মহাপ্রভূর ট্রাইবুনাল
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৮ নভেম্বর, ২০১৩, ০১:৩৭:২২ রাত
শেখ হাসিনার লগি বৈঠার ডাকে
২৮শে অক্টোবর যখন ঢাকার রাজপথে
কলেজ ছাত্রকে পিটিয়ে ছাত্রলীগের ছেলেরা হত্যা করছিল,
তখন মনে হচ্ছিল
হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী।
বিশ্বজিতের হত্যার পর
শেখ হাসিনার নিলিপ্ততায় মনে হয়েছে
এ জাতি এক দায়ীত্বহীন নেত্রীর কাছে
জিম্মী হয়ে গেছে।
৫ই মে রাতের অন্ধকারে হেফাজতের
লোকদের বাতি নিভিয়ে হত্যার সময়
মনে হয়েছে, শেখ হাসিনা
হিটলারের নাতসী বাহিনীকে হার মানিয়েছে।
১৪ জন ফাসী দন্ড আসামীকে মাফ করে দেয়াতে
তাদের আত্মীয় স্বজনের আতর্ননাদে মনে হয়েছে
হে প্রভু, এ নেত্রী হতে মুক্তির জন্য
হয় আকাশের ফেরেশতা পাঠাও,
না হয় আমাদের তোমার করে নাও।
তাসবীহ হাতে জিকির রত মানুষগুলোকে হত্যার দৃশ্য
মনে হয়, ওদের আত্মা আজও রাজধানীর আকাশে ঘূরছে
আর বলছে, কি অপরাধ ছিল আমাদের?
ঐ কাবার গেলাফ ধরে প্রভুর কাছে
মিনতি করছে কি তোমার একটু লজ্ঝা করবেনা?
কি জবাবা দেবে কাল হাশরের মাঠে?
সাংবাদিক রুনী হত্যা,
কলমী যোদ্মাধা হমুদুর রহমান সহ
ছাত্রলীগের হাতে হাজারো
তেজোদীপ্ত যুবকের রক্তাক্ত লাশ দেখে মনে হয়েছে
এমন সন্ত্রাসী নেত্রী হতে মুক্তি চাই হে প্রভূ।
কাবার মালিককে কেবলি বলেছি
হে প্রভূ, তুমি আবরাহার মত এদের
পাথর দিয়ে তোমার আঙ্গিনায় মেরে
পৃথিবী বাসিকে দেখাও
মুসলিম নামধারীরা এমনই লাঞ্চিত হয়।
কাল কিয়ামতের মাঠে
মহান আল্লাহর ট্রাইবুনালে অপরাধির কাঠগড়ায় দাড়িয়ে
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে
সেদিন আমরা ও বলব
হে প্রভু, দুনিয়ার বিচারালয়ে বিচার পাইনি।
আজ তোমার সুবিচারে আমরা তৃপ্ত।
এজন্যই তুমি শ্রেষ্ঠ।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন