইসলাম তো আবেগের বশে চলেনা তাই সবখানে ইসলাম আনতেই হয়, ছাড় দেয়ার মানষিকতাটা গড়ে ওঠা আমার দৃষ্টিতে ভালনা কারণ এর জন্যে আরো বিভিন্ন বিষয়ে ছাড়ের মানষিকতা জন্মাতে পারে। আপনার আবেগকে শ্রদ্ধা জানাই তবে এটাও বলি সেই নির্যাতনের ছিটেফোটার কিছুটা আমাদেরও স্পর্শ করেছে।
২৮
198156
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
আমি মুসাফির লিখেছেন : আপনার লেখাটিই যেন এ দেশের শেয়াল শকুনদের কার্যকলাপকে সুন্দরভাবে তুলে ধরেছে।
আকুতিটা অত্যন্ত বাসবসম্মত ।
এমন সুন্দর পোষ্টের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।



৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
150481
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য রেখে যাবার জন্য। ভাল লাগল।
২৯
198456
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫২
সালাহ খান লিখেছেন : বিদ্রোহীদের স্থান পবিত্র ভূমিতে হয় ; অপবিত্র ভূমিতে নয় । আর বিদ্রোহ কারো রক্তে জ্বলে উঠলে তাকে পাঠিয়ে দেয়া হবে না ফেরার দেশে - তবুও সেই বিদ্রোহীর অপেক্ষার প্রহর গুনত...... আর সুন্দর লিখনীর জন্য ভালবাসা....
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
150482
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কিছু নিরেট সত্য ও অনুভুতির কথা রেখে যাবার জন্য।
৩০
200692
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
ধ্রুব নীল লিখেছেন : নির্বিকার । একরাশ হাহাকারে বদন্যতায় ব্যর্থ গল্পের সফল কাব্য । অভিভূত । সাথে নির্বিকার ।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
150486
প্রবাসী মজুমদার লিখেছেন : কোলাহল পুর্ন এ অসভ্য সমাজে কবির জম্ন হয়না। যা হয়, তা হয় হতাশার। ধন্যবাদ মনের কথাগুলো মন্তব্য রেখে যাবার জন্য।
৩১
205565
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
কেলিফোরনিয়া লিখেছেন : ভয়ংকর সুন্দর লিখেন আপনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File